ডিনারের কথা দিয়ে এখনো কথা রাখেননি রোহিত

জাকের আলীর ক্যাচ স্লিপে ধরতে পারেননি রোহিতভিডিও থেকে নেওয়া

সতীর্থ অক্ষর প্যাটেলকে একটি প্রতিশ্রুতি দিয়েছিলেন রোহিত শর্মা। কিন্তু চার দিন হতে চললেও রোহিত সেই প্রতিশ্রুতি পূরণ করেননি বলে জানিয়েছেন অক্ষর।

প্রতিশ্রুতির গল্পটা আগে বলা যাক। চ্যাম্পিয়নস ট্রফিতে গত শুক্রবার বাংলাদেশের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচ খেলতে নেমেছিল ভারত। ৬ উইকেটে জয়ের ম্যাচে স্লিপে অক্ষরের বলে ক্যাচ ছাড়েন ভারতের অধিনায়ক রোহিত। সেটাও যেনতেন ক্যাচ নয়, জাকের আলীর ব্যাট ছুঁয়ে যাওয়া বলটি রোহিত মুঠোবন্দী করতে পারলে হ্যাটট্রিক হয়ে যেত অক্ষরের!

আরও পড়ুন

কিন্তু সহজ ক্যাচটি রোহিতের হাত ফসকে পড়ে যায়। হতাশায় তখন মাটিতে কয়েকবার আঘাতও করেন রোহিত। অক্ষরের হতাশাও রোহিতের না বোঝার কথা নয়। অনেক বোলার গোটা ক্যারিয়ারেই কখনো হ্যাটট্রিকের সুযোগ পান না, সেখানে ওভাবে ক্যাচ ছেড়ে অক্ষরকে হ্যাটট্রিকবঞ্চিত করায় তাঁর জন্য রোহিতের খারাপ লাগাও স্বাভাবিক।

রোহিত শর্মা ও অক্ষর প্যাটেল
আইসিসি

ভারতের জয়ের পর পুরস্কার বিতরণীতে রোহিত তাই বলেছিলেন, ‘আমি তাকে (অক্ষর প্যাটেল) আগামীকাল (শনিবার) ডিনার করাব।’ কিন্তু সেই আগামীকাল পেরিয়ে মধ্যে আরও প্রায় তিন দিন চলে গেলেও এখনো কথা রাখেননি রোহিত।

অক্ষর এ নিয়েই মজা করেছেন আইসিসির সঙ্গে আলাপচারিতায়, ‘আমাদের ছয় দিনের বিরতি আছে এবং পরের পর্বেও (সেমিফাইনাল) উঠেছি। তাই আমার মনে হয়, তার কাছে ডিনারে নিয়ে যাওয়ার দাবিটা তোলার সুযোগ এখন পাব।’

আরও পড়ুন

‘এ’ গ্রুপে নিজেদের প্রথম দুই ম্যাচই জিতে চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনাল নিশ্চিত করেছে ভারত ও নিউজিল্যান্ড। বাংলাদেশের পাশাপাশি গত রোববার পাকিস্তানকেও ৬ উইকেটে হারায় রোহিতের দল। আগামী রোববার গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে ভারত।

সর্বশেষ পাকিস্তান ম্যাচ থেকে হিসাব করলে পরবর্তী ম্যাচ খেলার আগে ছয় দিনের বিরতি পাচ্ছে ভারত। অক্ষর রোহিতের কাছ থেকে ডিনার আদায় করতে বিরতির এই সুযোগটাই কাজে লাগাতে চান।