মনিকার চুমু, সমুদ্রে আলভেতি, আর যা দেখা গেল ভেনিসে

আজ বুধবার শুরু হচ্ছে ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ৮১তম আসর। পৃথিবীর সবচেয়ে পুরোনো এ উৎসব চলবে আগামী ৭ সেপ্টেম্বর পর্যন্ত। উৎসবে হাজির হতে শুরু করেছেন তারকারা। প্রথম দিনে কারা এলেন, দেখে নেওয়া যাক ছবিতে ছবিতে

১ / ৪
যুক্তরাষ্ট্রের সিনেমা ‘বিটলজুস বিটলজুস’ দিয়ে শুরু হচ্ছে ভেনিস চলচ্চিত্র উৎসব। ছবির ফটোকলে দেখা যাচ্ছে অভিনেতা উইলেম ড্যাফোকে। এএফপি
আরও পড়ুন
২ / ৪
‘বিটলজুস বিটলজুস’-এর ফটোকলে প্রখ্যাত ইতালীয় অভিনেত্রী মনিকা বেলুচ্চি। তাঁকে দেখেই ছবি তুলতে ব্যস্ত হয়ে পড়েন আলোকচিত্রীরা। অভিনেত্রী ভক্তদের উদ্দেশে ছুড়ে দেন উড়ন্ত চুমু। এএফপি
৩ / ৪
উৎসবে হাজির তরুণ মার্কিন অভিনেত্রী জিনা ওর্তেগা। এএফপি
৪ / ৪
মডেল ও অভিনেত্রী যেভেভা আলভেতি; ভেনিস উৎসবের উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠান সঞ্চালনা করবেন তিনি। এএফপি