মেসি–পিএসজি চুক্তি আটকে আছে যে দুই জায়গায়

পিএসজির সঙ্গে মেসির চুক্তি শেষ হচ্ছে ৩০ জুনরয়টার্স

পিএসজির সঙ্গে কি নতুন চুক্তি করবেন লিওনেল মেসি?

বিশ্বকাপজয়ী আর্জেন্টিনা তারকার সঙ্গে পিএসজির দুই বছরের চুক্তির মেয়াদ শেষ হবে এ বছরের জুনে। পিএসজি মেসির চুক্তির মেয়াদ বাড়াবে, এটি নিয়ে মোটামুটি নিশ্চিতই ছিলেন প্রায় সবাই। কিন্তু সেটি এখনো আলোর মুখ দেখেনি।

গত ডিসেম্বরে আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের পর থেকেই নতুন চুক্তির গুঞ্জন শোনা যাচ্ছে। যেকোনো দিন মেসির সঙ্গে চুক্তি হয়ে যাবে, এমন ধারণাই দিয়ে রেখেছিল পিএসজি। কিন্তু যত দিন যাচ্ছে, অনিশ্চয়তা আরও বাড়ছে, গুঞ্জনও ডালপালা মেলছে। মেসি পিএসজিতে থাকবেন না, রটেছে এমন কথাও। কিন্তু আসল ব্যাপারটি কী! কেন হচ্ছে না মেসি–পিএসজির নতুন চুক্তি?

ফরাসি পত্রিকা লে’কিপ জানিয়েছে, দুটি ইস্যুতে নাকি মেসি আর পিএসজির চুক্তি আটকে আছে। একটি হচ্ছে মেসির আর্থিক চাহিদা, অন্যটি নতুন চুক্তির মেয়াদ। বর্ধিত চুক্তি কত দিনের হবে, সেটি নিয়ে একমত হতে পারছে না দুই পক্ষ।

পিএসজির অনুশীলনে মেসি
রয়টার্স

বিশ্বকাপের পর মেসির চাহিদা স্বাভাবিকভাবেই বেড়েছে। তিনি বিশ্বকাপজয়ী দলের অধিনায়ক। বিশ্বের অন্যতম সেরা তারকা। তাঁর বেতন কিলিয়ান এমবাপ্পের চেয়ে কম হবে, এটা মেনে নিতে পারছেন না।

আরও পড়ুন

গত বছর এমবাপ্পের রিয়াল মাদ্রিদে যাওয়া ঠেকাতে পিএসজি তাঁর হাতে রীতিমতো ‘ব্ল্যাংক চেক’ই ধরিয়ে দিয়েছিল। মেসি এখন এমবাপ্পের সমান বেতন চান, কিংবা তাঁর চেয়ে বেশি। পিএসজির পক্ষে সেটি দেওয়া সম্ভব কি না, তা নিয়ে কথা হতে পারে। সম্ভব হলেও উয়েফার আর্থিক সংগতি নীতির কারণে পিএসজি হয়তো সেটি দিতে পারবে না।

২০২১ সালে বার্সেলোনা থেকে দুই বছর মেয়াদের চুক্তিতে পিএসজিতে যোগ দিয়েছিলেন মেসি। এ বছরের জুনে সেই চুক্তির মেয়োদ শেষ হবে। পিএসজি চাচ্ছে, বর্ধিত চুক্তিটা হবে এক বছর মেয়াদি। কিন্তু মেসি এটি দুই বছর করতে চান।
দুইয়ে–দুইয়ে চার না হলে মেসি পিএসজি ছাড়বেন, এটা নিশ্চিত।

আরও পড়ুন

আলোচনা শুরু হয়েছে মেসি পিএসজি ছাড়লে নতুন ঠিকানা হিসেবে কোন ক্লাব বেছে নেবেন। চ্যাম্পিয়নস লিগ থেকে পিএসজির বিদায় এবং ক্লাব সমর্থকদের দুয়োর পর থেকে মেসির ক্লাব ছাড়ার গুঞ্জনের পালে বেশ হাওয়া লেগেছে।

তাঁর সম্ভাব্য গন্তব্য হিসেবে শোনা যাচ্ছে বার্সেলোনা, সৌদি ক্লাব আল–হিলাল এবং মেজর লিগ সকারের (এমএলএস) ক্লাব ইন্টার মায়ামির নাম।

আরও পড়ুন