বার্সায় মেসির ‘শেষ নাচ’ দেখতে চান জাভি

জাভি হার্নান্দেজ ও লিওনেল মেসিছবি: টুইটার

বার্সেলোনার ‘ঘরের ছেলে’ কি তাহলে ঘরে ফিরছেন? সেটি হলে মহা খুশি হবেন জাভি হার্নান্দেজ। একে তো সতীর্থ তার ওপর দুজনে বন্ধু। জাভির ভাষায়, ‘ফিরে আসার জন্য তাকে সবার আগে আমিই উৎসাহিত করব।’

সে না হয় করলেন, কিন্তু তাতে লিওনেল মেসির বার্সায় ফেরার পথ কতটা খুলবে? বিষয়টি সময়ের হাতে ছেড়ে দেওয়া যাক। সময় হলেই জানা যাবে মেসির পরবর্তী গন্তব্য।

আরও পড়ুন

আপাতত বার্সা সহসভাপতি রাফা ইয়সতে জানিয়েছেন, পিএসজি থেকে মেসিকে ফিরিয়ে আনতে ফরাসি ক্লাবটির সঙ্গে যোগাযোগ চলছে, ‘তার ফিরে আসাটা ভালো লাগবে। আমরা তাদের (পিএসজি) সঙ্গে কথা চালিয়ে যাচ্ছি।’ খবরটি বার্সা সমর্থকদের নিশ্চিতভাবেই খুশি করেছে। জাভিও বাদ যাবেন কেন!

মাঝমাঠে জাভি আর আক্রমণভাগে মেসি—পেপ গার্দিওলার অধীনে বার্সার সোনালি দিনগুলোয় এভাবে চিত্রিত হয়েছেন দুই কিংবদন্তি। সেই জাভির বয়স এখন ৪৩ বছর, ২০২১ সালের নভেম্বর থেকে দায়িত্ব নিয়েছেন বার্সা কোচের। আর মেসি? ৩৫ বছর বয়সেও চুটিয়ে খেলে যাচ্ছেন। অন্য কিছু ক্লাব আগ্রহ দেখালেও মেসি যদি বার্সায় ফিরে আসেন, তখন তো জাভির অধীনে খেলতে হবে! বিষয়টি দেখতে কেমন লাগবে, তা ভেবেই বার্সা সমর্থকেরা নিশ্চয়ই রোমাঞ্চিত।

রোমাঞ্চিত জাভিও। বার্সা কিংবদন্তি মেসির ক্যাম্প ন্যুতে ফেরার সম্ভাবনাকে দেখছেন বাস্কেটবল কিংবদন্তি মাইকেল জর্ডানের ‘লাস্ট ড্যান্স’–এর মতো। ১৯৯৭-৯৮ মৌসুমের শুরুর দিকে এনবিএর দল শিকাগো বুলসের কোচ ফিল জ্যাকসন বুঝতে পেরেছিলেন, নব্বইয়ের দশকমাতানো বুলস দলটার অনেকেরই শেষ মৌসুম সেটি। সে কারণেই ‘দ্য লাস্ট ড্যান্স’ শব্দত্রয়ী ব্যবহার করেছিলেন জ্যাকসন। বুলসের হয়ে শেষ সেই মৌসুমে এনবিএ শিরোপা তো জিতেছিলেনই, সেটি ছিল জর্ডানের আট বছরে ষষ্ঠ শিরোপা।

মাঝে কিছুদিন বাস্কেটবল থেকে দূরে ছিলেন জর্ডান, সেই দুই মৌসুমে শিরোপা জেতেনি বুলস। কিন্তু ফিরে এসে জর্ডান দাপট দেখিয়েছেন, বুলসের হয়ে শেষ মৌসুমে শেষবারের মতো বাস্কেটবল কোর্টে ‘নাচ’ দেখিয়েছেন। মেসি বার্সায় ফিরলে জর্ডানের মতো তেমন এক মুহূর্তের জন্ম দেওয়ারই স্বপ্ন দেখছেন জাভি। যেহেতু আর্জেন্টাইন কিংবদন্তির বয়স হয়েছে, আর কত দিন খেলবেন কে জানে! বার্সায় ফিরে শেষটা রাঙিয়ে দিতে পারলে তা জর্ডানের ‘লাস্ট ড্যান্স’–এর চেয়ে কোনো অংশে কম হবে না।

আরও পড়ুন
আরও পড়ুন

জাভি সেই স্বপ্ন দেখেই বলেছেন, ‘আমি লিও–র সঙ্গে ভালোবাসার বন্ধনে আবদ্ধ। কথাটা ভুলভাবে নেবেন না (হাসি)। আমি তাকে (বার্সায়) ক্লাবে বেড়ে উঠতে দেখেছি। তাকে জানি, ফুটবলার হিসেবে তার মাহাত্ম্যও জানি। সে অনেক দিক থেকেই অনুসরণযোগ্য। (মেসির ফেরার সম্ভাবনায়) সবার মধ্যে তাই উত্তেজনা ছড়ানোই স্বাভাবিক। এটা মাইকেল জর্ডানের “লাস্ট ড্যান্স” এর মতো।’

বার্সায় মেসির ফেরার সম্ভাবনা নিয়ে কথা বলার সময় এখন নয়, সেটাও সংবাদ সম্মেলনে বলেছেন জাভি। তাই বলে মেসিকে যে তিনি বার্সায় দেখতে মরিয়া, তা জানাতে ভোলেননি, ‘যে পরিচয়েই হোক, আমি মেসিকে বার্সায় দেখার আশা করি। সে ফিরলে সবার আগে খুশি হব আমি। এটা (বার্সা) তার জীবনের ক্লাব, আর সে ইতিহাসের সেরা খেলোয়াড়।’

লা লিগায় আজ এলচের মুখোমুখি হবে বার্সেলোনা। আপাতত লা লিগা ও কোপা দেল রে শিরোপায় মনোযোগ দিতে চান জাভি। তাই মেসির সম্ভাব্য দলবদল নিয়ে বাজার গরম করে খেলোয়াড়দের মনঃসংযোগে ব্যাঘাত ঘটাতে চান না।

মেসির সঙ্গে বন্ধুত্বের কথা জানালেও এই বাস্তবতাটুকু মনে করিয়ে দিয়েছেন জাভি, ‘আমাদের দুটো শিরোপার জন্য লড়তে হবে। তাই মেসির সম্ভাব্য দলবদল নিয়ে কথা বলার সময় এখন নয়...তার সঙ্গে আমার সম্পর্কটা বন্ধুত্বের ও আস্থার। সে ফিরতে চাইলে খুশি হব, উৎসাহ দেব। আপাতত এর বাইরে আমার কিছুই করার নেই।’

আরও পড়ুন