নকশার প্রচ্ছদে আরিফিন শুভ, দেখুন ৮টি ছবি

‘প্রথম আলো’র লাইফস্টাইল ক্রোড়পত্র ‘নকশা’য় বিভিন্ন সময়ে প্রচ্ছদে এসেছেন অভিনেতা আরিফিন শুভ। কখনো বরের পোশাকে, আবার কখনো নিজের হাতের রান্না নিয়ে উপস্থিত হয়েছেন নকশার প্রচ্ছদে। কখনো পাঠকদের জানিয়েছেন তাঁর ফিটনেসের কথা। চলুন সেই ছবিগুলো দেখে নিই আরেকবার।

১ / ৮
বরের বেশে আরিফিন শুভ। ২০১৪ সালে বর্ণিল বিয়ে ম্যাগাজিনের জন্য এভাবেই বর সেজেছিলেন আরিফিন শুভ।
ছবি: কবির হোসেন
২ / ৮
‘যদি কেউ শারীরিকভাবে ফিট থাকেন, তাহলে তাঁর কর্মজীবন, পারিবারিক জীবন কিংবা বাইরের জগতে একধরনের ‘পজিটিভ ভাইব’ আসবে বলে মনে করেন শুভ
ছবি: কবির হোসেন
৩ / ৮
বর্ণিল ভালো থাকুন পাঠকদের জন্য দিলেন দৈনন্দিন শরীরচর্চার পরামর্শ
ছবি: কবির হোসেন
৪ / ৮
অভিনেতা আরিফিন শুভ ইলিশ খেতে যেমন ভালোবাসেন, রান্না করতেও তেমন ভালোবাসেন
ছবি: কবির হোসেন
৫ / ৮
ইলিশ ভাজা আরিফিন শুভর পছন্দের খাবার
ছবি: কবির হোসেন
৬ / ৮
আরিফিন শুভ নিজেকে সুস্থ ও সুন্দর রাখতে প্রচুর পানি পান করে থাকেন।
ছবি: কবির হোসেন
৭ / ৮
বর্ণিল বিয়ে ম্যাগাজিনে আরিফিন শুভর সহশিল্পী ছিলেন অভিনেত্রী মেহজাবিন।
ছবি: কবির হোসেন