বিন্নি চালের পিঠার রেসিপি

রেসিপি দিয়েছেন নাসরীন আখতার

বিন্নি চালের পিঠাছবি: সৌরভ দাশ

উপকরণ

  • বিরুই চাল (বিন্নি): ১ কেজি

  • নারকেলকুচি: ২ কাপ

  • চিনি: আধা কাপ

  • পানি: ৪ টেবিল চামচ

  • লবণ: স্বাদমতো

আরও পড়ুন

প্রণালি

  • প্রথমে ১ কেজি চাল নিয়ে পরিষ্কার করে ধুয়ে ভিজিয়ে রাখব ৫ থেকে ৬ ঘণ্টা।

  • এরপর উঠিয়ে ঝাঁজরিতে পানি ঝরিয়ে কাগজের ওপর চালগুলো ছড়িয়ে ফ্যানের বাতাসে শুকিয়ে নিন।

  • এবার গ্রাইন্ডারে গুঁড়া করে নিন।

  • চালের গুঁড়ার সঙ্গে পানি ও লবণ মিশিয়ে মেখে নিন।

  • মুঠো করা যাবে, এমন অবস্থায় মিশ্রণটি আনতে হবে। যদি মুঠ হয়, তাহলে বুঝতে হবে পিঠার জন্য গুঁড়া তৈরি।

  • এবার চুলায় তাওয়া বসিয়ে গরম করে নিন।

  • প্রথমে হাতের সাহায্যে গুঁড়া গোল করে তাওয়ার ওপর ছড়িয়ে দিন।

  • চিনি, নারকেলকুচি দিয়ে ২ থেকে ৩ মিনিট ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করতে হবে।

  • এরপর ঢাকনা খুলে ২ ভাঁজ অথবা ৩ ভাঁজ করলে হয়ে যাবে বিন্নি চালের পিঠা।

  • গুঁড়ার সঙ্গে রং মিশিয়ে চেলে নিয়ে রঙিন বিন্নি পিঠা বানাতে পারেন।

আরও পড়ুন