বিজয় সেতুপতির ছবির সেটে দড়ি ছিঁড়ে স্টান্টম্যানের মৃত্যু

স্টান্ট পরিচালক এস সুরেশ

দুর্ধর্ষ স্টান্ট করে সবাইকে চমকে দিতেন খ্যাতনামা এস সুরেশ। এই স্টান্ট জীবন কেড়ে নিল দক্ষিণের ৫৪ বছরের স্টান্টম্যানের। দক্ষিণি তারকা বিজয় সেতুপতির ‘বিদুথলাই’ ছবির সেটে স্টান্ট করার সময় মারা গেছেন তিনি।

স্টান্ট মাস্টার এস সুরেশের আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে দক্ষিণি ছবির জগতে। চেন্নাইয়ের ভন্ডালুরের উনামাঞ্চেরি গ্রামে বিজয় সেতুপতির আগামী ছবি ‘বিদুথলাই’-এর সেট নির্মাণ করা হয়েছিল। ছবির সেটে শুটিং চলাকালে সুরেশ ২০ ফুট উচ্চতা থেকে পড়ে মারা গেছেন বলে জানা গেছে। সুরেশ ছবিতে স্টান্ট নির্দেশকের পাশাপাশি সহকারী পরিচালক হিসেবেও কাজ করছিলেন।

বিজয় সেতুপতি

খবর অনুযায়ী, সুরেশের এক স্টান্ট করার কথা ছিল। এই স্ট্যান্টের জন্য ২০ ফুট উঁচু থেকে তাঁর ঝাঁপ দেওয়ার কথা। এদিন নিয়তির ডাককে এড়াতে পারেননি এই খ্যাতনামা স্টান্টম্যান। ২০ ফুট উঁচু থেকে ঝাঁপ দেওয়ার সময় ক্রেনে বাঁধা দড়ি ছিঁড়ে তিনি হঠাৎই পড়ে যান। সুরেশকে সঙ্গে সঙ্গে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল, কিন্তু চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেছিলেন।

সেটে ঘটে যাওয়া এ দুর্ঘটনার তদন্ত করছে ভন্ডালুর পুলিশ। সুরেশ ২৫ বছর ধরে দক্ষিণি ছবির জগতে কাজ করছেন। ক্যারিয়ারের শুরু থেকেই তিনি স্টান্ট করে এসেছেন। স্ট্যান্ট করতে করতে সবাইকে চিরবিদায় জানালেন সুরেশ। ছবিতে তিনি বিজয় সেতুপতির স্টান্ট করছিলেন বলে জানা গেছে। আপাতত এই ছবির শুটিং বন্ধ রাখা হয়েছে।

বিজয় সেতুপতি
ছবি : সংগৃহীত

বেত্রিমারন পরিচালিত ‘বিদুথলাই’ ছবিতে বিজয় সেতুপতি ছাড়াও সুরিকে মূল চরিত্রে দেখা যাবে। এই ছবির শুটিং দুই ভাগে হওয়ার কথা ছিল। বিজয় সেতুপতি জানিয়েছিলেন, প্রথম ভাগের শুটিং হয়ে গেছে। এর দ্বিতীয় ভাগের শুটিং চলছিল। দ্বিতীয় ভাগের শুটিং চলাকালে দুর্ঘটনাটি ঘটেছে। ক্রাইম-থ্রিলারধর্মী ছবিতে বিজয়, সুরি ছাড়া আছেন প্রকাশ রাজ, গৌতম মেনন, কিশোর, রাজীব মেনন, ভবানী শ্রীসহ আরও অনেকে। ‘বিদুথলাই’ ছবির অধিকাংশ দৃশ্য তামিলনাড়ুর সত্যমঙ্গলম জঙ্গলে শুটিং করা হয়েছে।

আরও পড়ুন
আরও পড়ুন
আরও পড়ুন