সিরিয়ার শরণার্থীর গল্প নিয়ে শুরু হচ্ছে বার্লিন উৎসব
আলোচিত জার্মান নির্মাতা টম টাইকওয়ার। ‘রান লোলা রান’, ‘হেভেন’, ‘পারফিউম: দ্য স্টোরি অব আ মার্ডারার’ ইত্যাদি আলোচিত সিনেমা বানিয়েছেন তিনি। ‘ব্যাবিলন বার্লিন’-এর মতো প্রশংসিত সিনেমারও নির্মাতা তিনি। এবার টম বানিয়েছেন ‘দ্য লাইট’। জার্মানিতে সিরিয়ার এক শরণার্থীর গল্প নিয়ে নির্মিত হয়েছে সিনেমাটি। ১৬২ মিনিটের ‘দ্য লাইট’ দিয়েই আজ শুরু হচ্ছে ৭৫তম বার্লিন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব।
‘দ্য লাইট’ উৎসবের মূল প্রতিযোগিতা বিভাগে জায়গা পায়নি। এ ছবি দিয়েই দীর্ঘ বিরতি ভেঙে চলচ্চিত্র নির্মাণে ফিরেছেন ৫৯ বছর বয়সী নির্মাতা। এবারের উৎসবের মূল প্রতিযোগিতা বিভাগে স্বর্ণভালুকের জন্য লড়বে ১৯টি সিনেমা।
এগুলো হলো ‘এআই’, লিওনর সেরাইলে (ফ্রান্স, বেলজিয়াম), ‘ব্লু মুন’, রিচার্ড লিংকলেটার (যুক্তরাষ্ট্র, আয়ারল্যান্ড), ‘দ্য ব্লু ট্রেইল’, গ্যাব্রিয়েল মাসকারো (ব্রাজিল, মেক্সিকো, চিলি, নেদারল্যান্ডস), ‘ড্রিমস’, মিচেল ফ্রাঙ্কো (মেক্সিকো), ‘ড্রিমস (সেক্স লাভ)’, ড্যাং জোহান হাওগিরড (নরওয়ে), ‘গার্লস অন ওয়্যার’, ভিভিয়ান কু (চীন), ‘হট মিল্ক’, রেবেকা লেনকিউইচ (যুক্তরাজ্য), ‘দ্য আইস টাওয়ার’, লুসিল হাদজিহালিলোভিচ (ফ্রান্স, জার্মানি), ‘ইফ আই হ্যাড লেগস আই উড কিক ইউ’, মেরি ব্রনস্টাইন (যুক্তরাষ্ট্র), ‘কন্টিনেন্টাল ২৫’, রাদু জুদে (রোমানিয়া), ‘লিভিং দ্য ল্যান্ড’, হুও মেং (চীন), ‘দ্য মেসেজ’, ইভান ফান্ড (আর্জেন্টিনা, স্পেন), ‘মাদারস বেবি, জোহানা মডার’ (অস্ট্রিয়া, সুইজারল্যান্ড, জার্মানি), ‘রিফ্লেকশন ইন আ ডেড ডায়মন্ড’, হেলেন ক্যাটেট ও ব্রুনো ফোরজানি (বেলজিয়াম, লুক্সেমবার্গ, ইতালি, ফ্রান্স), ‘দ্য সেফ হাউস’, লিওনেল বেয়ার (সুইজারল্যান্ড, লুক্সেমবার্গ, ফ্রান্স), ‘টাইমস্ট্যাম্প’, ইউক্রেন, কাতেরিনা গোর্নোস্টাই (লুক্সেমবার্গ, নেদারল্যান্ডস, ফ্রান্স), ‘হোয়াট মেরিলিন নোজ’, (জার্মানি), ‘হোয়াট ডাজ দ্যাট নেচার সে টু ইউ’, হং সাং-সু (দক্ষিণ কোরিয়া) ও ‘ইউনান’, আমির ফখর এলদিন (জার্মানি, কানাডা, ইতালি, ফিলিস্তিন, কাতার, জর্ডান, সৌদি আরব)।
এবার মূল প্রতিযোগিতা বিভাগের প্রধান জুরির দায়িত্ব পালন করবেন মার্কিন নির্মাতা টড হেইঞ্জ।
উৎসব নিয়ে তিনি এএফপিকে বলেন, এখন নির্মাতারা একধরনের সংকটের মধ্যে আছেন। ডোনাল্ড ট্রাম্পকে আবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দেখা তাঁদের জন্য আশঙ্কার। এই নির্মাতা বলেন, বার্লিন উৎসব বরাবরই রাজনৈতিক দৃষ্টিভঙ্গি প্রকাশে সাহসী ভূমিকা রাখে।
এবারের উৎসবে বাংলাদেশ থেকে থাকছেন চলচ্চিত্র সমালোচক বিধান রিবেরু। ফিপ্রেসি জুরি হিসেবে উৎসবের প্যানোরামা বিভাগের বিচারক থাকবেন তিনি।
এ ছাড়া উৎসবের বার্লিনাল পারস্পেকটিভ বিভাগে রয়েছে ভারতীয় সিনেমা ‘শ্যাডো বক্স’ (‘বাক্সবন্দী’)। এই চলচ্চিত্রের শিরোনাম সংগীতে কণ্ঠ দিয়েছেন ‘গল্লি বয়’ দিয়ে পরিচিতি পাওয়া বাংলাদেশের তবীব মাহমুদ ও রানা মৃধা। সিনেমাটি বানিয়েছেন পশ্চিমবঙ্গের নির্মাতা তনুশ্রী দাস ও সৌম্যানন্দা সাহী। বার্লিন উৎসবের পর্দা নামবে ২৩ ফেব্রুয়ারি।