আইপিএলে ৬০০০ রানের কীর্তি ওয়ার্নারের, ডি ভিলিয়ার্স-গেইলদের রান কত?

ক্রিস গেইল ও ডি ভিলিয়ার্সছবি: বিসিসিআই

আইপিএল কিংবদন্তি? সে তো নিশ্চয়ই। ৫৭ ফিফটি আর ৪ সেঞ্চুরির আইপিএল ক্যারিয়ার যাঁর, তাঁকে এই টুর্নামেন্টের কিংবদন্তি বলবেন না, তো কী বলবেন! গতকাল রাজস্থানের হয়ে ৬৫ রানের ইনিংস খেলার পথে নতুন আরেক কীর্তি গড়েছেন দিল্লির অধিনায়ক ডেভিড ওয়ার্নার।

তৃতীয় ক্রিকেটার হিসেবে আইপিএলে ৬০০০ রানের মাইলফলক ছুঁয়েছেন অস্ট্রেলিয়ার ব্যাটসম্যান। বাকি দুজনের চেয়ে ওয়ার্নার এক জায়গায় অবশ্য এগিয়ে। ৬০০০ রানের ক্লাবে ওয়ার্নার পৌঁছেছেন দ্রুততম হিসেবে।

আরও পড়ুন

ওয়ার্নারের আগে আইপিএলে ৬০০০ রান করেছেন বিরাট কোহলি ও শিখর ধাওয়ান। কোহলি ও ধাওয়ানের ৬ হাজার রানের মাইলফলক ছুঁতে লেগেছে যথাক্রমে ১৮৮ ও ১৯৯ ইনিংস। ওয়ার্নারের লেগেছে ১৬৫ ইনিংস। ৬০৩৯ রান নিয়ে আইপিএলের তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক ওয়ার্নার।

আরও পড়ুন

একমাত্র বিদেশি হিসেবে আছেন আইপিএলের সর্বোচ্চ পাঁচ রান সংগ্রাহকের তালিকায়। শীর্ষ পাঁচের তালিকায় থাকা ব্যাটসম্যানদের মধ্যে সর্বোচ্চ স্ট্রাইক রেট ওয়ার্নারেরই, ১৩৯.৯৫। যদিও সাম্প্রতিক সময়ে তাঁর স্ট্রাইক রেট নিয়ে সমালোচনাই বেশি হচ্ছে। গতকালও ২০০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে এই ওপেনার ফিফটি করেছিলেন ৪৪ বলে।

ওয়ার্নারের মতো দীর্ঘদিন আইপিএল রাজত্ব করেছেন প্রোটিয়া কিংবদন্তি এবি ডি ভিলিয়ার্স ও ওয়েস্ট ইন্ডিজ তারকা ক্রিস গেইল। ওয়ার্নার যদি আইপিএলের সর্বোচ্চ পাঁচ রান সংগ্রাহকের তালিকায় একমাত্র বিদেশি হন, তাহলে এই দুই আইপিএল কিংবদন্তির অবস্থান কোথায়?

আইপিএলের সর্বোচ্চ রান সংগ্রাহক বিরাট কোহলি। ২১৭ ইনিংসে ৬৭২৭ রান নিয়ে শীর্ষে আছেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর সাবেক অধিনায়ক। এরপরই শিখর ধাওয়ান। এই ওপেনারের রান ৬৩৭০। ওয়ার্নারের পরই আছেন রোহিত শর্মা ও সুরেশ রায়না। তাঁদের রান যথাক্রমে ৫৯০১ ও ৫২২৮।

একমাত্র বিদেশি হিসেবে আইপিএলের সর্বোচ্চ পাঁচ রান সংগ্রাহকের তালিকায় আছেন ডেভিড ওয়ার্নার
ছবি: টুইটার
আরও পড়ুন

এরপরই অর্থাৎ ষষ্ঠ অবস্থানে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতে ১৮৪ ম্যাচ খেলা ডি ভিলিয়ার্স। ১৭০ ইনিংসে এই প্রোটিয়া ব্যাটসম্যানের রান ৫১৬২। এই তালিকায় গেইল আছেন ৮ নম্বরে। গেইল ও ডি ভিলিয়ার্সের মধ্যে অবস্থান চেন্নাই অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির। চলতি আইপিএলে নিজেদের দ্বিতীয় ম্যাচে মার্ক উডকে ছক্কা মেরে ৫০০০ রান পূর্ণ করেছিলেন ধোনি। আর গেইলের রান ৪৯৬৫। শীর্ষে দশে থাকা বাকি দুই ব্যাটসম্যানের নাম রবিন উথাপ্পা ও দীনেশ কার্তিক।

শীর্ষ দশে থাকা ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে বেশি স্ট্রাইক রেট ডি ভিলিয়ার্সের। ১৫১.৬৮ স্ট্রাইক রেটে ব্যাটিং করেছেন এই ক্রিকেটার। তবে সবচেয়ে বেশি ছক্কা ক্রিস গেইলের। ক্যারিবিয়ান এই ক্রিকেটারের ছক্কা ৩৫৭টি।

আরও পড়ুন