তাঁতি গানে কার পরনে কী?

তাঁতি গানে উঠে এসেছে দেশী তাঁতশিল্প
ছবি: রানআউট ফিল্মসের ফেসবুক অ্যাকাউন্ট থেকে

পয়লা বৈশাখ উপলক্ষে বাংলাদেশে সংগীতপ্রেমীদের ‘তাঁতি’ গানটি উপহার দেয় কোক স্টুডিও বাংলা। তৃতীয় আসরের গানটি মুক্তির পর থেকেই প্রশংসায় ভাসছে। তালির সঙ্গে সঙ্গে খানিকটা গালিও যে খাচ্ছে না, তা নয়। আলোচনা-সমালোচনা মিলিয়েই ইউটিউবে ট্রেন্ডে আছে গানটি। চার দিনে গানটি শোনা হয়েছে ৫০ লাখের বেশিবার। গানটির প্রযোজনা প্রতিষ্ঠান রানআউট ফিল্মস থেকে এই গানের শিল্পীদের পোশাকের বিস্তারিত নিয়ে ফেসবুকে একটি পোস্ট করা হয়। সেখান থেকে দেখে নেওয়া যাক এই গানে কার পরনে কী ছিল।

শায়ান চৌধুরী অর্ণব
ছবি: রানআউট ফিল্মসের ফেসবুক অ্যাকাউন্ট থেকে

অর্ণব

‘তাঁতি’ গানটির মূল ধারণার সঙ্গে মিল রেখে অর্ণবের জন্য জামদানির একটি পোশাক নির্বাচন করা হয়। সচরাচর আমাদের দেশের ছেলেদের পরনে জামদানি পোশাক পরতে দেখা যায় না। অর্ণবের ব্যক্তিত্বের সঙ্গে সামঞ্জস্য রেখে জামদানিতে তোলা হয়েছে ফুল ও বেলপাতার পাড়ের নকশা। অর্ণবের গিটারের স্ট্রাইপটি গাঢ় লালের ওপর সোনালি ও টকটলে লাল জরিতে বোনা হয়েছে সন্দেশ ফুল।

জয়া আহসান
ছবি: রানআউট ফিল্মসের ফেসবুক অ্যাকাউন্ট থেকে

জয়া আহসান

ঢালিউড থেকে টলিউড জয় করে বলিউডে পা রাখা জয়া আহসানের জন্য বেছে নেওয়া হয় বাংলাদেশের ঐতিহ্যবাহী তাঁত জামদানি শাড়ি। তাঁর শাড়ির জমিনজুড়ে ছিল কুশিকাটা জামদানি মোটিফ। আঁচলের বুননে শীতলপাটির নকশা। এই শাড়ি যেন আমাদের জামদানি কারিগরদের দক্ষতা আর ঐতিহ্যের গভীরতার প্রকাশ। ঐতিহ্য আর আধুনিকতাকে মিলিয়ে শাড়ির সঙ্গে বেল্ট আর সোনার বাজু জয়ার লুক সম্পূর্ণ করেছে।

আরও পড়ুন
অলি বয়
ছবি: রানআউট ফিল্মসের ফেসবুক অ্যাকাউন্ট থেকে

অলি বয়

নাইজেরিয়ান সংগীত তারকা অলি বয়কে আমরা দেখি সিংহের মাথার মোটিফের প্রিন্টের লাল-কমলা কমলা শার্টে। পোশাকটি শক্তি, সাহস আর নেতৃত্বের প্রতিনিধিত্ব করে। তাঁর মাথার লাল টুপি ইগবো সংস্কৃতিতে মর্যাদা, কর্তৃত্ব, সম্মান আর স্বীকৃতির প্রতীক। হাতে বহন করা হাতির দাঁত কর্তৃত্ব আর প্রতিপত্তির প্রতীক। ইগবো জনগোষ্ঠীর প্রবীণ, ঐতিহ্যবাহী উপাধিধারী ব্যক্তিরাও হাতির দাঁত বহন করেন।

হাসিন ও মরিয়ম
ছবি: রানআউট ফিল্মসের ফেসবুক অ্যাকাউন্ট থেকে

দুই মডেল: হাসিনূর হাসিন ও মীর মরিয়ম আহমেদ

এই গানে দুজন মডেলকে দেখা যায় র‍্যাম্প ওয়াক করে হেঁটে আসতে। তাঁদের একজন পুরুষ, আরেকজন নারী। পুরুষ মডেল হাসিনের পরনের জামদানি স্যুট-প্যান্টে হালকা ক্রিম হোয়াইট ও শ্যাম্পেইন গোল্ড রঙে জুঁই ফুলের ঝোপ্পা মোটিফ ব্যবহার করা হয়েছে। যেখানে মরিয়মের পরনে দেখা গেছে টকটকে লাল রঙের শাড়ি। এটি খুব জনপ্রিয় জামদানি মোটিফ, যা কিনা কদম চাকা নামে পরিচিত।

জান্নাত ও আফরিন
ছবি: রানআউট ফিল্মসের ফেসবুক অ্যাকাউন্ট থেকে

জান্নাত ও আফরিন

জান্নাতের পরনে দেখা যায় সিল্কের শার্টের সঙ্গে বেনারসি হাই ওয়েস্ট প্যান্ট। আফরিনের পরনে ছিল হালকা গোলাপি রঙের কাতান জাম্পস্যুট আর জামদানি ভেস্ট। জান্নাত ও আফরিনার দুজনেরই পায়ে ছিল হাতে আঁকা জুতা। তাঁদের অলংকারের মধ্যেও আলাদাভাবে ফুটিয়ে তোলা হয়েছে জামদানির নকশা। এসব পোশাকের থিমেও ঐতিহ্য আর আধুনিকতা মিলেমিশে একাকার!

আরও পড়ুন