যা করার অধিনায়ক নাজমুল একাই করলেন

৭৬ রান করেছেন নাজমুল হোসেনপ্রথম আলো

ম্যাচ নয়, আজ আগ্রহের কেন্দ্রবিন্দুতে ছিল বাংলাদেশের বিশ্বকাপ দল ঘোষণা। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে বাংলাদেশ-নিউজিল্যান্ড তৃতীয় ওয়ানডেটা ঢাকা পড়ে গেছে দল ঘোষণার সেই ডামাডোলে। বিশ্বকাপের আগে নিজেদের শেষ ম্যাচে আজ ব্যাটিংটাও ভালো হলো না বাংলাদেশের। আগের ম্যাচে ১৬৮ রান করা বাংলাদেশ আজ অলআউট হয়েছে ১৭১ রানে, খেলতে পেরেছে মাত্র ৩৪.৩ ওভার।

বাংলাদেশের ইনিংসে রান যা করার একাই করেছেন ভারপ্রাপ্ত অধিনায়ক নাজমুল হোসেন। ওয়ানডেতে অধিনায়কত্বের অভিষেকে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রানের ইনিংস খেলা নাজমুল শেষ পর্যন্ত ফিরেছেন ৭৬ রানে। ওয়ানডেতে দুর্দান্ত ফর্মে থাকা বাঁহাতি ব্যাটসম্যানের ৮৪ বলের ইনিংসটি সাজানো ১০টি চারে।

দ্বিতীয় ওভারে উইকেটে আসা নাজমুল ফিরেছেন ৩২তম ওভারে সপ্তম ব্যাটসম্যান হিসেবে দলকে ১৬৮ রানে রেখে। অফ স্পিনার কোল ম্যাকনকিকে রিভার্স সুইপ করতে গিয়ে এলবিডব্লু হয়েছেন তিনে নামা নাজমুল। এরপর তাঁর দল টিকেছে আর মাত্র ৩.১ ওভার, যোগ করেছে মাত্র ৩ রান।

বাংলাদেশের চতুর্থ ব্যাটসম্যান হিসেবে ওয়ানডেতে ৫ হাজার রানের মাইলফলক ছুঁয়েছেন মাহমুদউল্লাহ
প্রথম আলো

নাজমুল যখন উইকেটে এলেন বাংলাদেশের রান ৬। ট্রেন্ট বোল্টের বলে অফ স্টাম্পের বাইরের বলে খোঁচা মেরে স্লিপে ফিন অ্যালেনের ক্যাচ হয়েছেন তানজিদ হাসান। বাংলাদেশের মাটিতে ওয়ানডেতে কিউই পেসারের এটিই প্রথম উইকেট।

নাজমুলকে দর্শক বানিয়ে পরের ওভারেই ফিরে যান ওয়ানডে অভিষিক্ত জাকির হাসান। গত ডিসেম্বরে ভারতের বিপক্ষে টেস্ট অভিষেকে সেঞ্চুরি পাওয়া জাকির ওয়ানডে অভিষেকে করতে পেরেছেন মাত্র ১ রান। নিউজিল্যান্ড পেসার অ্যাডাম মিলনের ফুল টস বলে গতির কাছে হার মেনে বোল্ড হয়েছেন জাকির।

দলকে ৩৫ রানে রেখে এরপর ফিরে যান তাওহিদ হৃদয়। ১৭ বলে ১৮ রান করা হৃদয় মিলনের দ্বিতীয় শিকার হয়েছেন পয়েন্ট সহজ ক্যাচ তুলে।

৪ উইকেট নিয়েছেন নিউজিল্যান্ড পেসার অ্যাডাম মিলনে
প্রথম আলো

বাংলাদেশের ইনিংসের সবচেয়ে বড় জুটিটা হয়েছে এরপরই। সাবেক অধিনায়ক মুশফিকুর রহিমের সঙ্গে ৫৩ রান যোগ করেন নাজমুল। ইশ সোধি ও লকি ফার্গুসনকে দুটি ছক্কা মারা মুশফিক ফিরেছেন দুর্ভাগ্যজনকভাবে বোল্ড হয়ে। ফার্গুসনের বাড়তি বাউন্সারের বলটি ঠেকালেও বলটি মাটিতে পড়ে দিক বদলে আবার চলে যায় স্টাম্পের দিকে। পা দিয়ে বল সরাতে গিয়েও ব্যর্থ হয়েছেন ২৫ বলে ১৮ রান করা মুশফিক।

মুশফিকের বিদায়ের পর মাহমুদউল্লাহ যখন সঙ্গ দিচ্ছিলেন নাজমুলকে বোঝা যায়নি ১৭১ রানেই থামবে বাংলাদেশ। দুজনের পঞ্চম উইকেটে আসে ৪৯ রান। মিলনের তৃতীয় শিকার হয়ে উইকেটকিপারকে ক্যাচ দেওয়ার আগে ২৭ বলে ২১ রান করেছেন প্রথম রানটি করেই চতুর্থ বাংলাদেশি হিসেবে ওয়ানডেতে ৫ হাজার রানের মাইলফলক ছোঁয়া মাহমুদউল্লাহ।

পরের গল্পটা শুধুই আসা যাওয়ার।

আরও পড়ুন