ব্রিসবেন টেস্ট: জিততে আরও ১৫৬ রান চাই অস্ট্রেলিয়ার

ব্রিসবেন টেস্টে তৃতীয় দিন শেষে অপরাজিত স্মিথ ও গ্রিনএএফপি

ব্রিসবেনে দিবা–রাত্রির টেস্টে অস্ট্রেলিয়ার সামনে কি কঠিন লক্ষ্য ছুড়ে দিতে পেরেছে ওয়েস্ট ইন্ডিজ? উত্তর দেওয়াটা আসলে বেশ কঠিন। চতুর্থ ইনিংসে ওয়েস্ট ইন্ডিজের দেওয়া ২১৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে তৃতীয় দিন শেষে ২ উইকেটে ৬০ রান অস্ট্রেলিয়ার। সাদা চোখে দেখে মনে হচ্ছে, আপাতত অস্ট্রেলিয়াই কিছুটা এগিয়ে। তবে শঙ্কাও আছে।

আরও পড়ুন

কেন—সে প্রশ্নের উত্তরে একটি পরিসংখ্যান সামনে আনা যায়। অস্ট্রেলিয়ার মাটিতে দিবা–রাত্রির টেস্টে চতুর্থ ইনিংসে সর্বোচ্চ ১৮৭ রান তাড়া করে জয়ের রেকর্ড আছে। অ্যাডিলেডে সেই টেস্ট জিতেছিল অস্ট্রেলিয়াই, ২০১৫ সালে। এবার ব্রিসবেনে জিততে হলে নিজেদের সেই রেকর্ড ভাঙতে হবে অস্ট্রেলিয়াকে।

আবার এর আগে ঘরের মাঠে ১১টি দিবা–রাত্রির টেস্ট খেলে সব কটিই জিতেছে অস্ট্রেলিয়া। প্যাট কামিন্সের দল নিশ্চয়ই চাইবে এই ধারাবাহিকতা ধরে রাখতে।
জয়ের জন্য এখনো ১৫৬ রান চাই কামিন্সদের। ক্রিজে অপরাজিত স্টিভ স্মিথ (৩৩*) ও ক্যামেরন গ্রিন (৯*)। আজ ১৯ ওভার ব্যাট করতেই উসমান ও মারনাস লাবুশেনকে হারিয়েছে অস্ট্রেলিয়া। দুই অপরাজিত ব্যাটসম্যান স্মিথ এবং গ্রিনও খুব স্বস্তি নিয়ে ব্যাট করতে পারেননি। কে জানে আগামীকাল কী হয়!

স্টার্কের ইয়র্কারে পায়ে আঘাত পান শামার জোসেফ
এএফপি

ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় ইনিংসে রান যখন ১৯৩, মিচেল স্টার্কের ভয়ংকর ইনসুইঙ্গিং ইয়র্কার ব্যাটে পাননি শামার জোসেফ। বল পায়ের আঙুলে আঘাত হানায় চোট পান ক্যারিবিয়ান পেসার। স্টার্করা ভেবেছিলেন জোসেফ এলবিডব্লু, কিন্তু ডেলিভারিটি ‘নো’ ছিল। ১১তম ব্যাটসম্যান জোসেফ রক্তাক্ত বুড়ো আঙুল নিয়ে রিটায়ার্ড হার্ট হয়ে খোঁড়াতে খোঁড়াতে মাঠ ছাড়ার সঙ্গেই শেষ হয় ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় ইনিংস—৭২.৩ ওভারে ১৯৩।

অস্ট্রেলিয়ার জন্য সুখবর, কামিন্সদের দ্বিতীয় ইনিংসে জোসেফ বল করবেন না। ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফোর ম্যাচের লাইভ ধারাবিবরণীতে অস্ট্রেলিয়া ব্যাটিংয়ে নামার আগে এমনটাই জানানো হয়েছে। জোসেফকে আজ শেষ সেশনেও মাঠে দেখা যায়নি। অ্যাডিলেডে প্রথম টেস্টে অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসে ৫ উইকেট নিয়েছিলেন জোসেফ। তাঁকে বোলিংয়ে না দেখা গেলে অস্ট্রেলিয়ার জন্য লক্ষ্যটা আরেকটু সহজ হয়ে আসাই স্বাভাবিক।

আরও পড়ুন

১ উইকেটে ১৩ রানে তৃতীয় দিনটা শুরু করা ওয়েস্ট ইন্ডিজ আজ ব্যাট করেছে ৬৫ ওভার। কেউ অর্ধশতক পাননি। তিনে নামা কির্ক ম্যাকেঞ্জির ব্যাট থেকে এসেছে সর্বোচ্চ ৪১। সর্বোচ্চ ৫০ রানের জুটিটা অধিনায়ক ক্রেগ ব্রাফেট ও ম্যাকেঞ্জির মধ্যে। ৩টি করে উইকেট নিয়েছেন অস্ট্রেলিয়ার জস হ্যাজলউড ও নাথান লায়ন।

শেষ সেশনে আজ তিন পেসারকে দিয়ে বোলিং করিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। লায়ন আজ উইকেটে বাঁক পেলেও গোলাপি বলে বাউন্স এবং সুইং পেয়েছেন অস্ট্রেলিয়ার পেসাররা। কিন্তু ওয়েস্ট ইন্ডিজের পেসাররা সে অনুপাতে অতটা সুইং পাননি। বাউন্স পেয়েছেন। জাস্টিন গ্রিভসের অফ স্টাম্পের বাইরে করা এমনই এক উঠে আসা বলে তৃতীয় স্লিপে কেভিন সিনক্লেয়ারকে ক্যাচ দেন লাবুশেন। তার আগে নিজের আউটের জন্য কপাল চাপড়াতে পারেন খাজা। আলজারি জোসেফের নিরীহদর্শন লেগ স্টাম্পের বাইরে করা ডেলিভারি ব্যাটে খেলতে গিয়ে উইকেটকিপার জশুয়া দা সিলভাকে ক্যাচ দেন অস্ট্রেলিয়ান ওপেনার।

সংক্ষিপ্ত স্কোর:

ওয়েস্ট ইন্ডিজ ২য় ইনিংস: ৭২.৩ ওভারে ১৯৩ (ম্যাকেঞ্জি ৪১, অ্যাথানেজ ৩৫, গ্রিভস ৩৩, হজ ২৯, ব্রাফেট ১৬; হ্যাজলউড ৩/২৩, লায়ন ৩/৪২, গ্রিন ১/৩৭, স্টার্ক ১/৪৫)

অস্ট্রেলিয়া ২য় ইনিংস: ১৯ ওভারে ৬০ (স্মিথ ৩৩*, খাজা ১০, গ্রিন ৯*, লাবুশেন ৫ ; জোসেফ ১/১৯, গ্রিভস ১/২১)

—তৃতীয় দিন শেষে।

আরও পড়ুন