বাবরদের ফিল্ডিংকে আফগানিস্তানের চেয়েও খারাপ বললেন তাঁদেরই ফিল্ডিং কোচ

ব্যক্তিগত ১০ রানে থাকতে ডেভিড ওয়ার্নারের ক্যাচ ছাড়েন উসামা মির।ছবি : এএফপি

পাকিস্তান ও ফিল্ডিং—তাদের বনিবনাটা সাধারণত খুব একটা হয় না। সহজ ক্যাচ ছেড়ে দেওয়া, মিস ফিল্ডিং, দুই ফিল্ডারের ভুল-বোঝাবুঝিতে বাউন্ডারি হয়ে যাওয়া—ফিল্ডিংয়ে এমন কাণ্ড যেন পাকিস্তানের ক্রিকেট–সংস্কৃতিরই অংশ!

তাই পাকিস্তান দলের ফিল্ডিং নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অহরহ ট্রল হয়। এবারের বিশ্বকাপেও এমন ঘটনা ঘটেছে। সহজ ক্যাচ ছেড়েছেন ইমাম-উল-হক ও উসামা মির। এই অবস্থা থেকে পরিত্রাণ পেতে যাঁকে নিয়োগ দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি), সেই আফতাব খান দুষছেন পাকিস্তানের সংস্কৃতিকে।

কলকাতার ইডেন গার্ডেনে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে পাকিস্তানের ফিল্ডিং কোচ আফতাব দাবি করেন, এই মুহূর্তে পাকিস্তানের চেয়ে আফগানিস্তান ভালো ফিল্ডিং দল।

আরও পড়ুন

আগামী শনিবার ইডেন গার্ডেনে ইংল্যান্ডের বিপক্ষে প্রথম পর্বের শেষ ম্যাচ খেলবে পাকিস্তান। সেই ম্যাচে পাকিস্তানের সামনে জয় ছাড়া বিকল্প নেই। সেমিফাইনালে যেতে হলে শুধু সেই ম্যাচে জয় নয়, অন্য অনেক সমীকরণের দিকেও তাকিয়ে থাকতে হবে তাদের। এমন গুরুত্বপূর্ণ ম্যাচের আগে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় সামনে এনেছেন পাকিস্তানের ফিল্ডিং কোচ।

তিনি বলেছেন, ‘আমাদের সংস্কৃতিতে ফিল্ডিংকে খুব একটা গুরুত্ব দেওয়া হয় না। মাত্র ১৫ মিনিটের অনুশীলনে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও ভারতের মতো শীর্ষ দলের সঙ্গে প্রতিযোগিতা করতে পারব না। এমনকি আফগানিস্তানের সঙ্গেও না, যারা এই মুহূর্তে আমাদের চেয়ে ভালো দল। ব্যাটিং–বোলিংয়ের মতোই ফিল্ডিংকে আমাদের গুরুত্ব দিতে হবে।’

আরও পড়ুন

আফতাব খানের মতে, শুধু আন্তর্জাতিক ক্রিকেটে নয়, একাডেমি ও ঘরোয়া পর্যায় থেকেই ফিল্ডিংকে সমান গুরুত্ব দিয়ে কাজ করতে হবে, ‘আমাদের ঘরোয়া ক্রিকেট–সংস্কৃতিতে ফিল্ডিংকে খুব একটা গুরুত্ব দেওয়া হয় না। আন্তর্জাতিক ক্রিকেটে আমরা যেটা করি, সেটা ঘরোয়া পর্যায়েও করা উচিত। কেমন ফিল্ডিং হওয়া উচিত, কীভাবে থ্রো করা উচিত, কীভাবে ক্যাচ নেওয়া উচিত—সবকিছু নিয়ে তিন–চার মাস ধরে কাজ করছি।’

আরও পড়ুন