নিজের দেশে সম্মানিত

পেনেলোপে ক্রুজ
ছবি : রয়টার্স

বড় চলচ্চিত্র উৎসগুলোর প্রতিযোগিতা বিভাগে পেনেলোপে ক্রুজের ছবি থাকবে, এটা যেন অলিখিত নিয়ম হয়ে গেছে। চলতি মাসে শেষ হওয়া ভেনিস উৎসবেও ছিল প্রখ্যাত এ স্প্যানিশ অভিনেত্রীর সিনেমা। প্রতিযোগিতা বিভাগে ছবি তো থাকেই, প্রায়ই সেরা অভিনেত্রীর পুরস্কারও ওঠে তাঁর হাতে। যেমনটা হয়েছিল গত বছর ভেনিসে। এবার নিজের দেশেই সম্মানিত হলেন অভিনেত্রী। গত শুক্রবার সান সেবাস্তিয়ান চলচ্চিত্র উৎসব শুরুর দিনে বিশেষ সম্মানে ভূষিত করা হয় ৪৮ বছর বয়সী অভিনেত্রীকে। পেনেলোপে পেয়েছেন দেশটির ন্যাশনাল সিনেমাটোগ্রাফি অ্যাওয়ার্ড। তাঁর হাতে পুরস্কার তুলে দেন স্পেনের সংস্কৃতি ও ক্রীড়ামন্ত্রী মিগুয়েল ইসিতা।

আরও পড়ুন

পুরস্কার গ্রহণ করতে গিয়ে নিজের দেশের দর্শকের সামনে আবেগাপ্লুত হয়ে পড়েন অভিনেত্রী। তাঁকে পুরস্কার দেওয়ার সময় দর্শকেরা দুবার দাঁড়িয়ে প্রিয় অভিনেত্রীকে স্ট্যান্ডিং ওভেশন জানান। পুরস্কার গ্রহণ করে প্রতিক্রিয়ায় পেনেলোপে বলেন, ‘এ পুরস্কার আমার জন্য অত্যন্ত সম্মানের। শৈশব থেকেই সিনেমা আমার প্যাশন। আমাদের বাড়ির আশপাশের রাস্তায় কখনো কখনো তৈরি হতো দুর্দান্ত সব গল্প। ছোটবেলা থেকেই অভিনয় নিয়ে কত যে স্বপ্ন দেখেছি—অভিনয় করলে বিভিন্ন চরিত্রে নানা ধরনের জীবনের স্বাদ পাওয়া যাবে।’

পেনেলোপে পেয়েছেন স্পেনের ন্যাশনাল সিনেমাটোগ্রাফি অ্যাওয়ার্ড
ছবি : রয়টার্স

ছয় মিনিট ধরে দেওয়া প্রতিক্রিয়ায় তিন দশকের বেশি সময়ের ক্যারিয়ার প্রসঙ্গে অস্কারজয়ী এ অভিনেত্রী বলেন, ‘সিনেমা যেন অন্য এক জীবনে অবিশ্বাস্য যাত্রা, যেখানে অনেক বিষয় জানা যায়, মানবহৃদয়ের গোপনীয় ব্যাপার-স্যাপার সামনে আসে, যা দুনিয়ার সঙ্গে ভাগ করে নেওয়া যায়। সিনেমায় এ যাত্রা এতটাই রোমাঞ্চকর যে কখনো স্বপ্নেও ভাবিনি। সবকিছুর জন্য আমি খুবই কৃতজ্ঞ।’

পেনেলোপে ক্রুজ
ছবি : এএফপি

বক্তব্যে ৪৮ বছর বয়সী এ অভিনেত্রী বিশেষভাবে ধন্যবাদ জানান তাঁর প্রিয় পরিচালক পেদ্রো আলমোদোভারকে, ‘অবশ্যই তাঁর কথা আলাদাভাবে বলতে হবে। আমার কাছে তাঁর প্রত্যাশা এত বেশি ছিল যে সেটা পূরণ করতে গিয়ে সব সময়ই নিজের সম্পর্কে নতুন অনেক কিছু আবিষ্কার করেছি।’ ১৬ সেপ্টেম্বর শুরু হওয়া এবারের সান সেবাস্তিয়ান চলচ্চিত্র উৎসবের পর্দা নামবে ২৪ সেপ্টেম্বর।