জোড়া সেঞ্চুরিতে ক্যারিয়ার–সর্বোচ্চ অবস্থানে নাজমুল

বংলাদেশের টেস্ট অধিনায়ক নাজমুল হোসেনএএফপি

গলের জোড়া সেঞ্চুরির পুরস্কার র‍্যাঙ্কিংয়েও পেলেন নাজমুল হোসেন। ইতিহাসের ১৫তম ব্যাটসম্যান হিসেবে টেস্টে একাধিকবার জোড়া সেঞ্চুরির কীর্তি গড়া বাংলাদেশ অধিনায়ক টেস্ট ব্যাটিং র‍্যাঙ্কিংয়ে ক্যারিয়ারের সর্বোচ্চ অবস্থানে উঠেছেন।

আজ প্রকাশিত আইসিসির সর্বশেষ র‍্যাঙ্কিংয়ে ২১ ধাপ এগিয়ে ২৯ নম্বরে উঠে এসেছেন নাজমুল। গলে প্রথম ইনিংসে ১৪৮ ও দ্বিতীয় ইনিংসে অপরাজিত ১২৫ রান করা এই বাঁহাতি ব্যাটসম্যান র‍্যাঙ্কিংয়ে এর আগে সর্বোচ্চ ৪২ নম্বরে উঠেছিলেন ২০০৩ সালে নিউজিল্যান্ডের বাংলাদেশ সফরের প্রথম টেস্ট শেষে।

ক্যারিয়ারের সর্বোচ্চ অবস্থানে উঠলেও টেস্ট র‍্যাঙ্কিংয়ে নাজমুল বাংলাদেশের শীর্ষ ব্যাটসম্যান নন। গলে ১৬৩ ও ৪৯ রানের ইনিংস খেলা মুশফিকুর রহিমই টেস্ট র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের এক নম্বর ব্যাটসম্যান। ১১ ধাপ এগিয়ে ২৮ নম্বরে উঠেছেন সাবেক অধিনায়ক। মুশফিক র‍্যাঙ্কিংয়ে সর্বোচ্চ ১৭ নম্বরে উঠেছিলেন ২০২২ সালের শ্রীলঙ্কা সফরে।

টেস্ট র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের এক নম্বর ব্যাটসম্যান মুশফিকুর রহিম
এএফপি

বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে এরপরই আছেন লিটন দাস। গলে প্রথম ইনিংসে ৯০ ও দ্বিতীয় ইনিংসে ৩ রান করা লিটন তিন ধাপ পিছিয়ে নেমে গেছেন ৪০-এ। আরেক সাবেক অধিনায়ক মুমিনুল হক পাঁচ ধাপ পিছিয়ে নেমেছেন ৫১ নম্বরে।

সেই টেস্টে ১৪ ও ৭৬ রান করা ওপেনার সাদমান ইসলাম অবশ্য এগিয়েছেন তিন ধাপ, উঠেছেন ক্যারিয়ারের সর্বোচ্চ ৫৫ নম্বরে। তাঁর এক ধাপ ওপরেই আছেন অসুস্থতার কারণে গলে খেলতে না পারা অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। কলম্বো টেস্টের দল থেকে বাদ পড়া জাকের আলী ১৪ ধাপ পিছিয়ে নেমে গেছেন ৬৯ নম্বরে।

২৬
অ্যাঞ্জেলো ম্যাথুস টেস্ট ক্যারিয়ার শেষ করেছেন র‍্যাঙ্কিংয়ের ২৬ নম্বর ব্যাটসম্যান হিসাবে।

গল টেস্টের প্রথম ইনিংসে ১৮৭ রানের দারুণ ইনিংস খেলা শ্রীলঙ্কান ওপেনার পাতুম নিশাঙ্কা ২১ ধাপ এগিয়ে উঠেছেন ক্যারিয়ারের সর্বোচ্চ ৩১ নম্বরে। অ্যাঞ্জেলো ম্যাথুস টেস্ট ক্যারিয়ার শেষ করেছেন র‍্যাঙ্কিংয়ের ২৬ নম্বর ব্যাটসম্যান হিসাবে। তিন ধাপ পিছিয়েছেন ২০১৪ সালে র‍্যাঙ্কিংয়ে সর্বোচ্চ তিনে ওঠা এই লঙ্কান তারকা।

হেডিংলিতে গত রাতে ভারতের বিপক্ষে ইংল্যান্ডের জয়ের নায়ক বেন ডাকেট পাঁচ ধাপ এগিয়ে উঠেছেন ক্যারিয়ারের সর্বোচ্চ আটে। ইতিহাসের দ্বিতীয় উইকেটকিপার-ব্যাটসম্যান হিসেবে টেস্টে জোড়া সেঞ্চুরি পাওয়া ভারতীয় তারকা ঋষভ পন্ত এক ধাপ এগিয়ে সাতে উঠেছেন। ব্যাটিং র‍্যাঙ্কিংয়ে শীর্ষ ছয়ে কোনো পরিবর্তন নেই। ইংল্যান্ডের জো রুটই আছেন সবার ওপরে।

আরও পড়ুন

বোলারদের টেস্ট র‍্যাঙ্কিংয়ে নাঈম হাসান ছয় ধাপ এগিয়ে ৪৮ নম্বরে উঠে এসেছেন। গলে প্রথম ইনিংসে ৫ উইকেট নিয়েছিলেন বাংলাদেশের এই অফ স্পিনার। হাসান মাহমুদ পাঁচ ধাপ এগিয়ে উঠেছেন ৫৪ নম্বরে। ১৫ ধাপ পিছিয়ে ফাস্ট বোলার নাহিদ রানা নেমেছেন ৮২ নম্বরে। র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের এক নম্বর বোলার তাইজুল ইসলামও পিছিয়েছেন তিন ধাপ। তাঁর বর্তমান অবস্থান ১৯।

বোলিংয়ে শীর্ষ পাঁচে পরিবর্তন নেই। ভারতের তারকা ফাস্ট বোলার যশপ্রীত বুমরা ১ নম্বর জায়গা ধরে রেখেছেন। অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়েও শীর্ষে এক ভারতীয়—রবীন্দ্র জাদেজা। এরপরই আছেন বাংলাদেশের মেহেদী হাসান মিরাজ।

আরও পড়ুন