এক ঝলক (২০ মে ২০২১)

১ / ৩৪
প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামকে হেনস্থা ও গ্রেপ্তারের প্রতিবাদে মানববন্ধন করে রংপুরে টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশন। প্রেসক্লাব চত্বর, রংপুর, ২০ মে
ছবি: মঈনুল ইসলাম
২ / ৩৪
সাগরে ৬৬ দিন মাছ ধরা বন্ধ। তাই জেলেরা স্থানীয় ছোট ছোট নালা ও খালে চাকজাল পেতে মাছ ধরছেন। ভাটার সময় এই জাল পেতে রাখা হয়, জোয়ারের পানির সঙ্গে আসা মাছ এই জালে আটকা পড়ে। ফলে বেড়েছে চাকজালের বিক্রি। টাউন হল, ঝালকাঠি, ২০ মে
ছবি: আ স ম মাহমুদুর রহমান
৩ / ৩৪
রোজিনা ইসলামকে গ্রেপ্তারের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল প্রেসক্লাবের উদ্যোগে মানববন্ধন কর্মসূচি। সরাইল, ২০ মে
ছবি: প্রথম আলো
৪ / ৩৪
বকেয়া বেতন–ভাতার দাবিতে সিলেটের তারাপুর চা-বাগানের শ্রমিকেরা আজ বৃহস্পতিবার জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান ধর্মঘট পালন করেন
ছবি: আনিস মাহমুদ
৫ / ৩৪
বাঁকখালী নদীর একটি ট্রলারে মাছ ধরার জাল সংস্কার করছেন কয়েকজন জেলে। কক্সবাজার, ২০ মে
ছবি: প্রথম আলো
৬ / ৩৪
প্রথম আলোর জ্যেষ্ঠ সাংবাদিক রোজিনা ইসলামের মুক্তির দাবিতে সাংবাদিকদের মানববন্ধন কর্মসূচি। গুরুদাসপুর, নাটোর, ২০ মে
ছবি: প্রথম আলো
৭ / ৩৪
প্রথম আলোর জ্যেষ্ঠ সাংবাদিক রোজিনা ইসলামের মুক্তির দাবিতে জাতীয় প্রেসক্লাবে বিভিন্ন সাংবাদিক সংগঠনের আয়োজনে মানববন্ধন ও সমাবেশ হয়েছে। ঢাকা, ২০ মে
ছবি: সাবিনা ইয়াসমিন
৮ / ৩৪
প্রথম আলোর জ্যেষ্ঠ সাংবাদিক রোজিনা ইসলামকে হেনস্তা, মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির দাবিতে বরিশালে সাংবাদিকেরা স্বেচ্ছায় কারাবরণের জন্য আবেদন করেন। বরিশাল কোতোয়ালি মডেল থানা, ২০ মে
ছবি: প্রথম আলো
৯ / ৩৪
প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তির দাবিতে সৈয়দপুরে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সৈয়দপুর, ২০ মে
ছবি: প্রথম আলো
১০ / ৩৪
ঈদের ছুটি কাটিয়ে ঢাকায় ফিরছে মানুষ। বুধবার রাতেও ফেরিতে মানুষ গাদাগাদি করে নদী পাড়ি দেয়
ছবি: এম রাশেদুল হক
১১ / ৩৪
রোজিনা ইসলামকে হেনস্তা ও গ্রেপ্তারের প্রতিবাদে এবং তাঁর মুক্তির দাবিতে খুলনা টিভি রিপোর্টার্স ইউনিটির মানববন্ধন। খুলনা প্রেসক্লাব, খুলনা, ২০ মে
ছবি: সাদ্দাম হোসেন
১২ / ৩৪
প্রথম আলোর জ্যেষ্ঠ সাংবাদিক রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তি ও তাঁকে হেনস্তাকারীদের শাস্তি দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। প্রেসক্লাব চত্বর, রায়গঞ্জ, সিরাজগঞ্জ, ২০ মে
ছবি: সাজেদুল আলম
১৩ / ৩৪
সিলেট নগরের বিভিন্ন চা-বাগানের টিলাগুলোতে রয়েছে অসংখ্য কাঁঠালগাছ। পাকা কাঁঠাল খেতে ছুটে এসেছে বনের বানর। সিলেট, ২০ মে
ছবি: আনিস মাহমুদ
১৪ / ৩৪
সকালে ঝুম বৃষ্টির মধ্যে গন্তব্যে যাচ্ছেন এক ব্যক্তি। বারুতখানা, সিলেট, ২০ মে
ছবি: আনিস মাহমুদ
১৫ / ৩৪
সাংবাদিক রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তির দাবিতে প্রথম আলো বরগুনা বন্ধুসভার আয়োজনে মৌন মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। প্রেসক্লাব চত্বর, বরগুনা, ২০ মে
ছবি: মোহাম্মদ রফিক
১৬ / ৩৪
ঈদের ছুটি শেষে ঢাকায় ফিরছে দক্ষিণাঞ্চলের মানুষ। স্বাস্থ্যবিধি মেনে চলার লক্ষণ নেই। শিমুলিয়া, মুন্সিগঞ্জ, ২০ মে
ছবি: দীপু মালাকার
১৭ / ৩৪
প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তির দাবিতে বৃহম্পতিবার বেলা ১১টার দিকে জেলা শহরের চৌরঙ্গী মোড়ে মানববন্ধন সমাবেশ করেছে জেলা রিপোর্টার্স ইউনিটি। নীলফামারী, ২০ মে
ছবি: প্রথম আলো
১৮ / ৩৪
প্রথম আলোর জ্যেষ্ঠ সাংবাদিক রোজিনা ইসলামের মুক্তি দাবিতে জাতীয় প্রেসক্লাবে মানববন্ধন করে জাতীয় নারী জোটসহ বিভিন্ন সংগঠন। ঢাকা, ২০ মে
ছবি: সাবিনা ইয়াসমিন
১৯ / ৩৪
প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামের মুক্তির দাবিতে কুলাউড়া রিপোর্টার্স ইউনিটির ব্যানারে আয়োজিত মানববন্ধন। কুলাউড়া, মৌলভীবাজার, ২০ মে
ছবি: কল্যাণ প্রসূন
২০ / ৩৪
প্রথম আলোর জ্যেষ্ঠ সাংবাদিক রোজিনা ইসলামের জামিন শুনানির জন্য আদালতে অপেক্ষা। ঢাকা, ২০ মে
ছবি: হাসান রাজা
২১ / ৩৪
সাংবাদিক রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তি ও হেনস্তাকারীদের বিচারের দাবিতে মানববন্ধন। সাহেববাজার, রাজশাহী, ২০ মে
ছবি: প্রথম আলো
২২ / ৩৪
চা–শ্রমিকদের ‘মুল্লুকে চলো’ আন্দোলনের ১০০ বছর পূর্তিতে জাতীয় প্রেসক্লাবের সামনে সিপিবির অবস্থান। ঢাকা, ২০ মে
ছবি: সাবিনা ইয়াসমিন
২৩ / ৩৪
রংপুর নগরে ঈদের পরে বিপণিবিতানগুলো খুলেছে পুরোদমে। কিন্তু ক্রেতা একেবারে নেই বললে চলে। জাহাজ কোম্পানি মোড়, রংপুর, ২০ মে
ছবি: মঈনুল ইসলাম
২৪ / ৩৪
প্রথম আলোর জ্যেষ্ঠ সাংবাদিক রোজিনা ইসলামের মুক্তি দাবিতে সাংবাদিক সংগঠনগুলোর আয়োজনে মানববন্ধন ও সমাবেশে বক্তব্য দেন জাতীয় প্রেসক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন। ঢাকা, ২০ মে
ছবি: সাবিনা ইয়াসমিন
২৫ / ৩৪
সাংবাদিক রোজিনা ইসলামকে আটকে রেখে হেনস্তা, মামলা দিয়ে হয়রানি ও গ্রেপ্তারের প্রতিবাদে এবং তাঁর নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন। ব্রাহ্মণবাড়িয়া, ২০ মে
ছবি: শাহাদৎ হোসেন
২৬ / ৩৪
গেটবিহীন লেভেল ক্রসিংয়ে পরীক্ষামূলকভাবে বসানো স্বয়ংক্রিয় সতর্ক সংকেতযন্ত্র পরীক্ষা করছেন রেলওয়ের কর্মকর্তারা। ভাটিয়ারী, সীতাকুণ্ড, ২০ মে
ছবি: কৃষ্ণ চন্দ্র দাস
২৭ / ৩৪
২০ মে মুল্লুক চলো আন্দোলন দিবস উপলক্ষে বিশ্ববিদ্যালয় চা ছাত্র সংসদের আয়োজনে একটি র‍্যালি বের হয়। ভাড়াউড়া চা–বাগান, শ্রীমঙ্গল, মৌলভীবাজার, ২০ মে
ছবি: শিমুল তরফদার
২৮ / ৩৪
সাংবাদিক রোজিনা ইসলামের মুক্তি এবং তাঁকে হয়রানি ও হেনস্তায় দায়ী ব্যক্তিদের বিচারের দাবিতে ভোলার বিভিন্ন সামাজিক সংগঠনের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ। প্রেসক্লাব চত্বর ভোলা, ২০ মে
ছবি: নেয়ামতউল্যাহ
২৯ / ৩৪
মুল্লুক চলো আন্দোলনের শততম বর্ষ উপলক্ষে চা-বাগানের শ্রমিকদের সমাবেশ। মৌলভী চা-বাগান, মৌলভীবাজার সদর, ২০ মে
ছবি: প্রথম আলো
৩০ / ৩৪
সচিবালয়ে সাংবাদিক রোজিনা ইসলামকে হেনস্তাকারীদের বিচার ও তাঁর নিঃশর্ত মুক্তির দাবিতে প্রতীকী অনশন কর্মসূচির আয়োজন করে পাবনা প্রেসক্লাব। আব্দুল হামিদ সড়ক, পাবনা, ২০ মে
ছবি: হাসান মাহমুদ
৩১ / ৩৪
অবৈধভাবে মাটি উত্তোলন করায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে চারটি ড্রাম ট্রাক জব্দ ও এক লাখ টাকা জরিমানা আদায় করেন। গোয়ালন্দ, ২০ মে
ছবি: এম রাশেদুল হক
৩২ / ৩৪
সাংবাদিক রোজিনা ইসলামকে সচিবালয়ে হেনস্তা ও গ্রেপ্তারের প্রতিবাদে আজ বৃহস্পতিবার বেলা ১১টায় উজিরপুর ইচলাদি বাসস্ট্যান্ডে বরিশালের উজিরপুর প্রেসক্লাবের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়
ছবি: প্রথম আলো
৩৩ / ৩৪
গ্রীষ্মের গরমে চাহিদা বেড়েছে ব্লেন্ডার মেশিনের। মানভেদে ৮০০ থেকে ৪ হাজার ৫০০ টাকা দামে বিক্রি করা হয়। রিয়াজউদ্দিন বাজার, চট্টগ্রাম, ২০ মে
ছবি: জুয়েল শীল
৩৪ / ৩৪
প্রথম আলোর জ্যেষ্ঠ সাংবাদিক রোজিনা ইসলামের জামিন শুনানিতে পরিবারের সদস্যরা। ঢাকা, ২০ মে
ছবি: হাসান রাজা