বিসিবির কোন কমিটির দায়িত্বে কে
দেশে ৫ আগস্টের পটপরিবর্তনের পর পরিবর্তন এসেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডেও (বিসিবি)। জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) মনোনীত পরিচালক হিসেবে বোর্ডে এসে নতুন সভাপতি হয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক ফারুক আহমেদ। বোর্ডে এনএসসি মনোনীত আরেক পরিচালক হয়ে আসেন নাজমূল আবেদীন।
পুরোনো পরিচালকদের মধ্যে অনেকেই পদত্যাগ করায় পরিচালক–সংকটে ভুগছিল বিসিবি। অনেক বিভাগের কার্যক্রমেই চলছিল স্থবিরতা। আজ মিরপুরে বিসিবি কার্যালয়ে অনুষ্ঠিত বোর্ড সভায় সেসব শূন্য পদে নির্বাচনের ব্যাপারে আলোচনা হয়েছে। এ ব্যাপারে করণীয় ঠিক করতে বিসিবি আইনি উপদেষ্টাদের সহায়তা নেবে বলে সভার পর জানিয়েছেন বোর্ড পরিচালক মাহবুবুল আনাম।
তার আগে সুষ্ঠুভাবে বোর্ডের কার্যক্রম পরিচালনা করার জন্য আজকের সভায় বর্তমান পরিচালকদের মধ্যে স্থায়ী কমিটিগুলোর প্রধানের পদ পুনর্বিন্যাস করা হয়েছে। অনেক কমিটিতে এসেছেন নতুন চেয়ারম্যান, অনেক কমিটিতে থেকে গেছেন পুরোনো চেয়ারম্যানই। তবে সিকিউরিটি এবং ওয়ার্কিং কমিটির প্রধানের পদ শূন্যই আছে। মাহবুবুল আনাম জানিয়েছেন, কমিটি প্রধানেরা পূর্ণাঙ্গ কমিটি গঠন করে বোর্ডে জমা দেবেন।
পুনর্বিন্যাসের পর ক্রিকেট পরিচালনা কমিটি ও মহিলা উইংয়ের প্রধানের দায়িত্ব পেয়েছেন নাজমূল আবেদীন। কিছুদিন ধরে অনানুষ্ঠানিকভাবে এ দুটি কমিটির কার্যক্রম তদারকি করেছেন তিনি। এখন দায়িত্ব পেলেন আনুষ্ঠানিকভাবে।
এ ছাড়া অর্থ কমিটি, গেম ডেভেলপমেন্ট ও লজিস্টিক এবং প্রটোকল—এই তিন কমিটির প্রধান করা হয়েছে ফাহিম সিনহাকে। ডিসিপ্লিনারি কমিটি ও বয়সভিত্তিক টুর্নামেন্ট কমিটির দায়িত্ব দেওয়া হয়েছে সাইফুল আলম স্বপনকে। টুর্নামেন্ট, ফিজিক্যালি চ্যালেঞ্জড ক্রিকেট ও ফ্যাসিলিটিজ—এই তিন কমিটির দায়িত্বে আকরাম খান। মাহবুবুল আনামও আছেন তিনটি কমিটির প্রধানের দায়িত্বে। তাঁর কমিটিগুলো হলো গ্রাউন্ডস, হাই পারফরম্যান্স এবং টেন্ডার ও পারচেজ।
মিডিয়া ও আম্পায়ার্স কমিটির দায়িত্ব দেওয়া হয়েছে ইফতেখার আহমেদকে। মেডিকেল ও ওয়েলফেয়ার কমিটির দায়িত্বে মনজুরুল আলম। অডিট কমিটি ও সিসিডিএমের প্রধান হিসেবে থাকবেন সালাহউদ্দিন চৌধুরী এবং বাংলা টাইগার্সের প্রধান থাকবেন কাজী এনাম আহমেদই। এ ছাড়া মার্কেটিং কমিটির দায়িত্ব নিয়েছেন স্বয়ং বোর্ড সভাপতি ফারুক আহমেদ।