সৌদি আরবে তারার মেলা, হাজির ঐশ্বরিয়া থেকে ডাকোটা

গতকাল বৃহস্পতিবার সৌদি আরবের জেদ্দায় শুরু হয়েছে রেড সি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের পঞ্চম আসর। প্রথম দিনেই উৎসব মাতিয়েছেন বড় তারকারা। কারা ছিলেন উদ্বোধনী আয়োজনে? এএফপি অবলম্বনে জেনে নেওয়া যাক ছবিতে ছবিতে-

১ / ১২
আলোচিত ব্রিটিশ গায়িকা রিটা ওরা ছিলেন রেড সি উৎসবে। এএফপি
২ / ১২
অস্কারজয়ী অভিনেতা অড্রিয়েন ব্রডিকেও দেখা গেল উদ্বোধনী দিনে। এএফপি
৩ / ১২
লালগালিচায় ভক্তদের সঙ্গে মার্কিন অভিনেত্রী জেসিকা অ্যালবা। এএফপি
৪ / ১২
‘কিল বিল’ তারকা উমা থারম্যানও ছিলেন উৎসবে। এএফপি
৫ / ১২
ভক্তদের সঙ্গে ডাকোটা জনসন। এএফপি
৬ / ১২
অ্যাকশন তারকা ভিন ডিজেল। এএফপি
৭ / ১২
কথা বলছেন ব্রিটিশ অভিনেতা মাইকেল কেইন। এএফপি
৮ / ১২
এই সময়ের আলোচিত অভিনেত্রী ডাকোটা জনসনকেও দেখা গেল উৎসবে। এএফপি
আরও পড়ুন
৯ / ১২
এই সময়ের তরুণ অভিনেত্রী আনা ডে আরমাসও এসেছিলেন উৎসবে। এএফপি
১০ / ১২
নন্দিত ফারসি অভিনেত্রী জুলিয়েত বিনোশও ছিলেন উৎসবে। এএফপি
১১ / ১২
জুলিয়েত বিনোশের হাতে সম্মানসূচক পুরস্কার তুলে দেন ঐশ্বরিয়া রাই। এএফপি
১২ / ১২
ঐশ্বরিয়া রাই বচ্চন। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে