কার হাতে উঠল ভেনিসের স্বর্ণ সিংহ

মার্কিন নির্মাতা লরা পট্রেসের হাতে স্বর্ণ সিংহ
ছবি : রয়টার্স

ভাঙল ১১ দিনের মিলনমেলা। গত ৩১ আগস্ট শুরু হয় পৃথিবীর সবচেয়ে পুরোনো চলচ্চিত্র উৎসব ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের এবারের আসর। ৭৯তম আসরের পর্দা নামল গতকাল শনিবার রাতে। সমাপনী আয়োজনে এ দিন ঘোষণা করা হয় পুরস্কারজয়ীদের নাম।

আরও পড়ুন

উৎসবের সর্বোচ্চ পুরস্কার ‘গোল্ডেন লায়ন’ বা স্বর্ণ সিংহ উঠেছে মার্কিন নির্মাতা লরা পট্রেসের হাতে। তথ্যচিত্র ‘অল দ্য বিউটি অ্যান্ড দ্য ব্লাডশেড’-এর জন্য এ পুরস্কার পেয়েছেন তিনি। এবারের উৎসবের প্রতিযোগিতা বিভাগের সাত সদস্যের জুরি বোর্ডের প্রধান ছিলেন মার্কিন অভিনেত্রী জুলিয়ান মুর। প্রতিযোগিতা বিভাগে ২৩টি চলচ্চিত্র জায়গা পায়।

সিলভার লায়ন গ্র্যান্ড জুরি প্রাইজ পেয়েছেন এলিস ডিওপ
ছবি : রয়টার্স

এক নজরে দেখে নেওয়া যাক ৭৯তম ভেনিস উৎসবের বিজয়ীদের নাম—


স্বর্ণ সিংহ

অল দ্য বিউটি অ্যান্ড দ্য ব্লাডশেডস (পরিচালক : লরা পট্রেস)
সিলভার লায়ন গ্র্যান্ড জুরি প্রাইজ
সাতো মেয়া (পরিচালক: এলিস ডিওপ)
সেরা পরিচালক
লুকা গোদানিনো (বোনস অ্যান্ড অল)
স্পেশাল জুরি প্রাইজ
নো বেয়ারস, পরিচালক: জাফর পানাহি

এবারের উৎসবের সেরা পরিচালক লুকা গোদানিনো
ছবি : রয়টার্স

সেরা চিত্রনাট্য
মার্টিন ম্যাকডোনা (দ্য বানশিজ অব ইনিশেরিন)
সেরা অভিনেত্রী
কেট ব্ল্যাঞ্চেট (টার)
সেরা অভিনেতা
কলিন ফারেল (দ্য বানশিজ অব ইনিশেরিন)

সেরা অভিনেত্রী কেট ব্ল্যাঞ্চেট
ছবি : রয়টার্স

হরাইজন; সেরা ছবি
ওয়ার্ল্ড ওয়ার থ্রি (পরিচালক: হুমান সায়েদি)

সেরা অভিনেতা কলিন ফারেল
ছবি : রয়টার্স

হরাইজন; সেরা পরিচালক
ভেরা, পরিচালক : টিজ্জা কোভি ও রেইনার ফ্রিমেল
আজীবন সম্মাননা
ক্যাথেরিন দ্যুনভ ও পল শ্রেডার

আরও পড়ুন