কোহলির রেকর্ড ভেঙেও লক্ষ্ণৌকে জেতাতে পারলেন না রাহুল
সময়টা অনেক দিন ধরেই ভালো যাচ্ছিল না লোকেশ রাহুলের। তাঁর ব্যাটে এই ম্যাচে রোদ তো পরের ম্যাচেই ছিল বৃষ্টি। এমনকি ভারত দলে তাঁর নিয়মিত সুযোগ পেয়ে যাওয়া নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে। সেই রাহুলই আইপিএলে যেন নিজেকে ফিরে পেতে শুরু করেছেন।
এবারের আইপিএলে ৭ ম্যাচে দুটি ফিফটি করেছেন রাহুল। আজ গুজরাট টাইটানসের বিপক্ষে ৬১ বলে ৬৮ রানের ইনিংস খেলার পথে বিরাট কোহলির একটি রেকর্ডও ভেঙেছেন ভারতের ব্যাটসম্যান। তবে লক্ষ্ণৌকে জেতাতে পারেননি।
স্বীকৃত টি–টোয়েন্টিতে ৭০০০ রানের মাইলফলক ছুঁয়েছেন রাহুল। এই মাইলফলক ছুঁতে রাহুলের লাগল ১৯৭ ইনিংস। ইনিংসের হিসেবে ভারতীয় ব্যাটসম্যানদের মধ্যে যা দ্রুততম। এর আগে রেকর্ডটি ছিল বিরাট কোহলির। ৭০০০ রানের মাইলফলক ছুঁতে তিনি খেলেছেন ২১২ ইনিংস।
গুজরাটের বিপক্ষে লক্ষ্ণৌ আজ ছোট লক্ষ্যই পেয়েছিল। টসে জিতে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৩৫ রান তোলে গুজরাট। রাহুলের ফিফটির পরও ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১২৮ রান তুলতে পেরেছে লক্ষ্ণৌ। হেরেছে তারা ৭ রানে।
ছোট লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা খুব ভালো পায় লক্ষ্ণৌ। কাইল মায়ার্সের সঙ্গে পাওয়ার-প্লের ৬ ওভারেই ৫৩ রান তুলে ফেলেন রাহুল। সপ্তম ওভারে মায়ার্স রশিদ খানের বলে ২৪ রান করে বোল্ড হয়ে ফেরেন। এরপর ক্রুনাল পান্ডিয়ার সঙ্গে জুটি বাঁধেন রাহুল। জুটিতে ৫১ রান তুলে বিদায় নেন পান্ডিয়া (২৩ বলে ২৩ রান)। লক্ষ্ণৌয়ের রান তখন ১০৬।
৩৩ বলে সেই সময় লক্ষ্ণৌয়ের প্রয়োজন ছিল ৩৩ বলে ৩০ রান। এই অবস্থা থেকেও ম্যাচ জিততে না পারার কারণ হয়তো রাহুলের শ্লথ ব্যাটিং। শেষ ওভারে তাদের প্রয়োজন ছিল ১২ রান। কিন্তু সেই ওভারে ৪ উইকেট পড়ে লক্ষ্ণৌয়ের। তাও আবার টানা চার বলে। এর মধ্যে দ্বিতীয় ও তৃতীয় বলে মোহিত শর্মা নেন রাহুল ও স্টয়নিসের উইকেট। পরের দুই বলে রানআউট হয়ে ফেরেন আয়ুশ বাদোনি ও দীপক হুদা।
এর আগে দ্বিতীয় ওভারেই মাত্র ৪ রান শুবমান গিলের উইকেট হারানো গুজরাট ১৩৫ রান করতে পারে মূলত অধিনায়ক হার্দিক পান্ডিয়ার ৫০ বলে দুটি চারও চারটি ছয়ে করা ৬৬ ও ওপেনার ঋদ্ধিমান সাহার ৩৭ বলে ৪৭ রানের (৬ চার) ইনিংসে ভর করে। লক্ষ্ণৌয়ের পক্ষে দুটি করে উইকেট নেন ক্রুনাল ও মার্কাস স্টয়নিস।
গুজরাটের কাছে হারের পর ৭ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে তালিকার দ্বিতীয় স্থানে আছে লক্ষ্ণৌ। ৬ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে নেট রান রেটের হিসাবে শীর্ষে আছে রাজস্থান রয়্যালস। সমান ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে চেন্নাই সুপার কিংস তৃতীয় ও গুজরাট আছে চারে।