সম্প্রচার শেষ ২৩ সেপ্টেম্বর ২০২৫

এশিয়া কাপ

পাকিস্তান–শ্রীলঙ্কা: ২ ওভার হাতে রেখেই জিতে গেল পাকিস্তান

১৮: ৩৭ , সেপ্টেম্বর ২৩

২ ওভার হাতে রেখেই জিতে গেল পাকিস্তান

জয়ের পর পাকিস্তানের অপরাজিত দুই ব্যাটসম্যান
এএফপি

জমল না ম্যাচ। সুপার ফোরের তৃতীয় ম্যাচে শ্রীলঙ্কাকে ১২ বল ও ৫ উইকেট হাতে রেখে হারিয়েছে পাকিস্তান। ১৮তম ওভারের শেষ বলে দুষ্মন্ত চামিরাকে বিশাল এক ছক্কা মেরে পাকিস্তানকে জিতিয়েছেন মোহাম্মদ নেওয়াজ। ২ বল আগেই আরেকটি ছক্কা মেরেছিলেন পাকিস্তান ৮০ রানে পঞ্চম উইকেট হারানোর পর উইকেটে আসা নেওয়াজ। নেওয়াজ ২৪ বলে ৩৮ ও ৫৮ রানের অবচ্ছিন্ন ষষ্ঠ উইকেট জুটিতে তাঁর সঙ্গী হুসেইন তালাত ৩০ বলে ৩২ রান করে অপরাজিত ছিলেন।

ছক্কা মেরে রানটাকে ১৩৮ বানিয়ে ফেলায় নেট রান রেটে বাংলাদেশকে টপকে দুইয়ে উঠে এসেছে সুপার ফোরে প্রথম জয় পাওয়া পাকিস্তান। তাতে ফাইনাল খেলার আশা উজ্বল হলো পাকিস্তানের। আর শ্রীলঙ্কা পড়ে গেল অনেক যদি কিন্তুর মধ্যে। আগামীকাল ভারত বাংলাদেশকে হারালেই বাদ টি–টোয়েন্টি সংস্করণের এশিয়া কাপের বর্তমান চ্যাম্পিয়নরা।

সংক্ষিপ্ত স্কোর

শ্রীলঙ্কা: ২০ ওভারে ১৩৩/৮ (কামিন্দু ৫০, আসালাঙ্কা ২০, করুনারত্নে ১৭*, কুশল পেরেরা ১৫, হাসারাঙ্গা ১৫; আফ্রিদি ৩/২৮, তালাত ২/১৮, রউফ ২/৩৭)।
পাকিস্তান: ১৮ ওভারে ১৩৮/৫ (নেওয়াজ ৩৮*, তালাত ৩২*, সাহিবজাদা ২৪, ফখর ১৭, হারিস ১৩; তিকশানা ২/২৪, হাসারাঙ্গা ২/২৭)।
ফল: পাকিস্তান ৫ উইকেটে জয়ী। ম্যান অব দ্য ম্যাচ: হুসেইন তালাত।
১৮: ২৭ , সেপ্টেম্বর ২৩

তালাত–নেওয়াজে জয়ের খুব কাছে পাকিস্তান

পাকিস্তান: ১৭ ওভারে ১২০/৫

৮০ রানে ৫ উইকেট হারিয়েছিল পাকিস্তান। ১৩৪ রানের লক্ষ্যে ব্যাট করা পাকিস্তান যদি কোনো দুশ্চিন্তায় পড়ে থাকে তবে সেটি দূর করেছেন হুসেইন তালাত ও মোহাম্মদ নেওয়াজ। ৩৫ বলে ৪০ রানের জুটি গড়ে জয়ের সঙ্গে ব্যবধানটাকে ১৪ রানে নামিয়ে এনেছেেন। পাকিস্তানের হাতে আছে ১৮ বল ও ৫ উইকেট।

১৭: ৫৯ , সেপ্টেম্বর ২৩

হারিসকে ফিরিয়ে ম্যাচ জমিয়ে দিলেন চামিরা

হঠাৎ করেই ৪ উইকেট হারিয়ে ফেলার পর পাকিস্তান ইনিংসে টেনে নিচ্ছিলেন মোহাম্মদ হারিস ও হুসেইন তালাত। জুটিতে ২৩ রান ওঠার পর হারিসকে বোল্ড করে দিয়ে শ্রীলঙ্কাকে পঞ্চম উইকেট এনে দিয়েছেন দুষ্মন্ত চামিরা। ৮০ রানে পঞ্চম উইকেট হারাল পাকিস্তান।

হারিস ফেরার পর ব্যাটিংয়ে নেমেছেন মোহাম্মদ নেওয়াজ।

১৭: ৫১ , সেপ্টেম্বর ২৩

১০ ওভারে পাকিস্তানের দরকার ৬৩ রান

হঠাৎ ৪ উইকেট হারিয়ে খেই হারালেও ম্যাচের লাগাম এখনো পাকিস্তানের হাতেই আছে। ১০ ওভার শেষে দলটি ৪ উইকেটে তুলেছে ৭১ রান। যার অর্থ ২০১৭ সালের পর টি–টোয়েন্টিতে শ্রীলঙ্কাকে প্রথমবার হারাতে শেষ ১০ ওভারে ৬৩ রান দরকার পাকিস্তানের। হুসেইন তালাত ও মোহাম্মদ হারিস ব্যাট করছেন।

১৭: ৪০ , সেপ্টেম্বর ২৩

সালমান আগাকেও ফেরালেন হাসারাঙ্গা

পাকিস্তান: ৯ ওভারে ৬০/৪

বিনা উইকেটে ৪৫ থেকে ৫৭/৪ হয়ে গেলে পাকিস্তান। আগের ওভারে সাইম আইয়ুবকে বোল্ড করা ওয়ানিন্দু হাসারাঙ্গা এবার এলবিডব্লু করেছেন সালমান আগাকে। সাইমের মতো পাকিস্তান অধিনায়ককেও গুগলিতে বিভ্রান্ত করেছেন লঙ্কান লেগ স্পিনার। ৬ বলে ৫ রান করেছেন সালমান। ওভারটায় মাত্র ৩ রান দিয়েছেন হাসারাঙ্গা।

১৭: ৩৩ , সেপ্টেম্বর ২৩

হঠাৎ বিপদে পাকিস্তান, ১০ বলের মধ্যে নেই ৩ উইকেট

সাইম আইয়ুবকে আউট করার আগে ফখর জামানের ক্যাচ নিয়েছেন ওয়ানিন্দু হাসারাঙ্গা
এসিসি

পাকিস্তান: ৭ ওভারে ৫০/৩

আবার উইকেট হারিয়েছে পাকিস্তান। পাওয়ার প্লের শেষ ওভারে দুই ওপেনারকে হারানো দলটি এবার হারিয়েছে সাইম আইয়ুবকে (৩ বলে ২ রান)। ওয়ানিন্দু হাসারাঙ্গা নিজের প্রথম ওভারের চতুর্থ বলে ফিরিয়েছেন সাইমকে। গুগলিতে বিভ্রান্ত করে সাইমকে বোল্ড করেছেন শ্রীলঙ্কান স্পিনার। ৪৫ রানে প্রথম উইকেট খোয়ানো পাকিস্তান তৃতীয় উইকেট হারাল ৫০ রানে।

১৭: ২৪ , সেপ্টেম্বর ২৩

তিকশানার জোড়া আঘাত, সাহিবজাদার পর গেলেন ফখরও

শ্রীলঙ্কা: ৬ ওভারে ৪৮/২

ফখর জামান–সাহিবজাদা ফারহানের ওপেনিং জুটিতে উঠে গিয়েছিল ৪৫ রান। ছন্দপতন হলো ষষ্ঠ ওভারের তৃতীয় বলে মহীশ তিকশানার বলে সাহিবজাদা সহজ ক্যাচ তুলে ফেরার পর। ২ বল পরেই আরেক ওপেনার ফখরকেও ফিরিয়েছেন দলে ফেরা লঙ্কান স্পিনার। মিড অফে দারুণ এক নিয়েছেন হাসারাঙ্গা। বিনা উইকেটে ৪৫ থেকে পাকিস্তান ৩ বলের মধ্যে হয়ে গেছে ৪৬/২।

১৯ বলে ১৭ রান করেছেন ফখর, ১৫ বলে ২৫ করেছেন সাহিবজাদা।

১৭: ১৪ , সেপ্টেম্বর ২৩

ফখরের হেলমেটে বলের আঘাতের পর সাহিবজাদার ব্যাটে ঝড়

পাকিস্তান: ৪ ওভারে ৩৬/০

দুষ্মন্ত চামিরার করা দ্বিতীয় ওভারে ফখর জামানের হেলমেটে লাগে বল। এরপর অস্বস্তি হলেও খেলা চালিয়ে যাচ্ছেন পাকিস্তান তারকা। ওপেনিংয়ে তাঁর সঙ্গী সাহিবজাদা এরপর ঝড় তুলেছেন। নুয়ান তুষারার করা তৃতীয় ওভারে ২ ছক্কা ও ১ চারে তুলেছেন ১৭ রান।

এরপর মহীশ তিকশানা চতুর্থ ওভারে ফখরকে ফেরানোর সুযোগ হারিয়েছেন উইকেটকিপার কুশল মেন্ডিসের ব্যর্থতায়। স্টাম্পিংয়ের সহজ সুযো নষ্ট করে উল্টো ৪টি বাই রান দিয়েছেন। পরের বলে ফখর নিজেই মেরেছেন বাউন্ডারি।

১৬: ৫২ , সেপ্টেম্বর ২৩

প্রথম ওভারে ৪ রান পাকিস্তানের

রান তাড়ায় নুয়ান তুষারার করা প্রথম ওভারে ৪ রান তুলেছে পাকিস্তান। ফখর জামান ৩ রান ও সাহিবজাদা ফারহান ১ রান করেছেন।

১৬: ৩২ , সেপ্টেম্বর ২৩

পাকিস্তানকে ১৩৪ রানের লক্ষ্য দিল শ্রীলঙ্কা

শেষ ওভারে ৮ রান তুলেছে শ্রীলঙ্কা। ইনিংস শেষে দলটির স্কোর ১৩৩/৮। ২০১৭ সালের পর টি–টোয়েন্টিতে পাকিস্তানের বিপক্ষে প্রথম ব্যাট করে শ্রীলঙ্কার এটিই সর্বনিম্ন রান। টি–টোয়েন্টিতে প্রথম ইনিংসে এর চেয়ে কম রান করেও একবার পাকিস্তানকে হারিয়েছে শ্রীলঙ্কা। ২০১২ সালে হাম্বানটোটায় ১৩২ রান করেও ৩৭ রানে হারিয়েছিল শ্রীলঙ্কা।

হারিস রউফের করা ওভারের চতুর্থ বলে সালমান আগার দারুণ এক ক্যাচের শিকার হয়েছেন দুষ্মন্ত চামিরা। শ্রীলঙ্কার ইনিংসে সর্বোচ্চ ৫০ রান করেছেন কামিন্দু মেন্ডিস।

সংক্ষিপ্ত স্কোর

শ্রীলঙ্কা: ২০ ওভারে ১৩৩/৮ (কামিন্দু ৫০, আসালাঙ্কা ২০, করুনারত্নে ১৭*, কুশল পেরেরা ১৫, হাসারাঙ্গা ১৫; আফ্রিদি ৩/২৮, তালাত ২/১৮, রউফ ২/৩৭)।
১৬: ১১ , সেপ্টেম্বর ২৩

ফিফটি করেই বিদায় কামিন্দু মেন্ডিসের

ফিফটি পেয়েছেন শ্রীলঙ্কার কামিন্দু মেন্ডিস
এএফপি

শ্রীলঙ্কা: ১৯ ওভারে ১২৫/৭

ষষ্ঠ ওভারে কামিন্দু মেন্ডিস যখন ব্যাটিংয়ে নামেন ৪৩ রানে ৩ উইকেট নেই শ্রীলঙ্কার। দুই ওভার যেতে না যেতেই আরও ২ সতীর্থকে ড্রেসিংরুমে ফিরতে দেখেন কামিন্দু। এরপর ওয়ানিন্দু হাসারাঙ্গাকে নিয়ে ইনিংস মেরামতের কাজ করেছেন কামিন্দু। হাসারাঙ্গার বিদায়ে ভাঙে ২৮ বলে করা ২২ রানের জুটি। এরপর চামিকা করুনারত্নেকে নিয়ে শ্রীলঙ্কাকে এগিয়ে নিচ্ছেন। সপ্তম উইকেটে ৩৮ রান যোগ করে ফেলেছেন দুজন।

পরের ওভারে ফিফটি পেয়ে গেছেন কামিন্দু। আন্তর্জাতিক টি–টোয়েন্টি ক্যারিয়ারে যা তাঁর তৃতীয় ৫০ ছাড়ানো ইনিংস। ৪৩ বলে ফিফটি পেয়েছেন কামিন্দু। পরের বলেই অবশ্য এলবিডব্লু হয়েছেন শ্রীলঙ্কান ব্যাটসম্যান রিভিউ নিয়ে তাঁকে ফিরিয়ে তৃতীয় উইকেট পেয়েছেন শাহিন শাহ আফ্রিদি। ১২৩ রানে ৭ উইকেট হারাল শ্রীলঙ্কা।

৪ ওভারে ২৮ রান দিয়ে ৩ উইকেট নিলেন আফ্রিদি।

১৫: ৫৩ , সেপ্টেম্বর ২৩

শেষ ৫ ওভারে কত করবে শ্রীলঙ্কা

৬ উইকেটে ৮৮ রান তুলে ১৫ ওভার শেষ করেছে এশিয়া কাপ টি–টোয়েন্টির বর্তমান চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা। শেষ ৫ ওভারে কত করবে দলটি?

কামিন্দু মেন্ডিস ২৫ ও চামিকা করুনারত্নে ১ রানে ব্যাট করছিলেন।

১৫: ৩৭ , সেপ্টেম্বর ২৩

‘ওয়ানডে’ খেলা কামিন্দু–হাসারাঙ্গা জুটি ভাঙলেন আবরার

শ্রীলঙ্কা: ১৩ ওভারে ৮২/৬

অষ্টম ওভারে পঞ্চম উইকেট হারিয়েছিল শ্রীলঙ্কা। এরপর ১২ ওভার পর্যন্ত আর উইকেট না হারালেও রান তোলার গতি হারিয়েছে দলটি। ওয়ানিন্দু হাসারাঙ্গা ও কামিন্দু মেন্ডিসরা খেলছিলেন ওয়ানডের চালে। ১৩তম ওভারে হাসারাঙ্গাকে বোল্ড করে সেই জুটি ভেঙেছেন পাকিস্তানি স্পিনার আবরার আহমেদ। ৮০ রানে ৬ উইকেট হারাল শ্রীলঙ্কা। জুটিতে ২৮ বলে ২২ রান করেছেন হাসারাঙ্গা ও কামিন্দু। ১৩ বলে ১৫ রান করেছেন হাসারাঙ্গা।

১৫: ১১ , সেপ্টেম্বর ২৩

বোলিংয়ে এসেই ২ উইকেট হুসেইন তালাতের

শ্রীলঙ্কা: ৮ ওভারে ৬২/৫

শাহিন আফ্রিদি ও হারিস রউফের মতো নিজের প্রথম ওভারে উইকেট পেলেন হুসেইন তালাতও। আফ্রিদি–রউফের মতো এই মিডিয়াম পেসারও উইকেট পেলেন দ্বিতীয় বলে। ব্যাকওয়ার্ড স্কয়ার লেগে ক্যাচ দিয়েছেন শ্রীলঙ্কান অধিনায়ক চারিত আসালাঙ্কা (১৯ বলে ২০ রান)। তালাত পরের বলেই পেয়েছেন দাসুন শানাকার উইকেটও। উইকেটকিপারকে ক্যাচ দিয়েছেন সাবেক অধিনায়ক।

১৫: ০৩ , সেপ্টেম্বর ২৩

হারিস রউফ এসেই ফেরালেন কুশল পেরেরাকে

শ্রীলঙ্কা: ৬ ওভারে ৫৩/৩

পাওয়ার প্লের শেষ ওভারে হারিস রউফকে বোলিংয়ে এনেছেন সালমান আগা। চার মেরেই পাকিস্তান পেসারকে স্বাগত জানিয়েছিলেন কুশল পেরেরা। তবে দ্বিতীয় বলেই শোধ নিয়েছেন রউফ। বলের গতিপথ একটু পাল্টেই বিভ্রান্ত করেছেন কুশলকে, ক্যাচ তুলতে বাধ্য করেছেন মিড অনে। ক্যাচটি নিতে ভুল করেননি ফাহিম আশরাফ। ৪৩ রানে ৩ উইকেট হারাল লঙ্কানরা।

ওভারটা অবশ্য চার–ছক্কায় শেষ করেছে শ্রীলঙ্কা। পঞ্চম বলে চার মারার পর শেষ বলে ছক্কা মেরেছেন কামিন্দু মেন্ডিস। শ্রীলঙ্কা পাওয়ার প্লে শেষ করল ৩ উইকেটে ৫৩ রান তুলে। ওভারে এসেছে ১৪ রান।

১৫: ০০ , সেপ্টেম্বর ২৩

৫ ওভারে শ্রীলঙ্কা ৩৯/২

১৮ রানেই দুই ওপেনারকে হারালেও রান তোলার গতি কমেনি শ্রীলঙ্কার। কুশল পেরেরা ও চারিত আসালাঙ্কা নিজেদের মতোই খেলছিলেন।

১৪: ৪৫ , সেপ্টেম্বর ২৩

দ্বিতীয় ওভারেও উইকেট পেলেন আফ্রিদি, দিলেন ১৬ রান

শ্রীলঙ্কা: ৩ ওভারে ২৮/২

নিজের দ্বিতীয় ও দলের তৃতীয় ওভারের প্রথম বলে ছক্কা খেয়েছিলেন শাহিন আফ্রিদি। তাঁর মাথার ওপর দিয়ে ছক্কা মেরে দেন পাতুম নিশাঙ্কা। পরের বলেই প্রতিশোধ নিয়ে নেন পাকিস্তানি বাঁহাতি পেসার। কোনাকুনি বেড়িয়ে যাওয়া বলে এলোপাতারি শট খেলে উইকেটকিপারকে ক্যাচ দিয়েছেন নিশাঙ্কা। ১৮ রানে দ্বিতীয় উইকেট খোয়াল শ্রীলঙ্কা। ওভারের পঞ্চম বলে ফ্রি হিটে আরেকটি ছক্কা মেরেছেন শ্রীলঙ্কা অধিনায়ক চারিত আসালাঙ্কা। ওভারে এসেছে ১৬ রান।

১৪: ৪২ , সেপ্টেম্বর ২৩

প্রথম ছক্কা কুশল পেরেরার

শ্রীলঙ্কা: ২ ওভারে ১২/১

ফাহিম আশরাফের করা দ্বিতীয় ওভারের পঞ্চম বলে ফ্লিক করে দারুণ একটি ছক্কা মেরেছেন কুশল পেরেরা। ওভারে মোট রান উঠেছে ৮টি।

১৪: ৩৬ , সেপ্টেম্বর ২৩

দ্বিতীয় বলেই উইকেট পেলেন শাহিন আফ্রিদি

শাহিন আফ্রিদি কুশল মেন্ডিসকে ফেরানোর পর পাকিস্তানিদের উল্লাস
এএফপি

শ্রীলঙ্কা: ১ ওভারে ৪/১

প্রথম ওভারে শাহিন আফ্রিদির উইকেট পাওয়া এখন আর কোনো খবর। পাকিস্তানি পেসার যে নিয়মিতই প্রথম ওভারে উইকেট পান। আজও যেমন পেলেন। ইনিংসের দ্বিতীয় বলেই শ্রীলঙ্কার ফর্মে থাকা ওপেনার কুশল মেন্ডিসকে ফিরিয়েছেন আফ্রিদি। টি–টোয়েন্টিতে প্রথম ওভারে আফ্রিদির এটি ২১তম উইকেট। শর্ট মিডউইকেটে হুসেইন তালাতের ক্যাচ হয়েছেন গোল্ডেন ডাক পাওয়া কুশল। ওভারের প্রথম বলে ১ রান নিয়েছিলেন পাতুম নিশাঙ্কা।

১৪: ২০ , সেপ্টেম্বর ২৩

অপরিবর্তিত পাকিস্তান দল, শ্রীলঙ্কা দলে দুই পরিবর্তন

ভারতের বিপক্ষে যে একাদশ নিয়ে খেলেছিল পাকিস্তান, সেই ১১ জনের ওপরই আস্থা রেখেছে দলটি। তবে শ্রীলঙ্কা দলে এসেছে দুটি পরিবর্তন। সুপার ফোরে বাংলাদেশের বিপক্ষে খেলা কামিল মিশারা ও দুনিত ভেল্লালাগে বাদ পড়েছেন। দলে ঢুকেছেন চামিকা করুনারত্নে ও মহীশ তিকশানা।

পাকিস্তানের একাদশ

সাহিবজাদা ফারহান, ফখর জামান, সাইম আইয়ুব, হুসেইন তালাত, মোহাম্মদ নেওয়াজ, সালমান আগা (অধিনায়ক), ফাহিম আশরাফ, মোহাম্মদ হারিস (উইকেটকিপার), শাহিন আফ্রিদি, হারিস রউফ ও আবরার আহমেদ।

শ্রীলঙ্কার একাদশ

পাতুম নিশাঙ্কা, কুশল মেন্ডিস (উইকেটকিপার), কুশল পেরেরা, চারিত আসালাঙ্কা (অধিনায়ক), দাসুন শানাকা, কামিন্দু মেন্ডিস, ওয়ানিন্দু হাসারাঙ্গা, চামিকা করুনারত্নে, মহীশ তিকশানা, দুষ্মন্ত চামিরা ও নুয়ান তুষারা।
আরও পড়ুন
১৪: ০৩ , সেপ্টেম্বর ২৩

টসে জিতে ফিল্ডিংয়ে পাকিস্তান

টসে জিতে ফিল্ডিং নিয়েছেন পাকিস্তান অধিনায়ক সালমান আগা
এসিসি

টসে জিতেছেন পাকিস্তান অধিনায়ক সালমান আগা, নিয়েছেন ফিল্ডিং। ২০২২ এশিয়া কাপের ফাইনালের পর আজই প্রথম টি–টোয়েন্টিতে মুখোমুখি হচ্ছে দুই দল। তিন বছর আগে পাকিস্তানকে হারিয়েই চ্যাম্পিয়ন হয়েছিল শ্রীলঙ্কা।

২০ ওভারের ক্রিকেটে দুই দলের সর্বশেষ পাঁচ ম্যাচেই জয়ী দলের নাম শ্রীলঙ্কা। পাকিস্তান টি–টোয়েন্টিতে সর্বশেষ শ্রীলঙ্কাকে হারিয়েছে ২০১৭ সালে। তবে সব মিলিয়ে মুখোমুখি লড়াইয়ে এখনো ১৩–১০ ব্যবধানে এগিয়ে পাকিস্তান।

আরও পড়ুন
১৪: ০০ , সেপ্টেম্বর ২৩

পাকিস্তান–শ্রীলঙ্কা ম্যাচে স্বাগতম

সুপার ফোরে পাকিস্তান–শ্রীলঙ্কা ম্যাচে স্বাগতম। আবুধাবিতে আজ যারা জিতবে তারা ফাইনালে ওঠার দৌড়ে ভালোভাবেই টিকে থাকবে, আর হেরে গেলে পড়ে যাবে অনেক যদি–কিন্তুর মধ্যে।