তিন কোরিয়ান সিনেমা আসছে

‘ড্রিম’ সিনেমার একটি দৃশ্যছবি: টুইটার

বছরের প্রথম তিন মাসে দক্ষিণ কোরিয়ার কোনো সিনেমায় বক্স অফিসে খুব একটা সাড়া ফেলতে পারেননি। ‘দ্য পয়েন্টম্যান’ ও ‘ফ্যান্টম’-এর মতো তারকাবহুল সিনেমাও মুখ থুবড়ে পড়েছে। তবু আশা ছাড়ছেন না প্রযোজকেরা, তাঁরা এপ্রিলে তিনটি সিনেমা মুক্তির ঘোষণা দিয়েছেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে দ্য কোরিয়া টাইমস।
সত্য ঘটনা অবলম্বনে নির্মিত খেলা নিয়ে সিনেমা ‘রিবাউন্ড’ মুক্তি পাবে ৫ এপ্রিল। ২০১২ সালে দক্ষিণ কোরিয়ার বাস্কেটবল কোচ ইয়াং হিউন জংয়ের জুং আন হাইস্কুল বাস্কেটবল দলের শিরোপাজয়ের ঘটনা অবলম্বনে সিনেমাটি নির্মাণ করেছেন জাং হাং জুন।

‘রিবাউন্ড’ মুক্তি পাবে ৫ এপ্রিল
ছবি: টুইটার

এতে কোচ ইয়াং হিউন জংয়ের চরিত্রে অভিনয় করেছেন অভিনেতা আহন জে হোং; আরও রয়েছেন লি শিন ইয়ং, জিউন জি উন। গত বছরের এপ্রিল থেকে জুলাইয়ে সিনেমার দৃশ্যধারণ করা হয়েছে। দক্ষিণ কোরিয়ায় মুক্তির পর অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডেও সিনেমাটির মুক্তির কথা রয়েছে। সিনেমার চিত্রনাট্য লিখেছেন কিম ইউন-হি ও হোয়ান সু হুই।

১৩ বছর পর একসঙ্গে বড় পর্দায় আসছেন কোরিয়ার তারকা জুটি লি সান কিয়ুন ও লি হা নি
ছবি: টুইটার

রোমান্টিক কমেডি ঘরানার সিনেমা ‘কিলিং রোমান্স’ মুক্তি পাবে ১৪ এপ্রিল। ১৩ বছর পর একসঙ্গে বড় পর্দায় আসছেন কোরিয়ার তারকা জুটি লি সান কিয়ুন ও লি হা নি। এর আগে ‘পাস্তা’ নামে একটি টিভি সিরিজে দেখা গেছে তাঁদের। সিনেমাটি পরিচালনা করেছেন লি উন সুক, এর আগে ‘হাউ টু ইউজ গাইজ উইথ সিক্রেট টিপস’ নির্মাণ করে পরিচিতি পেয়েছেন তিনি।

খেলা নিয়ে নির্মিত সিনেমাটি মুক্তি পাবে ২৬ এপ্রিল
ছবি: টুইটার

এপ্রিলে মুক্তির তালিকায় থাকা আরেক সিনেমা ‘ড্রিম’ নির্মাণ করেছেন নির্মাতা লি বিয়োং হিউন, খেলা নিয়ে নির্মিত সিনেমাটি মুক্তি পাবে ২৬ এপ্রিল। এতে পার্ক সিউ জুন, লি জি ইয়োনসহ আরও অনেকেই অভিনয় করেছেন।
গত দুই দশকে বাংলাদেশে কোরিয়ান সিনেমার বড় অংশের দর্শকশ্রেণি তৈরি হয়েছে। ‘ওল্ড বয়’, ‘মেমোরিজ অব মার্ডার’, ‘মিরাকল ইন সেল নম্বর সেভেন’, ‘ট্রেন টু বুসান’-এর মতো কোরিয়ান সিনেমা বাংলাদেশের দর্শকের জনপ্রিয়।

আরও পড়ুন
আরও পড়ুন