ডেলে আলীর সাবেক প্রেমিকার মনে হয়েছিল, ডাকাতেরা তাঁকে মেরে ফেলবে

মডেল রুবি মের সঙ্গে ৫ বছর প্রেমের সম্পর্ক ছিল ডেলে আলীরছবি: এক্স

২০২০ সালের মে মাস। মহামারি করোনার প্রাদুর্ভাবে খেলাধুলা বন্ধ। রাস্তাঘাট একদম ফাঁকা। করোনা সংক্রমণের আশঙ্কায় আরও অনেকের মতো ডেলে আলীও উত্তর লন্ডনের বাসা থেকে বের হননি। সেখানে সাবেক প্রেমিকা রুবি মে ও বন্ধুদের নিয়ে দিন কাটছিল বর্তমানে এভারটন এবং সে সময় টটেনহামে খেলা ইংলিশ মিডফিল্ডারের।

তবে করোনাকালীন এক রাতে ভয়ংকর অভিজ্ঞতা হয় ডেলে আলীর। গভীর রাতে তাঁর বাসায় হানা দেয় দুজন অস্ত্রধারী ডাকাত। তারা বাসায় ঢুকেই ডেলে আলীর মুখে আঘাত করে একাধিক দামি ঘড়ি কেড়ে নেয়। এরপর শোবার ঘরে গিয়ে তাঁর প্রেমিকার কাছ থেকে অলংকার ছিনিয়ে নেয়। পুলিশ এসে ডেলে আলী ও রুবিকে উদ্ধার করার আগেই ডাকাতেরা মূল্যবান জিনিস নিয়ে পালিয়ে যায়।

প্রায় ৪ বছর পর সেই রাতের অভিজ্ঞতা বর্ণনা করেছেন রুবি মে। বিখ্যাত ফ্যাশন হাউস ডলস ও গাব্বানার এই মডেল ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য সানকে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছেন, অস্ত্রধারী ডাকাতেরা যখন তাঁর হাত থেকে অলংকার কেড়ে নিচ্ছিল, তখন তিনি প্রাণসংশয়ে পড়েছিলেন। রুবির মনে হয়েছিল, ডাকাতেরা হয়তো তাঁকে মেরে ফেলবে।

ব্রিটিশ সংবাদমাধ্যম ‘দ্য সান’কে প্রায় ৪ বছর আগের ভয়াবহ অভিজ্ঞতার বর্ণনা দিয়েছেন রুবি মে
ছবি: দ্য সান ই–পেপার

সাক্ষাৎকারে রুবি বলেছেন, ‘ওই রাতে আমি বিছানায় শুয়ে নেটফ্লিক্সে কোনো সিনেমা দেখছিলাম। ডেলে নিচতলায় বন্ধুদের সঙ্গে পুল খেলছিল। ঠিক সে সময় ডাকাতেরা নিরাপত্তাকর্মীদের সঙ্গে ধস্তাধস্তি করে বাসায় ঢুকে পড়ে। তারা নিচতলায় ডেলেকে পেয়েই মারতে শুরু করে এবং জোর করে ওপরতলায় নিয়ে আসে, যেখানে ওয়ার্ডরোব ছিল। আমি আমার বিছানা থেকে ওই জায়গাটা দেখতে পারছিলাম না।’

আরও পড়ুন

রুবি ভয়ংকর অভিজ্ঞতার বর্ণনা তুলে ধরেছেন এভাবে, ‘ডেলের এক বন্ধু প্রথমে আমার ঘরে আসে। ওকে খুব আতঙ্কিত দেখাচ্ছিল। আমি বুঝতে পারলাম, কিছু একটা গড়বড় হয়েছে। কারণ, ডেলের বন্ধুরা সাধারণত আমাদের শোবার ঘরে আসে না। সেই বন্ধুর পেছনে আমি একজনের ছায়া দেখতে পাই। আমি দ্বিধা নিয়েই জিজ্ঞাসা করি, ডেলে এসেছ? কিন্তু সে সাড়া দেয়নি। আমি বুঝতে পারলাম, এই মানুষের উচ্চতা ও দৈহিক গঠন ডেলের মতো নয়। এটা ভাবতেই সে আমার কাছে চলে আসে এবং খুব ভয় দেখাতে থাকে। সে আমার ব্রেসলেট ও আংটি খুলে নিতে নিতেই বলতে থাকে, বাকি অলংকারগুলো কোথায়?’

রুবি আরও বলেন, ‘ওই মুহূর্তটা খুব ভয়ংকর ছিল। মনে হয়েছিল আমাকে মেরে ফেলা হবে। আমি শুধু আশা করতে থাকি সব ঝামেলা দ্রুত শেষ হয়ে যাক এবং আমরা যেন নিরাপদ থাকি।’

সে রাতে ডাকাতেরা সব মিলিয়ে ৩ লাখ ৫০ হাজার পাউন্ড (প্রায় ৪ কোটি ৭৫ লাখ টাকা) মূল্যের জিনিসপত্র নিয়ে বাড়ির প্রাচীর টপকে পালিয়ে যায়। পুলিশ এর কয়েক মিনিট পর এসে ডেলে, রুবি ও ডেলের বন্ধুদের উদ্ধার করে।

চোটের কারণে দীর্ঘ দিন হলো মাঠের বাইরে ডেলে আলী
ছবি: ইনস্টাগ্রাম

পাঁচ বছর একে অপরের সুখ-দুঃখ ভাগাভাগি করে নিয়েছেন ডেলে আলী ও রুবি মে। কিন্তু ডেলের কিছু আচরণ নিয়ে বিরক্ত হয়ে পড়ায় ২০২১ সালের ফেব্রুয়ারিতে তাঁকে ছেড়ে চলে যান রুবি। সে সময় ডেলে খেলতেন টটেনহামে।

আরও পড়ুন

২০২২ সালের জানুয়ারিতে টটেনহাম ছেড়ে এভারটনে যোগ দেন। কিন্তু দলটির হয়ে এখন পর্যন্ত সব প্রতিযোগিতা মিলিয়ে মাত্র ১৩ ম্যাচ খেলার সুযোগ পেয়েছেন। গত বছরের শেষ দিকে কুঁচকিতে পাওয়া চোট থেকে এখনো সেরে ওঠেননি। এ বছরে তাই এখনো মাঠে নাম হয়নি ডেলে আলীর।