ঢাকার প্রেক্ষাগৃহে কোরিয়ান সিনেমা

সিনেমার দৃশ্যছবি: ইনস্টাগ্রাম

দক্ষিণ কোরিয়ান সিনেমা নিয়ে বাংলাদেশি দর্শকের আগ্রহের কথা বিবেচনা করে দেশটির আলোচিত সিনেমা ‘৬/৪৫’ নিয়ে আসছে স্টার সিনেপ্লেক্স। আগামীকাল শুক্রবার থেকে সিনেমাটি প্রদর্শিত হবে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

গত বছরের ২২ আগস্ট মুক্তিপ্রাপ্ত কমেডি ঘরানার সিনেমাটি দর্শকমহলে সাড়া ফেলেছে। একটি লটারির টিকিটকে কেন্দ্র করে নির্মিত হয়েছে ছবিটি। এতে দেখা যাবে, দক্ষিণ কোরিয়ার এক সৈন্য টিকিটটি খুঁজে পান, তবে সেটি উত্তর কোরিয়ায় উড়ে যায়; ঘটনাক্রমে দেশটির এক সৈন্যের হাতে পড়ে।
সিনেমাটি দর্শকমহলে আলোচিত হওয়ার পাশাপাশি বেশ কয়েকটি পুরস্কারও বাগিয়েছে।

সিনেমার দৃশ্য
ছবি: ইনস্টাগ্রাম

এই শতকের প্রথম দশকের গোড়ার দিক থেকে বাংলাদেশের দর্শকেরা কোরিয়ান সিনেমায় আগ্রহী হয়ে ওঠেন। ২০০৩ সালে মুক্তিপ্রাপ্ত তুমুল আলোচিত দুই কোরিয়ান সিনেমা ‘ওল্ড বয়’ ও ‘মেমোরিজ অব মার্ডার’ বাংলাদেশি দর্শকদের মধ্যেও আলোড়ন তুলেছিল।

পরে ‘মিরাকল ইন সেল নম্বর সেভেন’, ‘ট্রেন টু বুসান’–এর মতো সিনেমার বদৌলতে কোরিয়ান সিনেমা পাঁড় ভক্তদের ছাপিয়ে সাধারণ দর্শকের মধ্যেও ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। ২০২০ সালে অস্কারে বাজিমাত করেছে বং জুন-হোর ‘প্যারাসাইট’; অস্কারের ইতিহাসে প্রথমবারের মতো অ–ইংরেজিভাষী কোনো চলচ্চিত্র সেরার পুরস্কার ঘরে তুলেছে।

আরও পড়ুন