‘নামটা মনে রেখো’ জানিয়ে দিল নামিবিয়া

জয়ের পর নামিবিয়ার খেলোয়াড়দের উদ্‌যাপনছবি: এএফপি

সবাই এমন শুরুই চেয়েছিলেন, শ্রীলঙ্কানরা বাদে। তাদের দুঃখটাও বুঝতে হবে। সর্বশেষ এশিয়া কাপের চ্যাম্পিয়নদের খেলতে হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম পর্বে।

ক্রিকেটের কুলীন গোত্রভুক্ত এই দেশ আজ নামিবিয়ার মুখোমুখি হওয়ার আগে অনেকেই হয়তো দাসুন শানাকার দলের এমন কপাল নিয়ে দুঃখই করেছেন। নামিবিয়াকে কেউ আমলেই নেননি হয়তো। কিন্তু ম্যাচ এগিয়ে চলার সঙ্গে কী দেখা গেল? ক্রিকেট-মানচিত্রে নামিবিয়ার নামটা পোক্ত হলো!

আরও পড়ুন

বিশ্বকাপজয়ী শ্রীলঙ্কাকে আজ টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথম ম্যাচে ৫৫ রানে হারিয়ে অবিস্মরণীয় ফল উপহার দিয়েছে আইসিসির সহযোগী সদস্য দল নামিবিয়া। গত টি-টোয়েন্টি বিশ্বকাপেই সুপার টুয়েলভে উঠে এসে নিজেদের আগমনী বার্তা ঘোষণা করেছিল নামিবিয়া। গেরহার্ড এরাসমাস-ডেভিড ভিসারা এবার প্রথম ম্যাচেই অনুচ্চারে যেন বলে দিলেন, ভুলে যেয়ো না, নামটা নামিবিয়া!

ভারতের কিংবদন্তি শচীন টেন্ডুলকার টুইটে ঠিক এই কথাই বুঝিয়েছেন। নামিবিয়ার দুর্দান্ত জয়ের পর ইংরেজি ও হিন্দিমিশ্রিত ভাষায় টুইট করেন টেন্ডুলকার, বাংলায় যার অর্থ দাঁড়ায়, ‘নামটা মনে রেখো, ক্রিকেট–বিশ্বকে আজ বলে দিল নামিবিয়া!’

ওয়েস্ট ইন্ডিজের সাবেক পেসার এবং ধারাভাষ্যকার ইয়ান বিশপের টুইট, ‘আইসিসি ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপে দুর্দান্ত শুরু, গেরহার্ড এরাসমাসের নামিবিয়ার উঠে আসার এ পথ পর্যন্ত সবচেয়ে বড় অর্জন। দুর্দান্ত।’ পাকিস্তানের সাবেক ওপেনার ইমরান নাজিরও টুইট করেন। ছোট দলের কাছে বড় দলের হারকে ক্রিকেটের সৌন্দর্য বুঝিয়ে তাঁর টুইট, ‘নামিবিয়া—এটাই ক্রিকেটের সৌন্দর্য। এশিয়ান চ্যাম্পিয়নদের বড় ব্যবধানে হারিয়েছে।’

আরও পড়ুন

জিম্বাবুয়ের তারকা সিকান্দার রাজা টুইটে নামিবিয়াকে অভিনন্দন জানিয়েছেন এভাবে, ‘প্রতিবেশী এবং আমাদের আফ্রিকান ভাইয়েরা দুর্দান্ত খেলেছ।’ তবে অস্ট্রেলিয়ান বংশোদ্ভূত নেদারল্যান্ডসের সাবেক ব্যাটসম্যান বেন কুপারের টুইটটি গুরুত্বপূর্ণ, ‘কী দুর্দান্ত পারফরম্যান্স নামিবিয়ার! “সহযোগী” এবং পূর্ণ সদস্যদেশগুলোর মধ্যে যে এখন আর পার্থক্য নেই, তা বুঝিয়ে দিয়েছে।’

নামিবিয়ার অধিনায়ক এরাসমাস আজ শ্রীলঙ্কার বিপক্ষে স্মরণীয় জয় তুলে নিয়েই সন্তুষ্ট থাকতে চান না। ক্রিকেট-মানচিত্রে নামিবিয়ার ভিতটা আরও পাকা করার ইচ্ছা থেকেই টেন্ডুলকারের টুইটটি রি-টুইট করে এরাসমাস লিখেছেন, ‘নামটা মনে রেখো!’