অবশেষে এশিয়া কাপের দল ঘোষণা শ্রীলঙ্কার

শ্রীলঙ্কা ক্রিকেট দলছবি: এএফপি

লঙ্কা প্রিমিয়ার লিগে কী জেতেননি! ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের এই আসরের সর্বোচ্চ রানসংগ্রাহক, সর্বোচ্চ উইকেটশিকারি সবই হয়েছেন ওয়ানিন্দু হাসারাঙ্গা। জিতেছেন টুর্নামেন্টে সবচেয়ে বেশি ছক্কা মারার পুরস্কারও। এমন ছন্দে থাকা অলরাউন্ডারকে ছাড়াই দাসুন শানাকার নেতৃত্বে ঘরের মাঠে এশিয়া কাপ খেলতে হবে শ্রীলঙ্কাকে। আজ টুর্নামেন্ট শুরুর এক দিন আগে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড।
১৫ সদস্যের এই দলের শুধু হাসারাঙ্গা নন, চোটের কারণে নেই তিন পেসার দিলশান মাদুশঙ্কা, দুষ্মন্ত চামিরা ও লাহিরু কুমারা। তিনজনই ছিলেন শ্রীলঙ্কার পেস আক্রমণের গুরুত্বপূর্ণ অংশ।

চোটের কারণে নেই হাসারাঙ্গা
ছবি: টুইটার

এই তিন পেসারের বদলি হিসেবে শ্রীলঙ্কা দলে ভিড়িয়েছে পেসার বিনুরা ফার্নান্ডো ও প্রমোদ মাদুশানকে। হাসারাঙ্গার পরিবর্তে দলে এসেছেন দুশান হেমন্ত। এর আগে শ্রীলঙ্কার হয়ে দুটি ওয়ানডে খেলেছেন হেমন্ত। উইকেট নিয়েছেন দুটি।

দুই পেসার বিনুরা ফার্নান্ডো ও প্রমোদ মাদুশানও অভিজ্ঞ নন। বিনুরা এখনো পর্যন্ত চার ওয়ানডে খেলে উইকেট নিয়েছেন দুটি। প্রমোদ খেলেছেন আরও কম, ১ ম্যাচ। নিয়েছেন ১ উইকেট।

আরও পড়ুন

এশিয়া কাপ দিয়ে দুই বছর পর ওয়ানডে ক্রিকেটে ফিরছেন বাঁহাতি ব্যাটসম্যান কুশল পেরেরা। পেরেরা সর্বশেষ ওয়ানডে খেলেছেন ২০২১ সালের ৪ জুলাই, ইংল্যান্ডের বিপক্ষে। চোটের কারণেই মূলত এত দিন দলের বাইরে ছিলেন পেরেরা। গত সপ্তাহেই করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন পেরেরা। তবে তাঁর পরিস্থিতি উন্নতির দিকে। পুরোপুরি সুস্থ হলেই দলের সঙ্গে যোগ দেবেন তিনি। করোনাভাইরাসে আক্রান্ত আরেক ক্রিকেটার আভিস্কা ফার্নান্ডো এশিয়া কাপের দলে জায়গা পাননি।

আগামীকাল থেকে শুরু হতে যাওয়া এশিয়া কাপে শ্রীলঙ্কার প্রথম ম্যাচ বাংলাদেশের বিপক্ষে। খেলাটি হবে ৩১ আগস্ট পাল্লেকেলে স্টেডিয়ামে।

শ্রীলঙ্কা ক্রিকেট দল

দাসুন শানাকা (অধিনায়ক), পাতুম নিশাঙ্কা, দিমুথ করুনারত্নে, কুশল পেরেরা, কুশল মেন্ডিস, চারিত আসালাঙ্কা, ধনাঞ্জয়া ডি সিলভা, সাদিরা সামারাবিক্রমা, মহীশ তিকশানা, দুনিত ভেল্লালাগে, মাতিশা পাতিরানা, কাসুন রাজিতা, দুশান হেমন্ত, বিনুরা ফার্নান্ডো ও প্রমোদ মাদুশান।

আরও পড়ুন