বাবুডাইং আদিবাসী আলোর পাঠশালায় বেড়াতে এসে গ্রামের মাটির দেয়ালে আলপনা আঁকছে নেদারল্যান্ডসের এক শিশু। বাবুডাইং, গোদাগাড়ী, রাজশাহী, ২ জানুয়ারিছবি: আনোয়ার হোসেন
২ / ১৩
খালের পানি কমে গেছে। ধান রোপণের জন্য চাষাবাদে ব্যস্ত এক কৃষক। খাউরার দহ, শাজাহানপুর উপজেলা, বগুড়া, ২ জানুয়ারিছবি: সোয়েল রানা
৩ / ১৩
সাইকেল চালানো শেখার আনন্দে মেতেছে আদিবাসী শিশুরা। আমইর, সুন্দরবন, দিনাজপুর, ২ জানুয়ারিছবি: রাজিউল ইসলাম
৪ / ১৩
নতুন বই যেন ছিঁড়ে না যায়, সে জন্য অনেকেই বই বাঁধাই করেন। একটি বই বাঁধাইয়ে ২০ টাকা পারিশ্রমিক নেওয়া হয়। সোনাদিঘি মোড়, রাজশাহী, ২ জানুয়ারিছবি: শহীদুল ইসলাম
৫ / ১৩
বাজারে বিক্রির জন্য স্বজনদের সঙ্গে খেতের লালশাক তুলছে এক শিশু। উত্তর হাজীশ্বরাই গ্রাম, দূর্গাপুর, মিরসরাই, ২ জানুয়ারিছবি: ইকবাল হোসেন
৬ / ১৩
তিস্তার চর এলাকায় বিনা মূল্যে নতুন পাঠ্যবই বিতরণ করা হয়েছে। নতুন বই পেয়ে আনন্দে মেতেছে শিশুরা। মহিপুর, গঙ্গাচড়া, রংপুর, ২ জানুয়ারিছবি: মঈনুল ইসলাম
৭ / ১৩
পদ্মা নদীর বাহির চর দৌলতদিয়ায় জেলেদের জালে প্রায় ২১ কেজি ওজনের এই বাগাড় মাছ ধরা পড়ে। মাছটি সকালে দৌলতদিয়ার ৬ নম্বর ফেরিঘাট এলাকায় ১২০০ টাকা কেজি দরে নিলামে কিনেছেন মাছ ব্যবসায়ী চান্দু মোল্লা। গোয়ালন্দ, রাজবাড়ী, ২ জানুয়ারিছবি: এম রাশেদুল হক
৮ / ১৩
জুম ঘরের প্রাঙ্গণে মাচাংয়ে বসে মিষ্টি রোদের তাপ নিয়ে নাটাই থেকে সুতা গেঁথে তুম করে নিচ্ছেন পাহাড়ি এক গৃহবধূ। ফুরমোন পাড়া, রাঙামাটি, ২ জানুয়ারিছবি: সুপ্রিয় চাকমা
৯ / ১৩
কাপ্তাই হ্রদের পাড়ে গাছের ডালে বসেছে এক বড় পানকৌড়ি। বড়াদম, মোরঘোনা, রাঙামাটি, ২ জানুয়ারিছবি: সুপ্রিয় চাকমা
১০ / ১৩
২০২১ সালে চট্টগ্রাম বন্দর দিয়ে কনটেইনার পরিবহনে নতুন রেকর্ড হয়েছে। এ সময় ৩২ লাখ ১৪ হাজার একক কনটেইনার পরিবহন করা হয়। এর আগে সর্বোচ্চ কনটেইনার পরিবহন হয়েছিল ২০১৯ সালে ৩১ লাখ ৮৮ হাজার একক। চট্টগ্রাম বন্দর, ২ জানুয়ারিছবি: জুয়েল শীল
১১ / ১৩
আশপাশের দূষিত পানি এসে মিশছে বুড়িগঙ্গা নদীতে। ইসলামবাগ, ঢাকা, ২ জানুয়ারিছবি: আশরাফুল আলম
১২ / ১৩
বঙ্গবন্ধু বাংলাদেশ-চীন ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে মাসব্যাপী ২৬তম আন্তর্জাতিক বাণিজ্য মেলার স্টলে পোশাক দেখছেন ক্রেতারা। কাঞ্চন ব্রিজ, পূর্বাচল, ঢাকা ২ জানুয়ারিছবি: খালেদ সরকার
১৩ / ১৩
পিতলের তৈরি প্রপেলারে পলিশের কাজ করছেন শ্রমিকেরা। কালীগঞ্জ, কেরানীগঞ্জ, ২ জানুয়ারিছবি: দীপু মালাকার