বলিউড তারকাদের মধ্যে অনেকেই বয়সকে হার মানিয়েছেন। আপনি যদি না জেনে থাকেন, তাহলে তাঁদের দেখে বয়স আন্দাজ করা প্রায় অসম্ভব। অনেকে আবার এমনও আছেন, প্রতি জন্মদিনে আরও বেশি করে তরুণ হচ্ছেন। ফিটনেসের ক্ষেত্রে তাঁরা একেকজন আইডল...
১ / ১০
‘বেস্ট ইজ ইয়েট টু কাম’ বলে ভক্তদের কথা দেওয়া শাহরুখ তাঁর কথা রেখেছেন সব দিক থেকেই। ৫৭ বছর বয়সেই নাকি তাঁকে দেখতে অতীতের যেকোনো সময়ের চেয়ে বেশি ‘হ্যান্ডসাম’ লাগছে। এই শাহরুখের সঙ্গে পাল্লা দেবে, বলিউডে এমন তরুণ কোথায়?ছবি: ইনস্টাগ্রাম থেকে
২ / ১০
তাঁকে দেখলে আপনি এখনো একটা হার্ট বিট মিস করবেন। কে বলবে রেখার বয়স ৬৮ বছর? ছবিটি সম্প্রতি তোলা, ‘ভোগ’ আরবের প্রচ্ছদের জন্যছবি: ইনস্টাগ্রাম থেকে
৩ / ১০
আর একবার জন্মদিনের কেক কাটলেই হাফ সেঞ্চুরি হাঁকাবেন তিনি। ছবিতে যাঁকে দেখছেন, আপনার বিশ্বাস হয় তাঁর বয়স ৪৯ বছর? যোগব্যায়াম, স্বাস্থ্যকর খাবার আর পর্যাপ্ত ঘুম মালাইকা অরোরার বয়স আটকে রেখেছে বিশের কোঠায়ছবি: ইনস্টাগ্রাম থেকে
৪ / ১০
বিশ্বাস করুন বা না–ই করুন, শিল্পা শেঠির বয়স ৪৮ বছরছবি: ইনস্টাগ্রাম থেকে
৫ / ১০
নার্গিস ফাখরির বয়স কিন্তু ৪৩ বছর!ছবি: ইনস্টাগ্রাম থেকে
৬ / ১০
দেখতে দেখতে হৃতিক রোশনও পার করলেন ৪৯ বসন্ত। তাই ৩৭ বছর বয়সী প্রেমিকা সাবা আজাদের পাশে দিব্যি মানিয়ে গেছে তাঁকে। সাবার বয়স যে ৩৭, সেটাও দেখে মনে হয় না!ছবি: ইনস্টাগ্রাম থেকে
৭ / ১০
৪৯ বছর বয়সেও কারিশমা আছেন ঠিক আগের মতোছবি: ইনস্টাগ্রাম থেকে
৮ / ১০
মাধুরী দীক্ষিতের বয়স ৫৬ পেরিয়েছেছবি: ইনস্টাগ্রাম থেকে
৯ / ১০
দেখতে দেখতে ঐশ্বরিয়া রাই পা দিয়েছেন ৪৯–এছবি: ইনস্টাগ্রাম থেকে
১০ / ১০
৪৭–এও অটুট চিত্রাঙ্গদা সিংয়ের আবেদনছবি: ইনস্টাগ্রাম থেকে