‘আমার ভুলেই’ ম্যানচেস্টার ইউনাইটেড হেরেছে

তাঁর ভুলে গোল হজম করেছে ম্যানচেস্টার ইউনাইটেড। আন্দ্রে ওনানার তাই উঠে দাঁড়াতে কষ্ট হচ্ছিলছবি: এএফপি

অ্যালিয়াঞ্জ অ্যারিনায় কাল রাতের ম্যাচ নিয়ে সিনেমা বানানো হলে তার নাম দেওয়াটা মোটেও কঠিন কিছু হবে না। ম্যানচেস্টার ইউনাইটেডকে ৪-৩ গোলে হারিয়েছে বায়ার্ন মিউনিখ। ইংলিশ ক্লাবটির এই ১ গোল ব্যবধানে হারে চোখে বিঁধবে ২৮ মিনিটে গোলকিপার আন্দ্রে ওনানার অবিশ্বাস্য ভুল। শেষ বাঁশি পর্যন্ত ম্যাচটি দেখার পর তাই নাম দিতে পারেন ‘দোষী কে’। কিন্তু ম্যাচ শেষে ওনানার যেচে গিয়ে ভুল স্বীকার করাও তো নায়কোচিত!

আরও পড়ুন

হ্যারি কেইনের সঙ্গে ২৮ মিনিটে বল আদান-প্রদান করে বক্সের ভেতর থেকে শট নিয়েছিলেন বায়ার্ন তারকা লেরয় সানে। ইউনাইটেডের ক্যামেরুন গোলরক্ষক ওনানা তাঁর বাঁ দিকে ঝাঁপিয়ে পড়েছিলেন। বলটাও নাগালের ভেতরেই ছিল। কিন্তু কীভাবে তাঁর গ্লাভস ফসকে জালে জড়াল, এ নিয়ে গবেষণা হতে পারে!

নিজের ভুলে গোল হজমের পর মাঠেই শুয়ে ছিলেন ওনানা। বড় ভুল করেছেন, এটি বুঝতে পেরেই সম্ভবত হাঁটুতে ভর করে উঠে দাঁড়াতে পারছিলেন না। সতীর্থরা গিয়ে তাঁকে তুলেছেন। এমন অবিশ্বাস্য ভুলে গোল হজমের পর ওনানার সতীর্থদের মধ্যে দু-একজন মেজাজও হারান। ইউনাইটেড ডিফেন্ডার লিসান্দ্রো মার্তিনেজকে সে সময় উত্তেজিতভাবে কোচ এরিক টেন হাগের সঙ্গে কথা বলতে দেখা গেছে। যাহোক, পরে তো ওনানার এই ভুল আরও বড় হয়ে উঠেছে। কারণ, ৭ গোল থ্রিলারের এই ম্যাচে ইউনাইটেড হেরেছে ওই ১ গোল ব্যবধানে।

ইউনাইটেড ডিফেন্ডার সের্হিও রেগুলন গিয়ে তুলেছেন ওনানাকে
ছবি: এএফপি

ইন্টার মিলানে দুর্দান্ত এক মৌসুম কাটিয়ে জুলাইয়ে ইউনাইটেডে যোগ দেন ওনানা। ৪ কোটি ৭২ লাখ পাউন্ড মূল্যের এই গোলকিপার ইউনাইটেডের হয়ে ৬ ম্যাচ খেলে এ পর্যন্ত ১৪ গোল হজম করলেন। সময়টা মোটেও ভালো যাচ্ছে না তাঁর। আর কাল রাতে চ্যাম্পিয়নস লিগে করা ভুলটা নিয়ে তো মুণ্ডুপাত হওয়াই স্বাভাবিক। কিন্তু ইউনাইটেড গোলকিপারের সাহস আছে বটে! বায়ার্নের কাছে হারের পর ওনানা নিজেই সংবাদমাধ্যমকে অনুরোধ করেছেন, তিনি কথা বলতে চান। নিজের ভুল স্বীকার করতে চান।

আরও পড়ুন

টিএনটি স্পোর্টসকে ওনানা বলেছেন, ‘আমরা ভালো শুরু করেছিলাম। কিন্তু আমার ভুলের পর ম্যাচে আমরা নিয়ন্ত্রণ হারিয়েছি। আমার জন্য পরিস্থিতিটা কঠিন। দলের মাথা নত হয়েছে আমার কারণে। আমার কারণেই দল এ ম্যাচ জিততে পারেনি। তবে এটা নিয়ে পড়ে থাকলে চলবে না। গোলকিপারদের জীবন এমনই।’

ইউনাইটেডে ১২ মৌসুম কাটানো দাভিদ দে হেয়ার শূন্যতা পূরণ সহজ নয়। ওনানা সে চ্যালেঞ্জই নিয়েছেন। তবে প্রত্যাশা মেটাতে পারছেন না। এর আগে আর্সেনাল, ব্রাইটন ও নটিংহাম ফরেস্টের বিপক্ষে ম্যাচে ইউনাইটেডের গোল হজমে তাঁকে দোষারোপ করা হয়েছে। এবার বায়ার্নের বিপক্ষেও ভুল করায় স্বাভাবিকভাবেই বেশ চাপেই থাকতে হবে ওনানাকে। ২৭ বছর বয়সী এই গোলকিপার কি সে জন্যই আগেভাগে নিজের দোষ স্বীকার করে নিয়ে পরিস্থিতি একটু হালকা করতে চাইলেন? কে জানে!

তবে ওনানা কথায় কোনো লুকোছাপা রাখেননি। স্পষ্ট করে বলেছেন, ‘তারা কোনো সুযোগ তৈরি করেনি। প্রথম শটটি পোস্টে ছিল, আমি ভুল করেছি এবং দলও হেরেছে। আমরা শেষ পর্যন্ত লড়েছি, কিন্তু আমাকে এটা স্বীকার করতে হবে যে দল আমার কারণেই জেতেনি। আমার এখনো অনেক কিছু প্রমাণ করতে হবে। (ইউনাইটেডে) শুরুটা ভালো হলো না।’

আরও পড়ুন