রাতের বৈঠকে সমঝোতা, শুক্রবার থেকেই আবার বিপিএল

মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে শুক্রবার ফিরছে বিপিএলশামসুল হক

শুক্রবার থেকেই আবার শুরু হচ্ছে বিপিএল। বিসিবি পরিচালক এম নাজমুল ইসলামের বিতর্কিত মন্তব্যের কারণে তাঁর পদত্যাগের দাবিতে বৃহস্পতিবার বিপিএলের দুটি ম্যাচই বয়কট করেন ক্রিকেটাররা। এই দুটি ম্যাচ শুক্রবার অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্যসচিব ইফতেখার রহমান।

গুলশানের নাভানা টাওয়ারে বিসিবি কার্যালয়ে কোয়াবের সভাপতি মোহাম্মদ মিঠুনকে সঙ্গে নিয়ে সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন তিনি। একই সংবাদ সম্মেলনে আজ খেলা না হওয়ায় দর্শকদের অসুবিধার জন্য তাদের কাছে ক্ষমা চেয়েছেন কোয়াবের সভাপতি মোহাম্মদ মিঠুন।

এর আগে রাত আটটার দিকে বিপিএলের ফ্র্যাঞ্চাইজিগুলোর প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসেন বিসিবি কর্মকর্তারা। পরে রাত সাড়ে দশটার দিকে নাভানা টাওয়ারে যান ক্রিকেটাররাও। তাদের সঙ্গে বৈঠকের পরই বিপিএল শুরুর ঘোষণা দেওয়া হলো।

বৃহস্পতিবার দুপুরে নোয়াখালী এক্সপ্রেসের বিপক্ষে চট্টগ্রাম রয়্যালস এবং সন্ধ্যায় রাজশাহী ওয়ারিয়র্স-সিলেট টাইটানসের ম্যাচ হওয়ার কথা ছিল। ম্যাচ দুটি শুক্রবার দুপুর দুইটা ও সন্ধ্যা সাতটায় অনুষ্ঠিত হবে। শুক্রবারে পূর্ব নির্ধারিত ম্যাচগুলো হবে শনিবার। শনিবারের ম্যাচগুলো হবে ১৮ জানুয়ারি। আজকের টিকিট কাটা দর্শকরা চাইলে গোবিসিবিটিকেট ওয়েবসাইট (https://www.gobcbticket.com.bd/en) থেকে নিজেদের টিকিটের টাকা ফেরত নিতে পারবেন।

এ ছাড়া এলিমিনেটর ও কোয়ালিফায়ার-১ আগামী ১৯ জানুয়ারি হওয়ার কথা থাকলেও তা ২০ জানুয়ারি নেওয়া হয়েছে। দ্বিতীয় কোয়ালিফায়ার ও ফাইনালের সূচি আগের মতোই রাখা হয়েছে।

বলা হয়, শূন্য মাঠের চেয়ে বিষণ্ন কিছু আর হয় না। খেলোয়াড়বিহীন মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামকে বৃহস্পতিবার তেমনই বিষণ্ন মনে হচ্ছিল
শামসুল হক

ভারতে বাংলাদেশ বিশ্বকাপ খেলতে না গেলে ক্রিকেটাররা ক্ষতিপূরণ পাবেন কি না, এ নিয়ে বিতর্কিত এক মন্তব্য করেন বিসিবির অর্থ বিভাগের প্রধান নাজমুল। পরিচালক হিসেবে তাঁর পদত্যাগের জন্য বৃহস্পতিবার দুপুর পর্যন্ত সময় বেঁধে দিলেও তিনি তা করেননি।

বিকেলে বিসিবি তাঁকে অর্থ কমিটির প্রধানের দায়িত্ব থেকে সরিয়ে দেয়। পরে ক্রিকেটারদের সংগঠন কোয়াব সংবাদ বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তকে স্বাগত জানায়। তবে সংগঠনটি জানায়, নাজমুলকে তাঁর মন্তব্যের জন্য প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। বিসিবি সেই দাবি মানতে রাজি হয়নি।

তবে দাবি মানার আগেই খেলায় ফেরার ঘোষণা দিয়ে কোয়াবের সভাপতি মিঠুন বলেন, ‘ক্রিকেটের ইন্টারেস্টে আমরা কালকে থেকে আবার মাঠে খেলা শুরু করছি এবং ক্রিকেট বোর্ডের সঙ্গে আমাদের ভালো আলোচনা হয়েছে। ওনারা ও আমরা কথোপকথনের মাধ্যমে একটা জায়গায় গিয়ে পৌঁছাতে পেরেছি, যেটাতে কোয়াবের যে মেম্বার এবং খেলোয়াড়দের পক্ষ থেকে যারা এসেছিল সবাই সেটা গ্রহণ করেছে।’

আরও পড়ুন

সংবাদ সম্মেলনে বিসিবি পরিচালক ইফতেখার রহমান জানান, চেষ্টা করেও নাজমুলের সঙ্গে এখন যোগাযোগ করা যাচ্ছে না। তবে আজ সকালেই দেওয়া কারণ দর্শানোর নোটিশের জবাব আগামী ৪৮ ঘণ্টার মধ্যেই তাঁকে দিতে হবে। এরপর তাঁর বিরুদ্ধে শৃঙ্খলাজনিত ওই প্রক্রিয়া চলতেই থাকবে।

এ নিয়ে কোয়াব সভাপতি মোহাম্মদ মিঠুন বলেছেন, ‘এখন ওনাকে যেহেতু রিচ করা যাচ্ছে না, ওনারা আমাদেরকে কথা দিয়েছেন, যত দ্রুত সম্ভব রিচ করে আমাদের যেই দাবি, সেটা ওনারা যত তাড়াতাড়ি সম্ভব পূরণ করবেন। আমাদের চাওয়া ওনারা ওনাদের প্রসিডিউর অনুযায়ী দ্রুত সমাধান করবেন।’

দুপুরে কোয়াবের সংবাদ সম্মেলনে খেলা বয়কট করার পেছনে আরও চারটি কারণের কথা উল্লেখ করেন ক্রিকেটাররা। এর মধ্যে ঢাকার ক্রিকেটের চলমান সংকট নিরসন, নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগ এবং সুযোগ-সুবিধা বৃদ্ধি ও ক্রিকেটারদের ফিক্সিংয়ের অভিযোগে অঘোষিত নিষেধাজ্ঞা দেওয়া— এসব বিষয়েও দ্রুতই উদ্যোগ নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে ক্রিকেটারদের।

আরও পড়ুন