যে ৯ কারণে ‘ইয়াং শেল্ডন’ শিক্ষণীয়
জনপ্রিয় মার্কিন টিভি সিরিজ ‘ইয়াং শেল্ডন’ যুক্তরাষ্ট্রের সিবিএস চ্যানেলে প্রচারিত হয়েছে ২০১৭ থেকে ২০২৪ সাল পর্যন্ত। ‘ইয়াং শেল্ডন’ দেখা শুধু উপভোগ্যই নয়, শিক্ষামূলকও বটে। হাস্যরস এবং মজার মজার কাণ্ডকারখানার আড়ালে কীভাবে একটি ছোট্ট ছেলে তার স্কুল, পরিবার এবং নিজের আবেগগুলোকে নিজস্ব উপায়ে আবিষ্কার করে, এসব নিয়েই এই সিরিজের গল্প। শেল্ডনের পথচলা থেকে খুব গুরুত্বপূর্ণ ৯টি বিষয় শেখার আছে।
কৌতূহল হোক নিত্যদিনের সঙ্গী
শেল্ডন শুধু সবকিছু নিয়ে প্রশ্ন করেই থেমে যায় না। সে সব সময়ই কৌতূহলী এবং নিজে নিজেই সবকিছুর উত্তর খুঁজে নিতে পছন্দ করে। শেল্ডনকে দেখে শিশুরা শুধু বিজ্ঞানের প্রতি আগ্রহী হয়ে ওঠে না, তারা শেখে কীভাবে হাসিমুখে প্রতিদিন প্রশ্ন করা যায়।
রুটিন একটি গোপন অস্ত্র, খাঁচা নয়
শেল্ডন পরিপাটিভাবে কাজ করতে পছন্দ করে। রুটিনমাফিক কাজ করে কাজের প্রতি মনোযোগ ধরে রাখে। এটিই তার সাফল্যের মূলমন্ত্র। নিয়মিত কোনো কিছু করার অভ্যাস মাথা ঠান্ডা রাখে, শিশুরা অসাধারণ কিছু করার কথা ভাবার সুযোগ পায়।
পাঠাগারই হোক দ্বিতীয় বাড়ি
সিরিজটির অনেক দৃশ্যে বইপত্র দেখানো হয়, যা এটি নিছক ‘ব্যাকড্রপ’ নয়। শেল্ডন বইপত্রের মধ্যেই স্বাচ্ছন্দ্য ও স্বচ্ছতা খুঁজে পায়। বই পড়ে চুপচাপ নিজের মতো করে সবকিছু আবিষ্কার করতে করতে শিশু তার চারপাশের জগৎ সম্পর্কে গভীর ধারণা পায়।
একাকিত্বকে ভয় নয়, ভালোবাসতে হবে
শেল্ডনের আশপাশে সব সময় বন্ধুবান্ধব থাকে না। সে একা একা চিন্তা করতে ভালোবাসে। একাকিত্ব হতে পারে একটি ‘সুপার পাওয়ার’, যা শিশুদের মনোযোগ ও সৃজনশীলতা বাড়িয়ে দেয়।
পৃথিবীকে বুঝতে রসবোধ
সমাজে নিজেকে ঠিক খাপ খাওয়াতে পারে না শেল্ডন। সে বড়দের কাণ্ডকারখানা কিংবা বিচিত্র আচরণ সে বোঝার চেষ্টা করে নিজের রসবোধ দিয়ে। কোনো কিছু শেখার সময় এই রসবোধ অনেক কঠিন বিষয়কেও সহজ করে তোলে।
বড় বড় ধারণাকে ছোট ছোট প্রশ্নে বিভক্ত করা
পদার্থবিজ্ঞান হোক আর ধর্ম, শেল্ডন জটিল কোনো বিষয় একবারে শিখতে পারে না। সে পুরো বিষয়টিকে ছোট ছোট সহজ কয়েকটি প্রশ্নে বিভক্ত করে। এটি মানসিক চাপ এড়াতে বেশ কার্যকর এক কৌশল।
শেখার সময়ও আবেগকে উপেক্ষা নয়
সিরিজটিতে দেখা যায়, শেল্ডন নিজের আবেগ প্রকাশ এবং নিয়ন্ত্রণের বেলায় বেশ সমস্যায় পড়ে। তবে যখন কেউ তার মন বুঝতে পারে, তখন সে যেকোনো কিছু শিখতে পারে আরও ভালোভাবে। অর্থাৎ প্রাতিষ্ঠানিক শিক্ষায় আবেগ একটা অতি গুরুত্বপূর্ণ বিষয়।
পাঠ্যক্রমের বাইরের পৃথিবীকে চিনতে শেখা
খেলনা ট্রেন থেকে শুরু করে কমিক বই—সবকিছুতেই শেল্ডন বিজ্ঞান খুঁজে পায়। শিক্ষা শুধু সিলেবাসের ভেতরেই সীমাবদ্ধ থাকতে পারে না। অনেক সময় শিশুর পছন্দের কাজের মধ্য দিয়েই শিক্ষার শুরু হয়।
শিক্ষক হবেন ছাত্রের আয়না
ডক্টর স্টারগিস এবং অন্যরা শুধু শেল্ডনকে শেখান না, শেল্ডনের বেড়ে ওঠার প্রতিফলন তাদের মধ্যেও দেখা যায়। একজন শিক্ষক শুধু ছাত্রের প্রশ্নের উত্তর দিয়েই দায়িত্ব শেষ করবেন না; বরং ছাত্রের প্রশ্নটি কী হবে, সে ব্যাপারেও প্রয়োজনীয় দিকনির্দেশনা দেবেন তিনি।
সূত্র: এমএসএন