পাকিস্তানের সমর্থকদের খুশির খবর দিলেন শাহিন আফ্রিদি

পাকিস্তানের পেসার শাহিন আফ্রিদিছবি: প্রথম আলো

হাঁটুর চোট তাঁকে খেলতে দেয়নি এশিয়া কাপে। তবে আগামী মাসে শুরু হতে যাওয়া টি–টোয়েন্টি বিশ্বকাপের পাকিস্তান দলে আছেন শাহিন শাহ আফ্রিদি। পাকিস্তানের পেস আক্রমণের সবচেয়ে বড় ভরসার নামও এই ফাস্ট বোলার।

বিশ্বকাপের আগে ঠিকভাবে সেরে উঠতে পারবেন কি না, পাকিস্তান ক্রিকেট ভক্তদের এ নিয়ে একটা উদ্বেগ আছে। সেই উদ্বেগ কিছুটা হলেও কমবে, টুইটারে এমন একটি ভিডিও বার্তাই পোস্ট করেছেন আফ্রিদি।

আরও পড়ুন

এই মুহূর্তে আফ্রিদির পুনর্বাসনপ্রক্রিয়া চলছে লন্ডনে। সেখান থেকেই ছোট সেই ভিডিও টুইটারে পোস্ট করেছেন বাঁহাতি পেসার। ভিডিওতে দেখা যায়, কম রানআপ নিয়ে বোলিং করছেন পাকিস্তানের ফাস্ট বোলার। উইকেট দেখা যায় না, তবে তাঁর বলে উইকেট ভেঙে যাওয়ার শব্দ শোনা যায়।

ভিডিওটি দিয়ে তিনি লিখেছেন, ‘আপনার সাফল্য নিজের প্রতিজ্ঞার ওপর নির্ভর করে না, সাফল্য নির্ভর করে আল্লাহর ওপর।’

আফ্রিদির এ ভিডিও এরই মধ্যে পাকিস্তানের ভক্ত–সমর্থকদের মধ্যে সাড়া ফেলেছে। একজন ভক্ত আফ্রিদির টুইটে মন্তব্য করেছেন, ‘দ্রুত সেরে উঠুন, আমাদের সত্যিকার একজন অধিনায়ক দরকার।’ আরেক টুইট ব্যবহারকারীর কথা, ‘অনেক দিন পর আপনার প্রথম বল করা দেখতে পেয়ে দারুন লাগছে। আপনার জন্য দোয়া রইল। আশা করছি, শিগগিরই আপনাকে দেখতে পাব।’

এশিয়া কাপ চলাকালেই পাকিস্তান ক্রিকেট বোর্ড এক বিবৃতিতে বলেছিল, আফ্রিদির পুনর্বাসনপ্রক্রিয়া লন্ডনে চললেও সেখানে তাঁকে পিসিবির চিকিৎসক দল পর্যবেক্ষণে রাখবে। এ ছাড়া লন্ডনভিত্তিক দুজন চিকিৎসক ইমতিয়াজ আহমাদ ও জাফর ইকবালও তাঁর খেয়াল রাখবেন। অবশ্য এর মধ্যে আফ্রিদির পুনর্বাসন নিয়ে তৈরি হয়েছিল বিতর্ক।

তাঁর হবু শ্বশুর সাবেক পাকিস্তান অধিনায়ক শহীদ আফ্রিদি দাবি করেছিলেন, শাহিনের চিকিৎসার ব্যাপারে পিসিবি নিজেদের দায়িত্ব পালন করছে না। পিসিবি আবার পালটা বিবৃতিতে জানিয়েছিল, তারা সব সময়ই সব খেলোয়াড়দের প্রয়োজনীয় চিকিৎসা ও পুনর্বাসনের ব্যবস্থা করে এবং ভবিষ্যতেও এ–বিষয়ক দায়িত্ব পালন করে যাবে।

আরও পড়ুন

এশিয়া কাপে অবশ্য মাঠে শাহিনের অভাব টের পেয়েছে পাকিস্তান। ফাইনালে শ্রীলঙ্কার কাছে ২৩ রানে হারে দলটি। এ কারণেই বিশ্বকাপের আগে আফ্রিদির পুরোপুরি সুস্থ হয়ে ওঠা দেখতে চান পাকিস্তানের সমর্থকেরা। এক সমর্থক লিখেছেন, ‘পুরো জাতি আপনার পাশে আছে এবং আপনার জন্য আমাদের দোয়া রইল।’