প্রেম নিয়ে আমি অনেক ব্যথা পেয়েছি: স্বস্তিকা মুখার্জি

ব্যক্তিজীবন নিয়ে বরাবর অকপট ভারতীয় অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি। ২০২৪ সালের ২৭ জানুয়ারি ঢাকায় প্রথম আলোকে দেওয়া সাক্ষাৎকারে প্রেমজীবন নিয়ে কথা বলেছিলেন তিনি। আজ আবার অভিনেত্রীর ব্যক্তিজীবন ও প্রেম নিয়ে উপলব্ধি জানব। সঙ্গে রইল তাঁর সাম্প্রতিককালের কিছু ছবিও—

১ / ১০
এক প্রশ্নের জবাবে স্বস্তিকা বলেন, ‘প্রেম নিয়ে আমি অনেক ব্যথা পেয়েছি, একাকিত্ব থেকে অনেককে আকড়ে ধরার চেষ্টা করি। যে লোকগুলো ভুল, তারা থাকতে চায় না। তবুও আকড়ে ধরে রাখার চেষ্টা করি, সেটা আমাদের ভ্রান্তি। অনেক নয়, একটি–দুটি অভিজ্ঞতা তো হয়েছে।’
শিল্পীর ইনস্টাগ্রাম থেকে
আরও পড়ুন
২ / ১০
স্বস্তিকার ভাষ্য, ‘আমার জীবনে প্রেম খুবই কম হয়েছে। মানুষ এমনভাবে বলে যে আমি ৪০টা প্রেম করেছি। আমার প্রেমের কথা আমি নিজেই বলেছি, এর সঙ্গে আমার সম্পর্ক, একে আমি ভালোবাসি। সেটা হাতে গোনা চার-পাঁচটা হবে। কফি খেতে গেলেও লেখে, আমি প্রেম করছি। তাহলে আমি কী করব?’
শিল্পীর ইনস্টাগ্রাম থেকে
৩ / ১০
দুই যুগের ক্যারিয়ারে টালিউড ও বলিউডে ‘শিবপুর’, ‘পাতাল লোক’, ‘তাসের ঘর’, ‘কালা’, ‘শাহজাহান রিজেন্সি’র মতো সিনেমা-সিরিজে অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন ৪৫ বছর বয়সী এই তারকা অভিনেত্রী
শিল্পীর ইনস্টাগ্রাম থেকে
৪ / ১০
স্বস্তিকার প্রাক্তন প্রেমিকদের তালিকায় সৃজিত মুখার্জি ও পরমব্রত চট্টোপাধ্যায়ের মতো তারকার নামও রয়েছে। কারও সঙ্গে প্রেম ভেঙে গেলে অনেকে মুখ দেখাদেখিও বন্ধ করে দেন। সেখানে প্রাক্তন প্রেমিকের সঙ্গে বন্ধুত্ব অটুট রয়েছে স্বস্তিকার
শিল্পীর ইনস্টাগ্রাম থেকে
আরও পড়ুন
৫ / ১০
বিষয়টি নিয়ে এক প্রশ্নের জবাবে স্বস্তিকা বলেন, ‘যখন ছাড়াছাড়ি হয়, সম্পর্ক ভাঙে, তখন ওটাই মনে হয় সব শেষ। তার মুখ দেখতে চাই না। তার মুখ দেখলে আমার কষ্ট হয়। তেমন সময় আমারও গেছে। পরমব্রত বা সৃজিতের সঙ্গে সম্পর্ক ভাঙার পর কাগজও দেখতাম না। কাগজে তাদের ছবি বেরোবে, রাগ না, দুঃখে আমি মরে যাব। ওই জন্য আমি দেখতে চাইনি। তারপর সময় পেরিয়েছে, সময় যত যায়, মানুষ সম্পর্কের ভালোটাই মনে রাখে, খারাপটা মাথা থেকে মুছে ফেলে।’
শিল্পীর ইনস্টাগ্রাম থেকে
৬ / ১০
প্রেম ভাঙার পরও সৃজিত ও পরমের সঙ্গে কাজ করেছেন স্বস্তিকা। সেই অভিজ্ঞতা নিয়ে স্বস্তিকা বলেন, ‘তাদের সঙ্গে সম্পর্কটা সত্যি ছিল, তাদের ভালোবেসেছি। খারাপ লাগাটা কখনোই ভালোবাসার থেকে বেশি হয় না। তারপর তাদের সঙ্গে কাজ করেছি। একসঙ্গে কাজ করতে গিয়ে প্রথম দুই–এক ঘণ্টা হয়তো অস্বস্তি লেগেছে। পরে ভেবেছি, আমার চরিত্রের ওপর যেন ব্যক্তিগত বিষয় প্রভাব না ফেলে। তাদের জীবনে তারা এগিয়েছে, তাদের সম্পর্ক হয়েছে। বিয়ে করেছে। কাউকে ভালোবাসলে আমরা চাইব, তারা ভালো থাকুক।’
শিল্পীর ইনস্টাগ্রাম থেকে
৭ / ১০
দিবাকর বন্দ্যোপাধ্যায়ের ‘ব্যোমকেশ’-এ আবেদনময়ী, ‘দিল বেচারায়’ আবার মায়ের চরিত্রে। ‘তাসের ঘর’ থেকে ‘পাতাল লোক’-এ বৈচিত্র্যময় চরিত্রে দেখা দেখে স্বস্তিকাকে
শিল্পীর ইনস্টাগ্রাম থেকে
৮ / ১০
স্বস্তিকার জীবনে নানা ঘাত–প্রতিঘাত, লড়াই আছে। অনেক নারী তাঁকে দেখে অনুপ্রেরণা খোঁজেন। বিষয়টি নিয়ে স্বস্তিকা বলেন, ‘অনেক মানুষ আমার চেয়ে এক শ গুণ বেশি লড়াই করছে। ওদের কথা শুনলে মনে হয়, আমি কত সুখে আছি। আমরা নিজেদের দুঃখকষ্টকেই সবচেয়ে গুরুত্বপূর্ণ ভাবি। ভাবি এর চেয়ে আর খারাপ হতেই পারে না। কিন্তু আরও মানুষ কঠিন সংগ্রাম করছে। তখন মনে হয়, ঈশ্বরের অনেক আশীর্বাদ, ভালো আছি।’
শিল্পীর ইনস্টাগ্রাম থেকে
৯ / ১০
কোন চরিত্রের সঙ্গে আপনার মিল রয়েছে?—আরেক প্রশ্নের জবাবে স্বস্তিকা বলেন, ‘শাহজাহান রিজেন্সি’ সিনেমার কমলিনী গুহ। আত্মবিশ্বাসী এক নারী চরিত্র। নিজের চয়েস নিয়ে লজ্জা নেই। নিজে যেমন, তেমনভাবে প্রকাশ করে। সব সময় সে বলেছে, আমি এসকট। নিজে থেকে এই পেশা চুজ করেছি, তাহলে বলতে লজ্জা পাব কেন? নিজের চয়েসের প্রতি কমলিনীর আত্মবিশ্বাসী মনোভাবের সঙ্গে আমার মিল রয়েছে। এটা আমাকে মনোবল জোগায়।’
শিল্পীর ইনস্টাগ্রাম থেকে
১০ / ১০
এ বছর মুক্তিপ্রাপ্ত ‘দুর্গাপুর জংশন’, ‘নিখোঁজ ২’—এর মতো সিনেমা ও সিরিজে দেখা গেছে তাঁকে
শিল্পীর ইনস্টাগ্রাম থেকে