পৃথিবীর সবচেয়ে কম বয়সী বেস্টসেলার লেখক

নিজের উপন্যাস হাতে রিতাজ আলহাজমি।

যে বয়সে শিশু–কিশোরেরা মাঠে-ঘাটে খেলায় মাতে, সেই বয়সে আরবের একটি মেয়ে চুপচাপ নিজের টেবিলে লেখায় ব্যস্ত। রিতাজ আলহাজমি নামের এই মেয়ে ১২ বছর বয়সেই দুটি বেস্টসেলার উপন্যাস লিখে গিনেস ওয়ার্ল্ড ওয়ার্ডসে নাম লিখিয়েছে। সন্দেহ নেই, এ মেয়েই এখন পৃথিবীর সবচেয়ে কম বয়সী বেস্টসেলার লেখক।

ছোটবেলা থেকেই গল্প-উপন্যাস পড়ে বড় হয়েছে রিতাজ। বাবা তাকে বিভিন্ন ধরনের বই কিনে দিতেন, আর আগ্রহ নিয়ে সেসব পড়ে ফেলত রিতাজ। কিন্তু তার পছন্দ ফ্যান্টাসি গল্প। রিতাজের যে দুটি বই প্রকাশিত হয়েছে, সেগুলোও ফ্যান্টাসি ঘরানার। এ ছাড়া এ বছর যে বই প্রকাশ পেয়েছে, সেটিও একই ঘরানার।

রিতাজ মাত্র ৯ বছর বয়সেই প্রথম বই লিখে শেষ করে প্রকাশককে পাঠিয়েছিল। কিন্তু প্রকাশক তাকে আরও বিস্তারিত বর্ণনা করে লিখতে বলেন। পরে বাবার সহযোগিতায় রিতাজ ভর্তি হয় একটি লেখালেখির কর্মশালায়। এর মধ্যে ওই বইয়ের কাজও শেষ করে সে। এবার প্রকাশক ভীষণ খুশি। ট্রেজার অব দ্য লস্ট সি নামে ২০১৮ সালে বেরোনো রিতাজের প্রথম বইটি বেস্টসেলার হলো। তার অন্য বইগুলো হলো পোর্টাল অব দ্য হিডেন ওয়ার্ল্ড (২০১৯) এবং বিয়ন্ড দ্য ফিউচার ওয়ার্ল্ড (২০২০)।

তৃতীয় বই লেখার পর তাকে আরও উৎসাহ দেন মা–বাবা। পাঠকেরা বলেছেন, এই বই টানটান উত্তেজনার, একটানে পড়ে ফেলার মতো। সূত্র: আরব নিউজ

গ্রন্থনা: হুমায়ূন শফিক