পাতিরানা, না মোস্তাফিজ—কঠিন সিদ্ধান্তের সামনে কি পড়তে যাচ্ছে চেন্নাই

প্রথম ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্সে চেন্নাই সুপার কিংসকে মধুর এক সমস্যাতেই ফেলে দিয়েছেন মোস্তাফিজুর রহমান। সর্বশেষ মৌসুমের অন্যতম সেরা পারফরমার পাতিরানা নাকি প্রথম ম্যাচের সেরা মোস্তাফিজ—সামনে চেন্নাইকে নিতে হবে, এমন কঠিন এক সিদ্ধান্ত।

৬ মার্চ বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে হ্যামস্ট্রিংয়ে চোট পান শ্রীলঙ্কান পেসার পাতিরানা। সেই চোটে পরের ম্যাচ মিস করেন তিনি। পরে ইএসপিএনক্রিকইনফো জানায়, অন্তত দুই সপ্তাহের জন্য ছিটকে যাওয়া পাতিরানা খেলতে পারবেন না আইপিএলের শুরুর দিকে। পাতিরানার চোটেই মূলত দুয়ার খুলে যায় মোস্তাফিজের, যাঁকে এবারই প্রথম দলে নিয়েছে চেন্নাই। তাদের হয়ে প্রথম ম্যাচেই রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে ৪ উইকেট নিয়ে বাংলাদেশি পেসার হন ম্যাচসেরা।

আরও পড়ুন

অন্যদিকে সামনে টি-টোয়েন্টি বিশ্বকাপ বলে পাতিরানার চোট নিয়ে একটু বেশি সতর্ক থাকবে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি), জানা যায় এমনই। বোর্ডের মেডিকেল স্টাফের ছাড়পত্র পেলেই শুধু তিনি আইপিএলে চেন্নাইয়ের সঙ্গে যোগ দেবেন। সর্বশেষ সংবাদ হচ্ছে, এরই মধ্যে চেন্নাইয়ে আইপিএল ফ্র্যাঞ্চাইজির সঙ্গে যোগ দিয়েছেন পাতিরানা। তাঁর অনুশীলনের ছবিও পোস্ট করা হয়েছে চেন্নাই সুপার কিংসের সামাজিক যোগাযোগমাধ্যম থেকে।

প্রথম ম্যাচে ৪ উইকেট নেন মোস্তাফিজুর
আইপিএল

ফলে পাতিরানা যে শ্রীলঙ্কা ক্রিকেটের ছাড়পত্র পেয়েছেন, তা বলাই যায়। এদিকে ভারতের সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে পাতিরানার ম্যানেজারের বরাত দিয়ে জানিয়েছে, আইপিএল খেলতে তিনি এরই মধ্যে পুরো ফিট হয়ে উঠেছেন।

গত মৌসুমে ১২ ম্যাচে ১৯ উইকেট নিয়েছিলেন পাতিরানা। বিশেষ করে ডেথ ওভারের বোলিংয়ে মহেন্দ্র সিং ধোনির অন্যতম ভরসা হয়ে উঠেছিলেন তিনি। সব মিলিয়ে আইপিএলে শেষ ৪ ওভারে পাতিরানা ১৪ ম্যাচে নিয়েছেন ১৮ উইকেট, এ সময় বোলিং করেছেন মাত্র ৮.১৩ ইকোনমি রেটে। এবার ধোনি চেন্নাইয়ের নেতৃত্বে নেই। তবে ফিট থাকলে এ মৌসুমের শুরু থেকে পাতিরানাই যে চেন্নাইয়ের প্রথম পছন্দের পেসার ছিলেন, তা বলাই যায়।

আরও পড়ুন

বেঙ্গালুরুর বিপক্ষে প্রথম ম্যাচে মোস্তাফিজের সঙ্গে চেন্নাইয়ে পেসার হিসেবে খেলেছেন দীপক চাহার ও তুষার দেশপান্ডে। পরের ম্যাচটিও এমএ চিদাম্বরম স্টেডিয়ামেই খেলবে চেন্নাই, প্রতিপক্ষ গুজরাট টাইটানস। মোস্তাফিজের বোলিং এ মাঠের উইকেটে কার্যকর, তা দেখা গেছে প্রথম ম্যাচেই।

মোস্তাফিজ ছাড়া প্রথম ম্যাচে বিদেশি ক্রিকেটার হিসেবে চেন্নাইয়ের একাদশে ছিলেন দুই নিউজিল্যান্ড অলরাউন্ডার রাচিন রবীন্দ্র ও ড্যারিল মিচেলের সঙ্গে শ্রীলঙ্কান স্পিনার মহীশ তিকশানা। এ তিনজনকেই যদি ধরে রেখে কম্বিনেশন সাজায় চেন্নাই, আর ওদিকে ফেরেন পাতিরানা—তাহলে মোস্তাফিজকে বাদ দেওয়ার মতো কঠিন এক সিদ্ধান্তই নিতে হবে তাদের।