অবসর নেওয়ার দুই মাস পরই ফেরার ইঙ্গিত পাকিস্তানি অলরাউন্ডারের

ফেরার ইঙ্গিত ইমাদেরইনস্টাগ্রাম/ইমাদ ওয়াসিম

গত নভেম্বরে হঠাৎ করেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলেছিলেন ইমাদ ওয়াসিম। পাকিস্তানের ভবিষ্যৎ পরিকল্পনায় আছেন, ক্রিকেট পরিচালক মোহাম্মদ হাফিজের কাছ থেকে এমন নিশ্চয়তা পাওয়ার পরও তিনি অবসর নিয়েছিলেন। তবে দুই মাস যেতে না যেতে সেই ইমাদের কথায়ই ভিন্ন সুর। পাকিস্তানের একটি নিউজ পোর্টালে দেওয়া সাক্ষাৎকারে আবার আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার ইঙ্গিত দিয়েছেন এই অলরাউন্ডার।

তিনি বলেন, ‘আমি শতভাগ নিশ্চিত হয়েই সিদ্ধান্ত নিয়েছিলাম। দিন শেষে এটা আমারই সিদ্ধান্ত। কিন্তু আপনি কখনো জানেন না, পাকিস্তানের কখন আপনাকে প্রয়োজন হবে।’

আরও পড়ুন

পাকিস্তানের এই স্পিন বোলিং অলরাউন্ডার ফেরার একটি শর্তও দিয়েছেন, ‘আমি আমার ভূমিকা সম্পর্কে স্পষ্ট ধারণা চাই। এটা আমাকে দায়িত্ব দেওয়ার বিষয়, একজন অধিনায়ক হিসেবেই নয়, সিনিয়র খেলোয়াড় হিসেবেও। দলকে আমি যেখানে নিয়ে যেতে চাই, সেখানে নেওয়ার দায়িত্ব দেওয়া হোক, সিনিয়র খেলোয়াড়েরা দলকে কোথায় নিয়ে যেতে চায়। পাকিস্তান সঠিক ক্রিকেট খেলুক, এটাই আমি চাই, ঠিক সমন্বয় আর ঠিক কৌশলে খেলুক।’

পাকিস্তানের হয়ে ১২১টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন ইমাদ
ইনস্টাগ্রাম/ইমাদ ওয়াসিম

ইমাদ এরপর যোগ করেন, ‘অবসর নেওয়া দোষের কিছু নয়। মানসিকভাবে পুরোপুরি না থাকাটাও দোষের কিছু নয়। আমি সব জায়গায় ক্রিকেট খেলে যাচ্ছি। অবসরের আগেও খেলতাম। আশা করছি, সামনে ভালো কিছু হবে।’

কেন অবসর নিয়েছিলেন সেই ব্যাখ্যায় গত নভেম্বরে ইমাদ বলেছিলেন, ‘মানসিক দিক থেকে আমি সঠিক অবস্থায় ছিলাম না। যদি থাকতাম, আমি এমন সিদ্ধান্ত নিতাম না।’ সেই সময় ইমাদকে অনুষ্ঠানের সঞ্চালক প্রশ্ন করেন, সিদ্ধান্ত বদলে আবার তিনি পাকিস্তানের হয়ে খেলতে পারেন কি না? এ প্রশ্নে ইমাদ বলেন, ‘এটা জীবন, আর জীবনে সবকিছুই হতে পারে। তবে আমি কখনো ফিরব না, এটা ভেবেই অবসরের সিদ্ধান্ত নিয়েছি। এটা অনেক বড় পদক্ষেপ। আমি নিশ্চিত নই, জীবন আমার জন্য কী রেখেছে।’

বর্তমানে ইমাদ খেলছেন আইএল টি-টোয়েন্টি লিগে। আবুধাবি নাইট রাইডার্সের হয়ে চলতি মৌসুমে ৬ ম্যাচে উইকেট নিয়েছেন ৫টি। ২০১৫ সালে অভিষেক হওয়া ইমাদ ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলিয়ে পাকিস্তানের হয়ে ১২১টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। ৫৫ ওয়ানডের ক্যারিয়ারে তাঁর উইকেট ৪৪টি, পাশাপাশি ৪২.৮৬ গড়ে ৯৮৬ রানও আছে তাঁর। ৬৬টি টি-টোয়েন্টি খেলে ৬৫টি উইকেট নেওয়ার সঙ্গে করেছেন ৪৮৬ রান।

আরও পড়ুন