মাইক্রোওয়েভ ওভেনে যেভাবে বানাবেন ডিম সবজির ক্যাসারল

ঝটপট নাশতায় নতুনত্ব আনবে এই পদ। চুলা ছাড়াই মাইক্রোওয়েভ ওভেনে সহজেই বানিয়ে নিতে পারেন ভেজিটেবল এগ ক্যাসারল । রেসিপি দিয়েছেন জেবুন্নেসা বেগম

ভেজিটেবল এগ ক্যাসারলছবি: প্রথম আলো

উপকরণ

  • ডিম ৬টা

  • ক্যাপসিকাম ১টা

  • টমেটো ৩টা

  • পনির ১ কাপ

  • অলিভ অয়েল ১ টেবিল চামচ

  • গোলমরিচের গুঁড়া ১ চা-চামচ

  • অরিগানো দেড় চা-চামচ

  • লবণ সামান্য

  • সাদা সস ১ কাপ

(সাদা সস বানাতে চুলার ওপরে ২ টেবিল চামচ মাখনে ১ টেবিল চামচ ময়দা দিয়ে ঘন ঘন নাড়তে থাকুন। লক্ষ রাখবেন যেন জমে বা পুড়ে না যায়। এবার এক কাপ দুধ ও সামান্য জায়ফলগুঁড়া দিয়ে আবার নাড়তে থাকুন। ঘন হয়ে সস তৈরি হলে চুলা বন্ধ করে দিন।)

আরও পড়ুন

প্রণালি

  • সেদ্ধ আলু গোল করে কেটে রাখুন।

  • টমেটো ও ক্যাপসিকামের বিচি ফেলে টুকরো করে নিন।

  • ওভেনপ্রুফ বাটিতে জলপাই তেল ব্রাশ করে সেদ্ধ আলু বিছিয়ে নিন।

  • সাদা সস সামান্য ছড়িয়ে এর ওপরে টমেটো ও ক্যাপসিকাম টুকরো ছড়িয়ে দিন।

  • আবারও কিছুটা সাদা সস দিন। সামান্য পনিরকুচি ছড়িয়ে দিন।

  • একইভাবে আবারও আলু দিয়ে দুটো লেয়ার তৈরি করুন।

  • ওপরে একটা একটা করে ৬টা ডিম দিন।

  • এর ওপরে গোলমরিচের গুঁড়া, অরিগানো ছড়িয়ে কুচি করা পনির ছড়িয়ে দিন।

  • প্রিহিট মাইক্রোওভেনে ১০ মিনিট বেক করুন।

আরও পড়ুন