ভারতের এজবাস্টন-দুঃস্বপ্ন কি তাহলে কাটতে চলেছে

৬ উইকেট পেয়েছেন মোহাম্মদ সিরাজএএফপি

এজবাস্টন যেন ভারতের জন্য দুঃস্বপ্নের এক নাম! এই মাঠে কখনোই কোনো টেস্ট জিততে পারেনি দলটি। মনসুর আলী খান পতৌদি থেকে এস ভেঙ্কটরাঘবন, কপিল দেব থেকে মোহাম্মদ আজহারউদ্দিন, মহেন্দ্র সিং ধোনি থেকে বিরাট কোহলি-কেউই পারেননি। হালের সেরা ফাস্ট বোলার যশপ্রীত বুমরাকেও ফিরতে হয়েছে শূন্য হাতে।

এজবাস্টনে এবার ভারত দলকে নেতৃত্ব দিচ্ছেন শুবমান গিল। তাঁর নেতৃত্বে এবার এজবাস্টনে সিরিজের দ্বিতীয় টেস্টের তৃতীয় দিন শেষে ভালো অবস্থানেই আছে ভারত। প্রথম ইনিংসে ১৮০ রানে এগিয়ে থেকে আজ দ্বিতীয় ইনিংস খেলতে নেমেছে ভারত। তৃতীয় দিনের খেলা তারা শেষ করেছে ১ উইকেটে ৬৪ রান নিয়ে। ইংল্যান্ডের চেয়ে এগিয়ে ২৪৪ রানে। ২৮ রান নিয়ে উইকেটে আছেন লোকেশ রাহুল। তাঁর সঙ্গী করুণ নায়ারের রান ৭। তাহলে কি এজবাস্টনের দুঃস্বপ্ন এবার কাটতে চলেছে ভারতের?

লাঞ্চ বিরতিতে মাঠ ছাড়ছেন ইংল্যান্ডের হ্যারি ব্রুক ও জেমি স্মিথ (বাঁ থেকে)। দুজনেই করেছেন সেঞ্চুরি
এএফপি

এর আগে ইংল্যান্ড তাদের প্রথম ইনিংসে অলআউট হয়েছে ৪০৭ রানে। একটা সময় অবশ্য মনে হয়েছিল চার শ রান দূরে থাক, এই টেস্টে ফলো অনে পড়তে যাচ্ছে ইংলিশরা। ৮৪ রানে ৪ উইকেট হারিয়ে ফেলেছিল ইংল্যান্ড। সেখান থেকে দলকে টেনে তুলেছেন জেমি স্মিথ ও হ্যারি ব্রুক। দুজনেই করেছেন সেঞ্চুরি।

স্মিথ টেস্ট ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি করে অপরাজিত ছিলেন ১৮৪ রানে। ২০৭ বলের ইনিংসটিতে তিনি মেরেছেন ২১টি চার ও ৪টি ছয়। ১৭ চার এ এক ছয়ে ২৩৪ বলে ১৫৮ রান করে আউট হয়েছেন টেস্ট ক্যারিয়ারের নবম সেঞ্চুরি পাওয়া ব্রুক। ষষ্ঠ উইকেট জুটিতে দুজনে মিলে তুলেছেন ৩০৩ রান।

আরও পড়ুন

এজবাস্টনে দলের সেরা বোলার যশপ্রীত বুমরাকে বিশ্রাম দিয়েছে ভারত। তাঁর অভাবটা প্রথম ইনিংসে বুঝতে দেননি দুই পেসার মোহাম্মদ সিরাজ ও আকাশ দীপ। সিরাজ ৭০ রানে নিয়েছেন ৬ উইকেট। আকাশ ৪ উইকেট নিয়েছেন ৮৮ রানে।

আরও পড়ুন