এক ঝলক (২৩ নভেম্বর, ২০২১)

১ / ১১
হাফ পাসের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা। সায়েন্স ল্যাবরেটরি মোড়, ২৩ নভেম্বর
ছবি: সাজিদ হোসেন
২ / ১১
পাবনার বেড়া পৌরসভা নির্বাচনের প্রচার জমে উঠেছে। পোস্টারে ছেয়ে গেছে বিভিন্ন এলাকা। মেয়র পদে চাচা ও ভাতিজার লড়ায়ে শেষ মুহূর্তে আধিপত্য বিস্তারের চেষ্টা করছেন প্রার্থীরা। কালীবাড়ি মন্দির এলাকা, বেড়া, পাবনা, ২৩ নভেম্বর
ছবি: হাসান মাহমুদ
৩ / ১১
মালতী রায়দের জেলে পরিবার। অবসরে তিনিও জাল বোনেন। জাল বিক্রি করেন, আবার ভাড়াও দেন। এক দিনে জালের ভাড়া ১০০ টাকা। বিক্রি করেন চার থেকে আট হাজার টাকায়। এতে মালতীর হাত খরচসহ সাংসারিক খরচ হয়ে যায়। কাজদিয়া, রূপসা উপজেলা, খুলনা, ২৩ নভেম্বর
ছবি: সাদ্দাম হোসেন
৪ / ১১
এক ব্যক্তি হাতজালে মাছ শিকারে নেমেছেন কাপ্তাই হ্রদে। ঘোলা পানি তাই ছোট ছোট হরেক রকমের মাছ ধরা পড়ে জালে। কাপ্তাই বাঁধ এলাকা, রাঙামাটি, ২৩ নভেম্বর
ছবি: সুপ্রিয় চাকমা
৫ / ১১
কুয়াশার চাদর মোড়ানো ভোরে উঁকি দিচ্ছে রক্তিম সূর্য। পুকুর পাড়ের পথ ধরে মক্তবের পথে চলেছে শিশুটি। গাছপাড়া, পাবনা, ২২ নভেম্বর
ছবি: হাসান মাহমুদ
৬ / ১১
ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ৫৪টি ওয়ার্ডে করোনার গণটিকা কর্মসূচিতে টিকা নিচ্ছেন সাধারণ মানুষ। জাকির হোসেন রোড, সমাজকল্যাণ সমিতি অফিস, মোহাম্মদপুর, ঢাকা, ২৩ নভেম্বর
ছবি: শুভ্র কান্তি দাশ
৭ / ১১
প্রাথমিকে সহকারী শিক্ষক পদে প্যানেল গঠন করে নিয়োগের দাবিতে মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন। ২৩ নভেম্বর, ঢাকা
ছবি: তানভীর আহাম্মেদ
৮ / ১১
সিলেট নগরের শেখঘাট এলাকায় রয়েছে বাঁশ ও বেতের তৈরি আসবাবের পাইকারি দোকান। সেখান থেকে আসবাব কিনে ভ্যানে করে নিয়ে যাওয়া হচ্ছে। সিলেট, ২৩ নভেম্বর
ছবি: আনিস মাহমুদ
৯ / ১১
উবার ও প্রথম আলোর যৌথ আয়োজনে ‘সড়কে অকারণে হর্ন: স্বাস্থ্য ও অর্থনীতির ক্ষতি’—শীর্ষক গোলটেবিল অনুষ্ঠানে অতিথিরা। কারওয়ান বাজার, প্রথম আলো কার্যালয়, ঢাকা, ২৩ নভেম্বর
ছবি: দীপু মালাকার
১০ / ১১
হাফ ভাড়ার দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা। একসময় আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর লাঠিসোঁটা নিয়ে হামলা চালায় একদল তরুণ। সায়েন্স ল্যাবরেটরি মোড়, ২৩ নভেম্বর
ছবি: সাজিদ হোসেন
১১ / ১১
বর্ধিত বাস ভাড়া প্রত্যাহার করে গণপরিবহনে শিক্ষার্থীদের হাফ পাস নিশ্চিত করার দাবিতে বিক্ষোভ সমাবেশ করে আটটি ছাত্র সংগঠন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকা, ঢাকা, ২৩ নভেম্বর
ছবি: আশরাফুল আলম