গাজীপুরের ৩ কেন্দ্রে ৪ ঘণ্টায় ২৬% ভোট
গাজীপুরের পাঁচটি আসনেই নৌকার সঙ্গে জোর প্রতিদ্বন্দ্বিতা করছেন আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থীরা। এর মধ্যে শহর এলাকায় ভোটের লড়াই জমে উঠেছে। ভোটকেন্দ্রের সামনে নৌকা ও ট্রাক প্রতীকের প্রতিনিধিদের জটলা দেখা গেছে। শীতের সকালের রোদ ছড়িয়ে ইতিমধ্যে দুপুর গড়িয়েছে। বেলা বাড়ছে। আর সঙ্গে সঙ্গে ভোটার উপস্থিতিও বাড়তে শুরু করেছে।
মূল শহরের একটু বাইরে তিনটি কেন্দ্র ঘুরে ভোটার উপস্থিতি চোখে পড়েছে। এসব কেন্দ্রের ভোটকক্ষের সামনে লাইন দেখা গেছে। এসব কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তাদের কাছ থেকে নেওয়া তথ্য বলছে, তিন কেন্দ্রে মোট ভোট আছে ১২ হাজার ২৪৩টি। দুপুর ১২টা পর্যন্ত ৩ হাজার ১৬৯টি ভোট পড়েছে। প্রায় ২৬ শতাংশ ভোট পড়েছে এ তিন কেন্দ্রে।
গাজীপুর-২ আসন মূলত গাজীপুর সিটি করপোরেশন এলাকা ও রাজেন্দ্রপুর সেনানিবাস এলাকা। এখানে নৌকা নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন বর্তমান সংসদ সদস্য জাহিদ আহসান রাসেল। তাঁর বিপক্ষে ট্রাক প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী হয়ে লড়ছেন আওয়ামী লীগ নেতা কাজী আলিম উদ্দিন। দুজনের মধ্যেই মূলত প্রতিযোগিতা এখানে।
গাজীপুর সিটির ২৯ নম্বর ওয়ার্ডের ছোট দেওরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কেন্দ্র দুটি। এর মধ্যে পুরুষ কেন্দ্রে মোট ভোটার ৪ হাজার ৫০৪ জন। দুপুর ১২টা পর্যন্ত এখানে ভোট পড়েছে ১ হাজার ১৫৫টি। আর নারী কেন্দ্রে মোট ভোটার ৪ হাজার ৭৯৩ জন। চার ঘণ্টায় এখানে ভোট পড়েছে ১ হাজার ২৮০টি।
আরও পড়ুন
সারা দেশে ১২টা ১০ মিনিট পর্যন্ত গড়ে সাড়ে ১৮% ভোট পড়েছে
বাঁশখালীর তিন কেন্দ্রে দুই ঘণ্টায় ভোট পড়েছে ৮ থেকে ১৭%
গাজীপুর শহরের পাঁচ কেন্দ্রে দুই ঘণ্টায় ভোট পড়েছে সাড়ে ৪ শতাংশ
এর কাছেই গিরিজা কিশোর আদর্শ উচ্চবিদ্যালয় কেন্দ্রে ভোটার ২ হাজার ৯৪৬ জন। চার ঘণ্টায় এখানে ভোট পড়েছে ৭৩৪টি।
গাজীপুর জেলা রিটার্নিং কর্মকর্তা আবুল ফাতে মো. সফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, সকাল থেকে সুষ্ঠুভাবে ভোট অনুষ্ঠিত হচ্ছে। ভোটার উপস্থিতিও ধীরে ধীরে বাড়ছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।