বিদেশি ভাষা শেখার ১০ প্রতিষ্ঠান

দেশে ভাষা শিক্ষার নানা প্রতিষ্ঠান আছে। এখানে থাকল নির্বাচিত ১০টির খবর।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানিজ স্টাডিজ বিষয়ে স্নাতক করা যায়
ছবি: সাবিনা ইয়াসমিন

১. ঢাকা বিশ্ববিদ্যালয়

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউটে বিদেশি ভাষা শেখার সুযোগ আছে। আরবি, চীনা, ইংরেজি, ফরাসি, জার্মান, ইতালীয়, জাপানি, ফারসি, রুশ, স্প্যানিশ, কোরীয়, তুর্কি ও হিন্দি শিখতে পারেন। জুনিয়র সার্টিফিকেট কোর্সে ভর্তির জন্য ন্যূনতম এইচএসসি সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। বিস্তারিত দেখুন এই লিংকে

২. নর্থ সাউথ ইউনিভার্সিটি

নর্থ সাউথ ইউনিভার্সিটির কনফুসিয়াস ইনস্টিটিউটে চীনা ভাষা শেখার সুযোগ আছে। বেসিক চায়নিজ ও স্পিকিং চায়নিজ কোর্সে ভর্তি হতে পারেন। চারটি লেভেলে চীনা ভাষা শেখার সুযোগ আছে। বিস্তারিত দেখুন এখানে

৩. ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ

ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশে কোরিয়ান সরকারের সহযোগিতায় পরিচালিত হচ্ছে কিং সেজং ইনস্টিটিউট। এখান থেকে কোরিয়ান ভাষা শেখার সুযোগ আছে। বেসিক থেকে ইন্টারমিডিয়েট লেবেল পর্যন্ত শেখা যায়। বিস্তারিত দেখুন এখানে

আরও পড়ুন

৪. জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ইংরেজি, ফরাসি, জাপানি, জার্মান, চীনা, কোরিয়ান ও স্প্যানিশ ভাষা শিখতে পারেন। কোর্সে ভর্তি হতে ন্যূনতম এইচএসসি পাস হতে হবে। বিশ্ববিদ্যালয়ের ভাষা শিক্ষা কেন্দ্র অফিসে (টিএসসি ভবন) যোগাযোগ করে বিস্তারিত জানতে পারেন। অথবা দেখুন গত বছরের ভর্তি বিজ্ঞপ্তি

৫. রাজশাহী বিশ্ববিদ্যালয়

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ইংলিশ অ্যান্ড আদার ল্যাঙ্গুয়েজস ইনস্টিটিউটের অধীন ১০টি ভাষার ওপর সার্টিফিকেট কোর্সে ভর্তি হওয়ার সুযোগ আছে। বিভিন্ন কোর্সের মেয়াদ ৬ মাস। সার্টিফিকেট কোর্সের অংশ হিসেবে ইংরেজি, ফরাসি, জার্মান, জাপানি, চীনা, হিন্দি, স্প্যানিশ, রুশ, কোরিয়ান ভাষা শিখতে পারেন। ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীদের সার্টিফিকেট কোর্সে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয় বিভাগ অথবা জিপিএ ২.৫০ থাকতে হবে। বিস্তারিত দেখুন এখানে

আরও পড়ুন

৬. চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ইংরেজি, ফরাসি, জার্মান, জাপানি, চীনা, আরবি ও ফারসি ভাষার সার্টিফিকেট ও ডিপ্লোমা কোর্সে ভর্তির সুযোগ আছে। বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউটে ভর্তি হতে এইচএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। বিস্তারিত এখানে

৭. আলিয়ঁস ফ্রঁসেজ

আলিয়ঁস ফ্রঁসেজে ফরাসি ভাষা শিক্ষার পাশাপাশি ফরাসি সংস্কৃতি সম্পর্কে জানার নানা সুযোগ আছে। এ প্রতিষ্ঠান থেকে ফরাসি ভাষার আন্তর্জাতিক ডিপ্লোমা ডিইএলএফ, ডিএএলএফ, টিইএফসহ বিভিন্ন সনদ নিতে পারেন। শিশু থেকে শুরু করে বৃদ্ধ—যে কেউই নির্ধারিত ফির বিনিময়ে শিখতে পারবেন। বিস্তারিত জানতে ক্লিক করুন এখানে

৮. গ্যেটে ইনস্টিটিউট

গ্যেটে ইনস্টিটিউটে শিখতে পারেন জার্মান ভাষা। এখানে জার্মান ভাষার বিভিন্ন পর্যায়ের সনদ নেওয়ার সুযোগ আছে। নির্ধারিত ফি দিয়ে ভর্তি হতে পারবেন যে কেউ। বিস্তারিত দেখুন এখানে

৯. ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টার

ঢাকার ভারতীয় হাইকমিশনের ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টারে হিন্দি ভাষা শেখার সুযোগ আছে। যে কেউ হিন্দি ভাষা শেখার জন্য নাম নিবন্ধন করতে পারেন। বিস্তারিত এখানে

১০. রাশিয়ান হাউস ইন ঢাকা

রাশিয়ান হাউস ইন ঢাকায় রুশ ভাষা শেখার সুযোগ আছে। ৯ মাসে ৩ সেমিস্টারে বিভক্ত ক্লাস। নির্ধারিত ফি দিয়ে ভর্তি হতে পারবেন যে কেউ। বিস্তারিত এখানে