কিশোরীদের পোশাকে এখন কেমন স্টাইল চলছে
আসছে ঈদে কিশোরীদের পোশাকে স্বস্তিকে সঙ্গে নিয়েই জমবে ফ্যাশন। সুতি, লিনেন, জর্জেট তো আছেই; সিল্কের তৈরি পোশাকও প্রাধান্য পাচ্ছে এবার। কিশোরীদের পোশাকের প্রচলিত নানা ধারা যেমন কাফতান, টপপ্যান্ট, জাম্পস্যুট, স্কার্ট ইত্যাদি থেকে নিজের জন্য বেছে নেওয়া যেতে পারে ঈদপোশাক।
কৈশোরের রংই যেন গোলাপি
ঢিলেঢালা আরামদায়ক পোশাক কাফতান। গলা ও হাতের অংশে লাগানো সাদা পাথর আর বেল্ট নজর কাড়ে।
কিশোরীর পরনে জর্জেট কাপড়ের তৈরি গোলাপি রঙের অতিরিক্ত ঢিলেঢালা কাটের টপ। সামনে-পেছনে দুই দিকেই গলা থেকে পুরোটা কুঁচি করা। সঙ্গে সাদা–কালো চেকের প্যান্ট।
দেশি কিংবা বিদেশি ধাঁচে নতুনত্ব
একটু ভিন্ন ঢঙের থ্রি-পিস সেট। পুরো পোশাকটাই জর্জেট কাপড়ে তৈরি। গাঢ় সবুজ রঙের হাতাকাটা টপসের সামনে জরির হালকা নকশা। একই রঙের প্যান্ট। টপসের ওপরে ফুলহাতা লম্বা কটির পুরোটাতেই বাঁকা লাইনে জরি সুতার কাজ। আরেকজন পরেছে সবুজ রঙের ভিসকস কাপড়ের পোশাক। জামার একপাশে কোমরের কাছে বাদামি রঙের বেল্ট।
জাম্পস্যুট ও কো-অর্ড সেট
উজ্জ্বল হলুদ সুতার ক্রুশকাঁটার কাজ করা কটির গলা আর হাতায় চামড়ার বর্ডার। তার ওপর পরা হয়েছে কালো রঙের জাম্পস্যুট। পাশের বান্ধবী পরেছে হাল ফ্যাশনের কো-অর্ড সেট।
টপসের সঙ্গে চামড়ার স্কার্ট
সামনে পুঁতির জমকালো কাজ করা হাতাকাটা টপ। সঙ্গে কালো রঙের চামড়ার স্কার্টের ওপর খুব সাধারণ একটি বেল্ট দিয়েছে অভিজাত লুক।