হন্তারক সন্ধ্যার আগে

হন্তারক সন্ধ্যার আগে উৎফুল্ল কিছু মুহূর্ত ছিল

এক আকাশ স্মৃতি নিয়ে

পথের ধুলোকণায় মিশে থাকে কারও প্রতীক্ষা

তখনো অবশিষ্ট ছিল কিছু বিহ্বলতা, ঘ্রাণ

বহুদিনের অনভ্যস্ততায় ভুলে গেছি সাঁতার

হয়তো-বা পথ

অনেক খুঁজেছি পথ পথে পথে

আবার বছর কুড়ি পরে দীপান্বিতা রাতে 

চেনা চেনা গন্ধ

শ্রীমতী মানিনি এসে ছুঁয়ে দিলে হাত

দীর্ঘ ঘুমের আগে যেন জেগে উঠি