এশিয়া কাপের ফাইনালের আগে ভারত দলে সুন্দর

ভারতের স্কোয়াডে যোগ হচ্ছেন স্পিন বোলিং অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দরছবি: টুইটার

এশিয়া কাপ ফাইনালের আগে ভারতীয় স্কোয়াডে যোগ হচ্ছেন স্পিন বোলিং অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দর। বাংলাদেশের বিপক্ষে সুপার ফোরের ম্যাচে চোট পাওয়া অক্ষর প্যাটেল যদি ফাইনালে খেলতে না পারেন, সেই সতর্কতা হিসেবে সুন্দরকে দলে নেওয়া হয়েছে।

গতকাল বাংলাদেশের বিপক্ষে ৩৪ বলে ৪২ রানের ইনিংস খেলেন অক্ষর। এই ইনিংস খেলার পথে কয়েকবার আঘাত পান এই বাঁহাতি অলরাউন্ডার। আঘাত পাওয়ার পরও ব্যাটিং চালিয়ে যান অক্ষর।

আরও পড়ুন

গতকাল ব্যাটিংয়ের সময় ডাইভ দিয়ে কবজিতে ব্যথা পাওয়ার পর বাউন্ডারি থেকে তাওহিদ হৃদয়ের লম্বা থ্রো এসে লাগে অক্ষরের হাতে। ইএসপিএন ক্রিকইনফো জানিয়েছে, তাঁর হাতে কোনো চিড় না ধরলেও বিশ্বকাপের আগে অক্ষরকে নিয়ে বাড়তি সতর্ক থাকছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট। এ ছাড়া হ্যামস্ট্রিং চোটের অভিযোগও করেছিলেন অক্ষর। এই কারণেই তাঁকে ঘিরে এই বাড়তি সতর্কতা। বর্তমানে তাঁকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।

গতকাল বাংলাদেশের বিপক্ষে ৩৪ বলে ৪২ রানের ইনিংস খেলেন অক্ষর
ছবি: এএফপি

অফ স্পিনিং অলরাউন্ডার সুন্দর সর্বশেষ ভারতের হয়ে খেলেছেন গত আগস্টে, আয়ারল্যান্ড সিরিজে। তবে ওয়ানডেতে সুন্দর সর্বশেষ খেলেছেন চলতি বছরের জানুয়ারিতে, নিউজিল্যান্ডের বিপক্ষে।

এশিয়ান গেমসের ভারতের স্কোয়াডে থাকায় ন্যাশনাল ক্রিকেট একাডেমির কন্ডিশনিং ক্যাম্পে যোগ দেওয়ার কথা ছিল তাঁর। ধারণা করা হচ্ছে, এশিয়া কাপ শেষে সেই কন্ডিশনিং ক্যাম্পে যোগ দেবেন তিনি। যদি অক্ষর ২২ তারিখ শুরু হতে যাওয়া অস্ট্রেলিয়া সিরিজে খেলার জন্য ফিট থাকেন, তাহলেই এশিয়ান গেমসের স্কোয়াডে যোগ দেবেন সুন্দর।

ভারতের হয়ে ১৬ ওয়ানডে খেলা সুন্দর ২৯.১২ গড়ে রান করেছেন ২৩৩ , উইকেট নিয়েছেন ১৬টি। ওয়ানডে বিশ্বকাপে জায়গা পাওয়ার দৌড়েও ছিলেন সুন্দর। তবে টিম ম্যানেজমেন্ট শেষ পর্যন্ত অতিরিক্ত একজন ব্যাটসম্যানের দিকে ঝুঁকেছে। তাই বিশ্বকাপ দলে জায়গা পেয়েছেন সূর্যকুমার যাদব।

আরও পড়ুন