আবারও জিতেছে ভারত, এবার নায়ক তিলক
তিন ওভারে ২০ রান। টি-টোয়েন্টিতে এমন সমীকরণ মেলানো কঠিন কোনো কাজ নয়। তবে তিলক বর্মার জন্য কাজটা একটু কঠিনই ছিল। তাঁর দল যে ততক্ষণে হারিয়ে ফেলেছে ৮ উইকেট। উইকেটের কথাটাও তো মাথায় রাখতে হয়েছে তাঁকে।
সেটি মাথায় রেখেই এরপর ঠান্ডা মাথায় বাকি কাজ সারলেন তিলক। শেষ ওভারের দ্বিতীয় বলে চার মেরে দলকে ২ উইকেটের জয় এনে দিলেন। তাতে ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেল ভারত।
চেন্নাইয়ে দ্বিতীয় টি-টোয়েন্টিতে ভারতের লক্ষ্য ছিল ১৬৬ রানের। ১৫ রানে প্রথম উইকেট পতনের পর উইকেটে যাওয়া তিলক শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন ৫৫ বলে ৭২ রান করে। ৫টি ছক্কা মারা তিলকের পর ভারতের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ২৬ রান ওয়াশিংটন সুন্দরের। তবে ১৭তম ওভারে ১৪৬ রানে ৮ উইকেট পড়ার পর তিলককে ভালো সঙ্গ দিয়েছেন রবি বিষ্ণয়। ৫ বলে ৯ রান করার পথে দুটি চার মেরে চাপ দূর করার কাজটা এই স্পিনারই করেছেন।
এর আগে ইংল্যান্ড করছিল ৯ উইকেটে ১৬৫ রান। প্রথম ম্যাচের মতো এই ম্যাচেও ইংল্যান্ডের সর্বোচ্চ স্কোর জস বাটলারের। কলকাতায় ৬৮ রান করা ইংল্যান্ড অধিনায়ক আজ ৩০ বলে করেছেন ৪৫ রান। বাটলার ছাড়া বলার মতো রান পেয়েছেন আটে নামা ব্রায়ডন কার্স। ১৭ বলে ৩ ছক্কায় ৩১ রান করেন কার্স। এ ছাড়া জেমি স্মিথ ১২ বল করেছেন ২২ রান। ভারতের হয়ে ২টি করে উইকেট নিয়েছেন দুই স্পিনার অক্ষর প্যাটেল ও বরুণ চক্রবর্তী।
সিরিজের তৃতীয় ম্যাচ মঙ্গলবার, ভেন্যু রাজকোট।