সাকিবের পেশোয়ারের জয়

পেশোয়ারের হয়ে ৮১ বলে ১৩৯ রানের জুটি গড়েন টম কোহলার-ক্যাডমোর ও বাবর আজমপিএসএল

ব্যাট হাতে যখন নামেন, তখন ইনিংসের বাকি মাত্র দুটি বল। সাকিব আল হাসান একটাই বল খেললেন, রানও নিলেন একটা। পেশোয়ার জালমির হয়ে পরে সাকিব বোলিং করেছেন ৩ ওভার। ৩২ রান দিলেও উইকেট পাননি কোনো।

এবারের পিএসএলে নিজের প্রথম ম্যাচে খুব বড় ভূমিকা রাখতে না পারলেও সাকিবের দল পেশোয়ার ঠিকই জিতেছে। আর সেই জয়ে সবচেয়ে বড় ভূমিকা দলটির ইংলিশ ব্যাটসম্যান টম কোহলার-ক্যাডমোর ও অধিনায়ক বাবর আজমের। এ দুজনের দারুণ দুটি ইনিংসে ২০ ওভারে ৫ উইকেটে ১৯৯ রান তোলে পেশোয়ার। তাড়া করতে নেমে করাচি কিংস খুব কাছে গিয়েও হেরে যায় ২ রানে, তোলে ৫ উইকেটে ১৯৭ রান।

আরও পড়ুন

৫০ বলে ৬ ছক্কা ও ৭ চারে সাজানো কোহলার-ক্যাডমোরের ৯২ রানের ইনিংস। বাবর আজম ৬৮ রান করেছেন ৪৬ বলে, ৭ চারের সঙ্গে একটি ছক্কায়। ৮১ বলে এ দুজনের ১৩৯ রানের জুটিটাই বড় স্কোর এনে দিয়েছে পেশোয়ারকে।

তাড়া করতে নেমে ওভারপ্রতি রানের সঙ্গে পাল্লা দিলেও ৪৬ রানের মধ্যে ৪ উইকেট হারিয়ে কিছুটা খেই হারায় করাচি। তবে শোয়েব মালিক ও ইমাদ ওয়াসিম মিলে ৭৪ বলে ১৩১ রানের জুটি গড়ে করাচিকে জয়ের খুব কাছে নিয়ে যান।

৭৪ বলে ১৩১ রানের জুটি গড়েন শোয়েব মালিক ও ইমাদ ওয়াসিম
পিএসএল

৩৪ বলে ২ ছক্কা ও ৪ চারে ৫২ রান করে মালিক ১৯তম ওভারে আউট হয়ে গেলে ম্যাচটা কঠিন হয়ে যায় করাচির জন্য। শেষ ওভারে জয়ের জন্য ১৬ রান দরকার ছিল করাচির, ইমাদ ৪৭ বলে ৮০ রান করে অপরাজিত রয়ে গেলেও ম্যাচটা জেতাতে পারেনি। ৪টা ছক্কা মেরেছেন ইমাদ, সঙ্গে ৭টা চার।

আরও পড়ুন

পেশোয়ারের হয়ে এবারের পিএসএলে এটাই ছিল সাকিবের প্রথম ম্যাচ। এর আগে ২০১৭ সালে সর্বশেষ পিএসএলে খেলেছেন সাকিব। সেবারও তাঁকে দেখা গেছে পেশোয়ারের জার্সিতে। এর আগের বছর পিএসএলের উদ্বোধনী আসরে ছিলেন করাচি কিংসে। মানে, নিজের সাবেক দলের বিপক্ষে ম্যাচ দিয়ে এবারের পিএসএল শুরু হয়েছে সাকিবের।

পেশোয়ারের উদযাপন
পিএসএল


রাউন্ড রবিন লিগ পর্বে প্রতিটি দল ১০টি করে ম্যাচ খেলবে। তবে সাকিবকে পাঁচটি ম্যাচ খেলার ছাড়পত্র দিয়েছে বিসিবি। ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ সামনে রেখে ২৭ ফেব্রুয়ারির মধ্যে দেশে ফিরতে হবে তাঁকে।
ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের সিরিজ শেষ ১৪ মার্চ। আর ১৮ মার্চ শুরু আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ।

আরও পড়ুন