‘ভারতের মানুষ আবেগপ্রবণ’—যে কারণে রোহিতকে সরিয়ে দিয়েছে মুম্বাই

মুম্বাই ইন্ডিয়ানসের কোচ মার্ক বাউচারের সঙ্গে রোহিত শর্মাবিসিসিআই

চাপ কমাতেই মুম্বাই ইন্ডিয়ানসের অধিনায়কত্ব থেকে রোহিত শর্মাকে সরিয়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন দলটির প্রধান কোচ মার্ক বাউচার। আইপিএল দলটির কোচ বলেছেন, ভারতের মানুষ আবেগপ্রবণ। তবে সেটি সরিয়ে রেখে ক্রিকেটীয় কারণেই রোহিতকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে।

২০১৩ সাল থেকে মুম্বাইয়ের অধিনায়কত্ব করে আসছিলেন রোহিত। তবে সামনের মৌসুম থেকে আর এ দায়িত্বে দেখা যাবে না তাঁকে। মাঝে মুম্বাই ছেড়ে গুজরাট টাইটানসে যোগ দেওয়া হার্দিক পান্ডিয়াকে ফিরিয়ে তাঁকে অধিনায়কত্ব দিয়েছে আইপিএলের ইতিহাসে যৌথভাবে সবচেয়ে সফল ফ্র্যাঞ্চাইজিটি।

তবে রোহিতকে সরিয়ে দেওয়ার ব্যাপারটি ভক্তরা ভালোভাবে নেননি মোটেও। পান্ডিয়াকে দায়িত্ব দেওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে এক দিনের ব্যবধানেই প্রায় আট লাখ অনুসারী হারায় ফ্র্যাঞ্চাইজিটি

আরও পড়ুন

‘ব্যান্টার উইথ দ্য বয়েজ’ নামের এক পডকাস্টে বাউচার বলছেন, তাদের এমন সিদ্ধান্তের পেছনের কারণটি ক্রিকেটীয়, ‘ভারতের লোক বেশ আবেগপ্রবণ, তবে আপনাকে এখান থেকে আবেগ সরিয়ে রাখতে হবে। যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সেটি ক্রিকেটীয়। আমার মনে হয়, এর মাধ্যমে রোহিতের সেরাটিই বের হয়ে আসবে—ব্যক্তি হিসেবে, খেলোয়াড় হিসেবে। তাকে মাঠে উপভোগ ও রান করার সুযোগ করে দেওয়া যাবে।’

গত দুই মৌসুমে ব্যাটিংয়ে সুবিধা করতে পারেননি রোহিত
আইপিএল

আইপিএলের গত দুই মৌসুম রোহিতের জন্য ভালো কাটেনি মোটেও। দুই মৌসুম মিলিয়ে ২০ গড় ও ১২৬.৮৪ স্ট্রাইক রেটে ৬০০ রান করেন তিনি। ২০২০ সালের পর কোনো শিরোপাও জেতেনি মুম্বাই। ২০২১ ও ২০২২ সালে প্লে–অফে উঠতেই ব্যর্থ হয় তারা। গত মৌসুমে প্লে–অফে উঠলেও দ্বিতীয় কোয়ালিফায়ারে পান্ডিয়ার গুজরাটের কাছেই হেরে ফাইনালে উঠতে ব্যর্থ হয় তারা।

অধিনায়ক রোহিতের প্রশংসাই করেছেন বাউচার, ‘শেষ দুটি মৌসুম ব্যাটিংয়ে রোহিতের খুব ভালো যায়নি, তবে অধিনায়ক হিসেবে ভালো করেছে। রোহিত, যে কিনা দারুণ একজন মানুষ, তার যে ব্যাপারটি খেয়াল করেছি—সে অনেক দিন ধরে অধিনায়কত্ব করছে, মুম্বাই ইন্ডিয়ানস এবং ভারতের হয়ে ভালোও করেছে। তবে সে যে জায়গাতেই যায়, শুধু ক্যামেরা। অনেক ব্যস্ত থাকে। মুম্বাই ইন্ডিয়ানসের সঙ্গে কথা বলে আমাদের মনে হয়েছে, তার শেষের বছরগুলোতে পা দেওয়ার আগে এটি একটি সুযোগ (চাপ কমানোর)।’

এরপর বাউচার বলেন, ‘আমরা এখনো খেলোয়াড় হিসেবে তাকে চাই। কারণ, আমাদের বিশ্বাস, তার এখনো বড় কিছু দেওয়ার আছে। অধিনায়ক হিসেবে যে শোরগোল থাকে, সেটির বাইরে সে উপভোগ করতে পারবে না। সে এখনো ভারতকে নেতৃত্ব দেবে, ওই শোরগোল থাকবেই। তবে আইপিএলে সেই বাড়তি চাপটি সরিয়ে নিলে হয়ত আমরা সেরা রোহিতকে দেখতে পাব।’

রোহিতকে সরিয়ে পান্ডিয়াকে দায়িত্ব দিয়েছে মুম্বাই
আইপিএল

গত টি-টোয়েন্টি বিশ্বকাপের পর প্রায় এক বছর আন্তর্জাতিক পর্যায়ে এ সংস্করণ থেকে অনুপস্থিত ছিলেন রোহিত। তাঁর জায়গায় বেশির ভাগ ম্যাচে ভারতকে নেতৃত্ব দেন পান্ডিয়াই। আগামী জুনে হতে যাওয়া পরের বিশ্বকাপের আগেও রোহিতের এ সংস্করণের ভবিষ্যৎ নিয়ে গুঞ্জন উঠেছিল। তবে রোহিত ও বিরাট কোহলি—দুজনই সম্প্রতি ভারতের টি-টোয়েন্টি দলে ফিরেছেন

আরও পড়ুন

পান্ডিয়া মুম্বাইয়ে ফেরেন গত নভেম্বরে, ট্রান্সফার উইন্ডোতে। গত ডিসেম্বরে হয়ে যাওয়া নিলামের আগেই তাঁকে অধিনায়ক করার ঘোষণা দেয় মুম্বাই। নতুন দল গুজরাটকে ২০২২ সালে চ্যাম্পিয়ন করেন পান্ডিয়া, তাঁর নেতৃত্বে পরের মৌসুমে রানার্সআপও হয় তারা।

বাউচার ভরসা রাখতে চান পান্ডিয়ার নেতৃত্বে, ‘আমরা হার্দিককে খেলোয়াড় হিসেবে ফেরানোর একটা সুযোগ দেখেছি। সে–ও মুম্বাই ইন্ডিয়ানসেরই ছেলে। আরেকটি ফ্র্যাঞ্চাইজিতে গিয়েছিল। প্রথম বছর অধিনায়ক হিসেবে জিতেছে, দ্বিতীয় বছর রানার্সআপ হয়ে ফিরেছে। অবশ্যই তার নেতৃত্বের অনেক গুণও আছে।’