মেসিকে আনতে যা করবে বার্সেলোনা

মেসিকে ফেরাতে মরিয়া বার্সেলোনাফাইল ছবি

ফুটবল বিশ্বে লিওনেল মেসিকে ঘিরে এই মুহূর্তে শোনা যাচ্ছে বেশ কিছু গুঞ্জন। মেসি কি পিএসজির সঙ্গে চুক্তি নবায়ন করবেন, নাকি আঁতুড়ঘর বার্সেলোনায় ফিরে যাবেন? এ ছাড়া মেসিকে পাওয়ার দৌড়ে আছে সৌদি আরবের ক্লাব আল হিলালযুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মায়ামিও। মেসি শেষ পর্যন্ত কী সিদ্ধান্ত নেন, সেদিকেই তাকিয়ে আছেন তাঁর ভক্ত-সমর্থকেরা।

বিশ্বকাপের পর থেকে পিএসজিতে অনিশ্চিত হয়ে পড়ে মেসির ভবিষ্যৎ। দুই পক্ষের বনিবনা না হওয়ায় অনিশ্চিত হয়ে পড়ে মেসির সঙ্গে নতুন চুক্তি। পিএসজি-মেসির মধ্যকার এই জটিলতার সুযোগ নিয়ে দৃশ্যপটে হাজির হয় বাকিরা। শুরুতে আল হিলাল ও ইন্টার মায়ামিকে মেসির সম্ভাব্য গন্তব্য হিসেবে ধরা হচ্ছিল। কিন্তু বার্সেলোনা মেসিকে ফেরানোর দৌড়ে মাঠে নামলে পরিস্থিতি নতুন মোড় নেয়।

আরও পড়ুন

মেসির বার্সায় ফেরা নিয়ে এরই মধ্যে কথা বলেছেন বার্সা কোচ জাভি হার্নান্দেজ ও সহসভাপতি রাফা ইয়সতে। কিন্তু মেসিকে ফেরাতে বার্সাকে নামতে হবে ত্রিমুখী লড়াইয়ে। পিএসজি, আল হিলাল ও ইন্টার মায়ামির সঙ্গে লড়াই করেই মেসিকে ফেরাতে হবে বার্সাকে। সে সঙ্গে নিজেদের অর্থনৈতিক টানাপোড়েন ও মেসির জন্য নতুন করে জায়গা তৈরির বিষয়টি তো আছেই।

মৌসুম শেষেই পিএসজি ছেড়ে যেতে পারেন মেসি
ছবি : এএফপি

মেসিকে আনতে পুরোদমে মাঠে নামার আগে বার্সা শুরুতে যা করবে তা হলো, বেতনসীমা কমানো নিয়ে তারা লা লিগার সঙ্গে বোঝাপড়া শেষ করবে। স্প্যানিশ সংবাদমাধ্যম স্পোর্ত বলছে, আগামী সপ্তাহে বার্সার নির্বাহী কর্মকর্তারা লা লিগার সঙ্গে বসে বেতনসীমা কমানোর নীতির বিষয়ে একটা সমঝোতায় পৌঁছানোর চেষ্টা করবে।

আরও পড়ুন

লা লিগা সভাপতি হাভিয়ের তেবাস বলেছেন, বার্সার বেতনসীমা ২০ কোটি ইউরো ছাড়িয়ে যাবে, কিন্তু এই সমস্যা সমাধানে তারা উদ্যোগ গ্রহণ করেছে। জানা গেছে, বার্সা পরিচালক মাতেও আলেমানি একটি পরিকল্পনা প্রস্তুত করেছেন, যা খরচ কমাতে সাহায্য করবে এবং বাজেটকে বেতনসীমার মধ্যে রাখার কাজ করবে। বিষয়টি নিয়ে সমাধানে পৌঁছাতে আগামী সপ্তাহের বৈঠকটা বেশ গুরুত্বপূর্ণ। বার্সা এখন সেটিকে ফলপ্রসূ করতে নিজেদের সম্পূর্ণ মনোযোগ দিচ্ছে।

আরও পড়ুন

মেসিকে জায়গা দিতে বার্সা খরচ কমানো ও খেলোয়াড় বিক্রিতে বিশেষ জোর দেবে বলে জানা গেছে। এ ছাড়া লা লিগার আরোপিত সীমার মধ্যে নেমে আসা পর্যন্ত বার্সা তাদের অন্যান্য খাত থেকেও খরচ কমাবে। আর লা লিগার কাছ থেকে পুরোপুরি ইতিবাচক বার্তা পেলে মেসিকে দলে ভেড়ানোর কার্যক্রম শুরু করতে পারবে তারা।

মেসি যখন বার্সায় ছিলেন
ফাইল ছবি

এর আগে মেসির বাবা হোর্হে মেসি সর্বশেষ বার্সেলোনা ভ্রমণের সময় আর্জেন্টাইন তারকার ক্যাম্প ন্যুতে ফেরার সম্ভাবনা উড়িয়ে দিয়েছিলেন। বলেছিলেন, বার্সায় মেসির ফেরার মতো অবস্থা নেই। তবে এখন সেই অবস্থা বদলাতেও পারে। বার্সা আগ্রাসীভাবে মাঠে নামার আগে অবশ্য মেসি ও পিএসজির সম্পর্কও ছিন্ন হতে হবে। এ নিয়ে এখনো পর্যন্ত আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত আসেনি। আর তাই বার্সাও মেসিকে ফেরানোর আনুষ্ঠানিক ইচ্ছা জানানো ছাড়া আর তেমন কিছু করেনি।

আরও পড়ুন

বার্সা তখনই আক্ষরিক অর্থে মেসিকে পেতে মাঠে নামবে, যখন পিএসজির সঙ্গে তাঁর সম্পর্ক পুরোপুরিভাবে ছিন্ন হয়ে যায়। এরপর তারা মেসিকে রাজি হওয়ার মতো আকর্ষণীয় প্রস্তাব দেবে। ধারণা করা হচ্ছে, মেসিকে বার্সা শুরুতে এক বছরের চুক্তির প্রস্তাব দেবে।

আরও পড়ুন

ইউরোপীয় সংবাদমাধ্যমগুলো বলছে, জাভিও নাকি মেসিকে পেতে উন্মুখ হয়ে আছে। বার্সা কোচের বিশ্বাস মেসি এখনো সেরা খেলোয়াড়। বার্সাকে অবশ্য মেসিকে পেতে একই সঙ্গে ইন্টার মায়ামি এবং আল হিলালের মতো ক্লাবের সঙ্গে লড়তে হবে। সব মিলিয়ে লড়াইটা সহজ নয়। অনেকগুলো ‘যদি’ আর ‘কিন্তু’র জঞ্জাল পেরিয়েই মেসিকে পেতে হবে কাতালান ক্লাবটিকে। এখন দুইয়ে দুইয়ে চার মিলবে কি না, সেটাই দেখার অপেক্ষা।