কন্যার ছবি প্রকাশ্যে আনলেন লোকেশ রাহুল, জানালেন নামও
মা–বাবা এবং ছোট্ট কন্যার একটি ছবি।
বাবা লোকেশ রাহুল সেই ছবিতে মেয়েকে কোলে নিয়ে আছেন, পাশে দাঁড়িয়ে মা আতিয়া শেঠি।
কন্যার মুখ দেখা যাচ্ছে না ছবিতে। সেটার দরকারও ছিল না। বাবা-মায়ের মুখে প্রকাশিত আবেগ আর ছবির ক্যাপশনেই যেন সবটা ফুটে উঠেছে: ‘আমাদের মেয়ে, আমাদের সবকিছু। ইভারাহ—ঈশ্বরের উপহার।’
প্রথমবারের মতো কন্যার ছবি প্রকাশের জন্য লোকেশ রাহুল যে দিনটা বেছে নিয়েছেন, সেটাও বিশেষ। ১৮ এপ্রিল, তাঁর নিজের জন্মদিন। নিজের সেই ৩৩তম জন্মদিনে ভারতের উইকেটকিপার-ব্যাটসম্যান জানালেন তাঁদের কন্যার নাম, যার জন্ম হয়েছিল গত ২৪ মার্চ।
রাহুল আর আতিয়ার সম্পর্কের শুরু ২০১৯ সালে। আতিয়া বিখ্যাত বলিউড অভিনেতা সুনীল শেঠির কন্যা। কয়েক বছরের প্রেমের পর ২০২৩ সালের জানুয়ারিতে খান্ডালায় সুনীল শেঠির ফার্ম হাউসে খুবই ঘরোয়া এক আয়োজনে বিয়ে করেন তাঁরা। গত বছরের নভেম্বরে জানা গিয়েছিল মা–বাবা হতে যাচ্ছেন লোকেশ রাহুল-আতিয়া শেঠি দম্পতি। খবরটা নিশ্চিত করেছিলেন স্বয়ং রাহুলের শ্বশুর সুনীল শেঠি।
গত মার্চে শুরু হয়েছে এ মৌসুমের আইপিএল। রাহুলের দল দিল্লি ক্যাপিটালসের প্রথম ম্যাচ ছিল ২৪ মার্চ। সন্তান জন্মদানের সময় স্ত্রী আতিয়ার পাশে থাকতে সেই ম্যাচে খেলা হয়নি রাহুলের। ম্যাচের আগে রাতে দিল্লির এই উইকেটকিপার-ব্যাটসম্যান উড়ে যান মুম্বাইয়ে। ততক্ষণে নিশ্চিত হয়ে যায় যেকোনো সময় সন্তান প্রসব করতে পারেন স্ত্রী আতিয়া। দিল্লি যখন লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের বিপক্ষে ম্যাচ খেলার প্রস্তুতি নিচ্ছিল, তখন রাহুল হাসপাতালে স্ত্রীর পাশে। সেদিনই ‘ঈশ্বরের উপহার’ হয়ে তাঁদের জীবনে আসে ইভারাহ।
দিল্লির হয়ে এই মৌসুমে এখন পর্যন্ত পাঁচ ম্যাচ খেলে রাহুল ৫৯.৫০ গড়ে করেছেন ২৩৮ রান। স্ট্রাইক রেট ১৫৪.৫৪। দিল্লির ব্যাটসম্যানদের মধ্যে এখন পর্যন্ত সবচেয়ে সফল তিনিই। ছয় ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে দিল্লিই এখন পয়েন্ট তালিকার শীর্ষে।