‘মেসিকে বার্সায় ফেরাতে তেবাসের সাহায্য না করাটা হবে আহাম্মকি’

মেসির বার্সায় ফেরার জোর গুঞ্জনফাইল ছবি

লিওনেল মেসির বার্সেলোনায় ফেরা না–ফেরা নিয়ে প্রতিনিয়ত ডালপালা মেলছে গুঞ্জন। বার্সা যে মেসিকে ফেরাতে মরিয়া, তা পরিষ্কার। আর্জেন্টাইন মহাতারকাকে ফেরাতে এরই মধ্যে বার্সার নানা ধরনের উদ্যোগ নেওয়ার কথাও শোনা গেছে। যেখানে মেসিকে আনার জন্য স্পন্সর খোঁজা, খেলোয়াড় বিক্রি করা এবং সম্পদ বিক্রিও অন্তর্ভুক্ত। তবে এরপরও মেসিকে আনতে লা লিগার সহায়তা প্রয়োজন বার্সার।

লা লিগা সভাপতি হাভিয়ের তেবাস এরই মধ্যে জানিয়েছেন, মেসিকে ফিরিয়ে আনাটা বার্সার জন্য মোটেই সহজ হবে না। এমনকি বেতনও কমাতে হতে পারে অনেক। এ নিয়ে একটা সতর্কবার্তাও দিয়ে রেখেছেন তেবাস। এবার তেবাসকে খোঁচা দিয়ে তাঁর সহযোগিতা চাইলেন বার্সার বিপণন বিভাগের সহসভাপতি ইয়ুলি গুইয়ু। বলেছেন, লা লিগা যদি মেসিকে ফেরাতে বার্সাকে সাহায্য না করেন, তবে সেটা তেবাসের আহাম্মকি হবে।

আরও পড়ুন

স্প্যানিশ রেডিও স্টেশন আরএসি ১-কে দেওয়া এক সাক্ষাৎকারে গুইয়ু বলেছেন, ‘এটা (মেসির ফেরা) দারুণ এক খবর হবে। কোনো সন্দেহ ছাড়া সে এখনো বিশ্বের সেরা খেলোয়াড়। এখন সম্ভবত হলান্ডও সে দলে থাকবে। কিন্তু মেসি বিপণনের দিক থেকে যে আকর্ষণ নিয়ে আসবে, তা দারুণ কিছু হবে। তবে এর মানে এটা নয় যে সে ফিরে আসছে।’

লা লিগা সভাপতি হাভিয়ের তেবাস
ফাইল ছবি

এ সময় মেসিকে বার্সায় ফেরাতে লা লিগা সভাপতি তেবাসের সহায়তা লাগবে বলেও মনে করেন গুইয়ু। এই বার্সা কর্তা আরও যোগ করেন, ‘সেও (তেবাস) আগ্রহী। যদি চুক্তিটা সম্পন্ন করতে সে আমাদের সহায়তা না করে, তাহলে আহাম্মকিই করবে।’

আরও পড়ুন

সাক্ষাৎকারে রিয়াল মাদ্রিদ টিভির সেই বিতর্কিত ভিডিওটি নিয়েও কথা বলেছেন গুইয়ু। যে ভিডিওতে বিভিন্ন সময় ক্ষমতাসীনদের কাছ থেকে বার্সার সুবিধা নেওয়ার নানা বিষয়টি তুলে ধরা হয়েছে।

বিশেষ করে স্বৈরাচারী জেনারেল ফ্রাঙ্কোর সময় বার্সা কেমন সুবিধা পেয়েছিল, তা ফলাও করে প্রচার করে মাদ্রিদ টিভি। সেই ভিডিও নিয়ে গুইয়ু বলেছেন, ‘আমি ভিডিওটি দেখেছি। এটা সবচেয়ে বিব্রতকর কাজ, যা আপনি করতে পারেন।’

আরও পড়ুন